27/09/2025
জনপ্রিয় থ্রিলার লেখক সালমা সিদ্দিকাকে জানাই চলন্তিকা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। লেখক সালমা সিদ্দিকা - Salma Siddika এর একক রম্য সংকলন "চুরমার হিউমার " ২০২২ এর অমর একুশে বইমেলায় চলন্তিকা থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি চলন্তিকার জনপ্রিয় রহস্য সিরিজ রহস্যলীনায় ও লিখেছেন।
লেখকের সাহিত্য জীবনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি। সুন্দর হোক আগামীর পথচলা।
শুভ জন্মদিন।