রাষ্ট্রের রঙ

রাষ্ট্রের রঙ রাষ্ট্রের রঙ বদলায় সময়ের সাথে—আমরা দেখি, ভাবি, বলি।

সফলতা কামনা করছি।
25/06/2025

সফলতা কামনা করছি।

বিসমিল্লাহ
23/06/2025

বিসমিল্লাহ

আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ বড়ভাই জার্মানিতে একটি স্বনামধন্য কোম্পানিতে সাইন্টিস্ট হিসেবে কর্মরত আছেন। দেশে আসলেই তিনি আমাকে...
20/06/2025

আমার এক অত্যন্ত ঘনিষ্ঠ বড়ভাই জার্মানিতে একটি স্বনামধন্য কোম্পানিতে সাইন্টিস্ট হিসেবে কর্মরত আছেন। দেশে আসলেই তিনি আমাকে স্মরণ করেন। ধানমন্ডিতে তাঁর বাসা হওয়ায়, অফিস যাতায়াতের পথে লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের গল্পগুজব হতো। একদিন তিনি আমাকে তাঁর বাসায় নিয়ে গেলেন। তাঁর ড্রইংরুমে ছোট একটি মিসাইলের নমুনা দেখে আমি বেস অবাক হলাম। কারন ভাই পড়ালেখা করেছেন EEE তে, মিসাইল নিয়ে কি কাজ! জিজ্ঞাসা করতেই ভাই কিছুটা আক্ষেপ নিয়ে তাঁর মিসাইল গবেষণার পেছনের গল্প শোনালেন, যা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম।

ভাই দেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে EEE তে পড়াশোনা করেছেন। তবে তাঁর মূল আগ্রহের বিষয় ছিল ক্ষেপণাস্ত্র। ভার্সিটিতে থাকাকালীনই তিনি ক্ষেপণাস্ত্র নিয়ে প্রচুর ঘাঁটাঘাঁটি করেছেন। তাঁর প্রবল আগ্রহের কারণে, স্নাতকোত্তর ডিগ্রির জন্য MIST -তে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিও হয়েছিলেন। কারন MIST ছাড়া অন্য কোথাও সে সুযোগ ছিলনা। কিন্তু বিশেষ কিছু কারণে তিনি তাঁর এই আগ্রহকে কবর দিতে বাধ্য হন।

মিসাইল নিয়ে তাঁর অতিরিক্ত আগ্রহের কারণে বিদেশী গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে নজরে রাখা শুরু করে। এরপর একদিন একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা তাঁকে বাসায় ডেকে নির্জনে বোঝান যে, মিসাইল নিয়ে তাঁর এই অতি আগ্রহ তাঁর জীবনের জন্য হুমকি হতে পারে। তিনি বিস্তারিত ব্যাখ্যা না করে কেবল এতটুকু বলেছিলেন যে, বাংলাদেশ যদি উন্নত মানের ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তবে প্রতিবেশী দেশগুলোর জন্য তা হবে সবচেয়ে বড় ভয়ের কারণ। তাই তারা চায় না যে আমরা সেই সক্ষমতা অর্জন করি।

এর পরই ভাই ক্ষেপণাস্ত্র নিয়ে তাঁর গবেষণা ও আগ্রহ থামিয়ে দিতে বাধ্য হন। আরও আশ্চর্যের বিষয় হলো, তাঁর বাবা একজন উচ্চপদস্থ সরকারি প্রশাসক হওয়া সত্ত্বেও তিনি এই আগ্রহ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

একসাথে কফি হাতে ভাই তাঁর গবেষণা নিয়ে আমাকে বোঝাচ্ছিলেন। আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, ভাই একদম একাডেমিক আলোচনা শুরু করে দিলেন। আমি একজন ইঞ্জিনিয়ার হয়েও তার কথাবার্তা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো। ফিজিক্সের জটিল- সুক্ষ্ম জ্ঞানে তার যে গভীরতা, তা আমি কল্পনাও করতে পারিনি। এত অসম্ভব মেধাবী মানুষটিকে আমরা আমাদের দেশের জন্য কাজে লাগাতে পারিনি, এটা সত্যিই দুঃখজনক।

