
11/07/2025
#কুহুবাস
লেখিকাঃ তামান্না স্মৃতি
রিভিউদাতাঃ ফারহানা তাবাসসুম
~
★কাহিনী সংক্ষেপঃ গল্প টার শুরু হয় একটা বিজ্ঞাপনের মাধ্যমে। যেটা আনিকা নামের মেয়ে পড়ছিল। বিজ্ঞাপন টা খুবই অদ্ভুত প্রকৃতির। সেটা আনিকাকে খুব আকর্ষণ করে। বিজ্ঞাপন টা দেশের নামকরা একজন গবেষক আজমীর ফয়সালের দেয়া। বিজ্ঞাপন টা দেখে আনিকা তার সাথে দেখা করতে যায়। যায় আরও অনেকে। আচ্ছা কি ছিল সেই বিজ্ঞাপনটিতে? আজমীর ফয়সালের খুবই গুরুত্বপূর্ণ একটা গবেষণার কাজে কয়েকজন লোক লাগবে। আনিকা জানার পর স্বীকার হয় না কাজটা করতে। কারণ সে গর্ভবতী আর তার স্বামী আসিফকে না জানিয়ে এই অদ্ভুত কাজে সে লিপ্ত হতে চাই না। কিন্তু অদ্ভুত একটা কারণে এই কাজে আজমীর ফয়সালের আনিকাকেই চাই কিন্তু কেন? আরও অনেকেই তো আছে!
অন্য দিকে বান্দরবান একালার নির্দিষ্ট একটি রাস্তা থেকে বারবার মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। যার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। এমনকি নিখোঁজ লোকেরা যে গাড়ি বা বাসে ছিল সেগুলো অবধি খোঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ কোনো ব্যক্তির মৃতদেহ পর্যন্তও পাওয়া যায়নি। গাড়ি সহ লোকগুলো সব উধাও। এই কেসটার তদন্ত করছে ইনস্পেকটর রায়হান কবির। গত ছয়মাস যাবত সে এই কেসটার তদন্ত করেও কোনো জট খুলতে পারেনি। রায়হান কবিরের সাথে সাথেও নামকরা একজন সাংবাদিক নাবিলা সেও এই জটিল কেসটা নিয়ে কাজ করছে। সেও জানতে চাই এই হারিয়ে যাওয়ার রহস্য। এই কেসটা সম্পর্কে নাবিলা রায়হান কবিরের কাছে জিজ্ঞেসাবাদ করতে এসে আলাপ হয় দুজনের। অতঃপর দুজনের যোগাযোগ বাড়ে কেসটা নিয়ে। আস্তে আস্তে দুজনের মনে প্রণয়ের জায়গা নেয়।
আজমীর ফয়সালের মেয়ে রুপকথা দুই বছর আগে বান্দরবনের সেই জায়গাতে যেয়ে নিখোঁজ হয়ে যায়। আজ অবধি তাকে খুঁজে পাওয়া যায়নি। এই কেসটাকে নিয়ে তিনি অনেক স্টাডি করার পর অদ্ভুত একটা রহস্য বের করে। তিনি নিখোঁজ লোকেদের নিয়ে একটা অংকের সমাধান করেন। সেটা আদৌও সত্যি কিনা সেটা নিয়ে দ্বিধায় পড়ে যান। ঠিক একই অংকের সমাধান রায়হান কবিরও বের করেন। নিখোঁজ লোকেদের মাঝে একজন করে গর্ভবতী মহিলা থাকে আর কাকতালীয় ভাবে সমস্ত নিখোঁজ লোকের জন্মদিন ২১শে জুলাই। এর কারণ কি হতে পারে? এটা কি সত্যি কাকতালীয় নাকি এর পেছনে অদ্ভুত কোনো রহস্য লুকিয়ে আছে! কে বা কারা করছে এই কাজ গুলো? কোনো দুষ্ট চক্রের হাত আছে কি এতে? উদ্দেশ্য কি তাদের! নাকি এখানে অন্য কোনো গ্রহ বা জগতের হাত রয়েছে! নাহলে এত লোক গাড়ি সহ এভাবে উধাও হয় কিভাবে!
আজমীর ফয়সাল, রায়হান আর নাবিলা কি পারবে এই জটিল রহস্যের সমাধান বের করতে? নিখোঁজ সব ব্যক্তিদের উদ্ধার করতে? নাকি নিজেরাই ফেঁসে যাবে অদ্ভুত রহস্যের জালে?
~
পাঠপ্রতিক্রিয়াঃ এটা একটি থ্রিলার এবং ফ্যান্টাসি জনরার গল্প। গল্প টার মাঝে রয়েছে অনেক অনেক জটিল রহস্য যা আপনাকে বইটি না শেষ হওয়া অবধি শান্তি দেবে না। বইটার যত পৃষ্ঠা উল্টিয়েছি তত বইটা পড়ার আগ্রহ আরও বেড়েছে। বইটি পড়ে আমি কখনো ভীষণ অবাক হয়ছি, কখনো গা ছমছমে ভাব অনুভব করেছি তো কখনো বেদনাদায়ক অনুভূতিও পেয়েছি। বইটি পড়তে পড়তে আপনি জটিল রহস্যের মাঝে আটকে যাবেন। এমনকি আপনি অন্য জগতেও চলে যেতে পারেন। কিভাবে! সেটা বইটা পড়েই জানতে পারবেন। বইটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। এমন অদ্ভুত ধরনের লেখা আমি আগে কখনো পড়িনি। বইটি শেষ অবধি পড়ে ভেবেছি লেখিকা কিভাবে এমন জটিল প্লটের গল্প কল্পনা করেছিলেন!