ভাই বলেছিলেন, তাঁর লক্ষ্য ছিল এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করা যা পাশের দেশের ক্ষেপণাস্ত্রকে টেক্কা দিতে পারে। এর জন্য প্রায় ৩০টির মতো প্যারামিটার সমাধান করা প্রয়োজন ছিল, যার মধ্যে তিনি একাই প্রায় ১৮টির মতো সমাধান করে ফেলেছিলেন। বাকিগুলো সমাধানের জন্য যখন তিনি বিমানবাহিনীর বেশ কিছু কর্মকর্তা এবং একাডেমিক ব্যক্তিদের সাথে কথা বলা শুরু করেন, তখন কেউই তাঁকে সাহায্য তো করেইনি, উল্টা তখনই মূলত তাঁকে নজরে আনা হয়। পরবর্তীতে ভাই খুব ভাল চাকরি পেলেও শেষমেশ দেশ ছেড়ে চলে যান। এবং সাধীনভাবে কাজ করতে না পারার আক্ষেপটা তার মধ্যে স্পষ্ট প্রকাশ পাচ্ছিলো।

যারা মনে করেন মেধার অভাবে আমরা প্রযুক্তিতে পিছিয়ে আছি, বিষয়টি আসলে সম্পুর্ন সত্য নয়। এর মূল কারণ হলো ক্ষমতা। ক্ষমতার অভাবে ক্ষমতাধর দেশগুলো আমাদের গলা চেপে ধরে রাখে। চাইলেও অনেক কিছু আমাদের করতে দেওয়া হয় না। আর সে কারণেই সুযোগের অভাবে দেশের মেধাবীরা বিদেশে পাড়ি জমান। খোঁজ নিয়ে দেখুন, এই দেশ থেকে যারা বিদেশে যান, তাঁরা সবাই সুনামের সঙ্গেই কাজ করে জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখছেন। আমাদের দেশে আনাচেকানাচে এমন অসংখ্য মেধাবী লুকিয়ে আছে,কিন্তু সেই মেধাগুলো ইউটিলাইজ করতে না পারাটা রাষ্ট্রের ব্যর্থতা..
✍🏾✍🏾✍🏾
— শামস আল রিফাত
সোর্স: ফেসবুক পোস্ট, ১৯ জুন ২০২৫

১২০ থেকে ১৪০ টি আসনে বিএনপিকে কোনও ছাড় দেবে না জামাত।কারণ জামাত তাদের জনশক্তিদের তালিকা তৈরি করে দেখেছে প্রায় ১২০ থেকে...
14/06/2025

১২০ থেকে ১৪০ টি আসনে বিএনপিকে কোনও ছাড় দেবে না জামাত।
কারণ জামাত তাদের জনশক্তিদের তালিকা তৈরি করে দেখেছে প্রায় ১২০ থেকে ৪০টি আসনে তাদের দৃঢ় জনভিত্তি রয়েছে।

অতি সম্প্রতি তারা সহযোগী সদস্য বৃদ্ধি কর্মসূচি পালন করে এই ব্যাপারে আরো বেশি আশাবাদী হয়েছে। এবারের সহযোগী বৃদ্ধি কর্মসূচি এতটাই সাফল্যজনক হয়েছে, আলহামদুলিল্লাহ, যে যারা গণ দাওয়াতি পক্ষে অংশ নিয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষের মাঝে সহযোগী সদস্য ফরম বিতরণ করেছে তারা নিজেরাই হতবাক হয়ে গেছে! গণমানুষের বিপুল সাড়া মাঠকর্মীদেরকে মুগ্ধ করেছে। কয়েকজন মাঠকর্মীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবার যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অবিস্মরণীয় একটা ঘটনা ঘটতে পারে।
মাঠকর্মীদের কাছ থেকে আরো একটা বিষয় জানতে পেরেছি তা হচ্ছে জামাতের সমর্থকরা বিএনপির সঙ্গে কোন ধরনের সংঘর্ষে বা বিবাদে জড়াতে চায় না। কারণ বিগত ১৫-১৬ বছরে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তারা একত্রে লড়াই করে এমন শক্ত একটা বন্ধন তৈরি করেছে যে এই বন্ধন থেকে তারা কিছুতেই বের হতে আগ্রহী নয়। কিন্তু একই সঙ্গে তারা বিএনপিকে কোন ছাড় দিতেও রাজি নয়, ঠিক যেমন আপন ভাইকে পৈতৃক অধিকারে কেউ ছাড় দেয় না ঠিক সেরকম।
স্থানীয় পলিটিশিয়ানরা বলছেন আমাদের মধ্যে কোন বিবাদ নেই, বিএনপি'র লোক সেজে কেন্দ্রীয় নেতারা যেসব আজেবাজে মন্তব্য বিদ্বেষমূলক কথা বলে বেড়াচ্ছেন তারই ফলশ্রুতিতে কিছু কিছু অঞ্চলে স্থানীয়দের মাঝে দলীয় কোন্দল ছড়িয়ে পড়েছে।

যদি বিএনপি'র তথাকথিত নেতাদের মুখে বিদ্বেষমূলক রাজনৈতিক বক্তব্য রেটোরিক বক্তব্য মিডিয়াগুলোতে ব্যাপকভাবে প্রচার বন্ধ হয় তাহলে এসব আঞ্চলিক বিবাদ থাকবে না।

নির্বাচনে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এই প্রতিদ্বন্দিতার লিমিট থাকবে এই প্রতিদ্বন্দ্বিতার সৌন্দর্য থাকবে এই প্রতিদ্বন্দিতার শিষ্টাচার থাকবে কোন অবস্থাতেই এই প্রতিদ্বন্দ্বিতা শত্রুতায় পর্যবসিত হতে পারে না খুনাখুনি তে পরিণত হতে পারে না মারামারিতে পরিণত হতে পারে না। যদি আর কোথাও আঞ্চলিক সম্প্রীতি নষ্ট হয় আঞ্চলিক রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে সম্পর্ক অবনতি হয় খুনাখুনি হয় মারামারি হয় তার দায় কতিপয় শীর্ষ বিএনপি নামধারী নেতাকেই বহন করতে হবে। ইতোমধ্যে যারা খুন হয়েছেন সেই খুনের দায় ফজলুর রহমান দ*** সহ মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র সালাউদ্দিন আহমেদ এদের উপর বর্তাবে। অর্থাৎ যারা উস্কানি দিয়েছেন রাজনৈতিক দলগুলোর মাঝে নেতাকর্মীদের মাঝে বিদ্বেষভাব তৈরি করেছেন তাদেরকে এই দায় নিতে হবে। কেউ কেউ আছেন প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছেন কচুকাটা করার হুমকি দিয়েছেন অবিলম্বে এদেরকে হুকুমের আসামী করে বিচারের আওতায় আনতে হবে।
আমরা আর কোন লাশের রাজনীতি দেখতে চাই না।
✍️✍🏿
Mamun Mahfuz

06/06/2025

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলেন ড. মুহাম্মদ ইউনূস

06/06/2025

ঈদ মুবারাক 🌙
تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ

03/06/2025

The suffocating days 🥹

ওরা প্রথমে কমিউনিস্টদের ধরে নিতে এসেছিলো,আমি কোন কথা বলিনি,কারণ আমি কমিউনিস্ট নই।তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে...
01/08/2024

ওরা প্রথমে কমিউনিস্টদের ধরে নিতে এসেছিলো,
আমি কোন কথা বলিনি,
কারণ আমি কমিউনিস্ট নই।

তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল,
আমি নীরব ছিলাম, কারণ আমি শ্রমিক নই।

তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে,
আমি তখনও চুপ করে ছিলাম, কারণ আমি ইহুদি নই।

আবারও আসল ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে,
আমি টু শব্দটিও উচ্চারণ করিনি, কারণ আমি ক্যাথলিক নই।

কিন্তু শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে,
আমার পক্ষে কেউ কোন কথা বলল না,
কারণ, কথা বলার মত তখন আর
কেউ বেঁচে ছিল না।

-মার্টিন নেমলার

Pic for

দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা, প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা!!🤏🫰
04/07/2023

দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা, প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা!!🤏🫰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when রাষ্ট্রের রঙ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাষ্ট্রের রঙ:

Share

Wellcome to Toiry Bazar online market place.

This is not only my business,Rather this is my dream.

I am very conscious about Quality. So you can 100% confirm about Quality.We provide you best delivery service.We maintain high quality with elegant Environment.So we believe that, you will get a super experience with us .