Forget LovE

Forget LovE ধৈর্য রাখুন! 😊
“সবাই আপনাকে ঠকালেও” 🙂
“মহান আল্লাহ তায়ালা কোনদিন আপনাকে ঠকাবে না.! ইনশাআল্লাহ.!😊🤲❤

হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায় না
এটা মাঝে মাঝে এটাও বোঝায়,
আপনি কতটা কষ্ট লুকাতে পারেন ।

20/08/2025

গতকাল রাত ২.৪০মিনিটে "বারিষাব পশ্চিম পাড়া" সাজুর বাড়িতে চুরি করার সময় মুক্তিযুদ্ধার ছেলে ড্রাইবার সিদ্দিকুর (সিদ্দি)কে সাজুর বাড়িতে হাতে'নাতে ধরা হইছে।🫤
👉এলাকার মোবাইল চুরি কল চুরি আরো বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।🫤
তাকে ধরার পর ওখানে 'ফজর' নামাজ পরতে মসজিদের সব মুসল্লী উপস্থিত ছিলেন। "আর সবাই সাক্ষী দিবে"।
- ওখানে হালকা বানানো হইছে তাকে🫣
- একপর্যায়ে সে বলেছে মেয়াজউদ্দিনের ছেলের বউয়ের মোবাইল ফিরিয়ে দিবে ২০ মিনিটের কথা বলে তার মালিকের বাড়িতে যায়' সাথে একজন লোক নিয়ে।
! বাড়িতে যাবার পর ওই ছেলেকে ফেলে এক পর্যায়ে এসে উধাও হয়ে যায়!
😒শুধু চুরি না "রাতে মানুষের বাড়িতেও উঁকিঝুঁকি মারার স্বভাব! এমন ২০ টা প্রমান দিতে পারমু। আর এক মেয়ে তো বাড়িতে এসে জুতা পিটা করছে!🩴👟
🫥 চুরের ছবি কমেন্টে-

30/07/2025

সে হয়তো জানে না।  আমি আজও বহু মানুষের ভিড়ে তার অস্তিত্ব খুঁজি 💔😅
26/03/2025

সে হয়তো জানে না। আমি আজও বহু মানুষের ভিড়ে তার অস্তিত্ব খুঁজি 💔😅

যমুনা গ্রুপের মালিকের কথা মনে পড়ে গেল। অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলছিলেন-‘ডাক্তার, আমার সব সম্পত্তি তো...
25/03/2025

যমুনা গ্রুপের মালিকের কথা মনে পড়ে গেল।

অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলছিলেন-

‘ডাক্তার, আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিবো, তুমি শুধু আমার নিঃশ্বাসটা ঠিক করে দাও।’

হাজার কোটি সম্পত্তির বিনিময়েও ডাক্তার তার নিঃশ্বাস ঠিক করতে পারে নাই। ভদ্রলোক ঐদিনই মারা গিয়েছিলেন।

তামিম ইকবালের যে পরিমাণ টাকা পয়সা আছে লন্ডনের সবচেয়ে ব্যায়বহুল হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো তার কাছে দুধভাত!

তবুও আজকে যখন অসুস্থ হয়ে পড়লেন, সামান্য ২০ কিলোমিটার দূরের হাসপাতালে যাওয়ার মতো অবস্থাতেও ছিলেন না।

কতটা দূর্বল এই মানবজীবন, বিশ টাকার বেলুনের চেয়েও হালকা, শিমুলের তুলোর চেয়েও নরম, দম ফুরোলেই ঠুস!

অথচ জীবনের মিথ্যে ম্যারাথন রেসে দৌড়াতে গিয়ে আমরা ভুলেই যাই, একদিন সবাইকে মরতে হবে। কোনো আগাম বার্তা নেই, আনুষ্ঠানিকতা নেই, হুট করে আজরাইল এসে বলবে, ‘চল এবার যাওয়া যাক।😔

23/03/2025

বাংলাদেশই একমাত্র দেশ। যে দেশের মানুষ পালিয়ে থেকেও ফেসবুকে থ্রে'ট দেয় ‘পালানোর জায়গা পাবি না’! 🐸

22/03/2025
With Mizanur Rahman Azhari – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉
15/01/2025

With Mizanur Rahman Azhari – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে এয়ারপোর্টে যাত্রীদের জন্য ১.ফ্রি টেলিফোন ২. ফ্রি ওয়াইফাই ৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্...
31/08/2024

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে
এয়ারপোর্টে যাত্রীদের জন্য

১.ফ্রি টেলিফোন
২. ফ্রি ওয়াইফাই
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস
৪. দ্রুত ল্যাগেজ প্রধান
৫. ভালো ব্যবহার
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মীদের নিয়ে ফুলের মালা গলায় পড়লো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনা ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।

আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। ডক্টর ইউনুস স্যার

12/08/2024

ছাএরা কতো সুন্দর করে রাস্তাঘাট পরিষ্কার করছে.!

যদি সরকার পরিষ্কার করতো তো ১০০ কোটি টাকা খরচ দেখাত.! 🙁

With Mizanur Rahman Azhari – I just got recognized as one of their top fans! 🎉
10/08/2024

With Mizanur Rahman Azhari – I just got recognized as one of their top fans! 🎉

09/08/2024

ছাত্ররা যোগ্য-ব্যক্তি'কে সম্মান দিতে জানে ❤️❤️

06/08/2024

স্বাধীনতার ডাক দিয়েছে বলেই কি তার মুর্তি বানিয়ে গলিতে গলিতে ঝুলিয়ে দিবে ।
প্রত্যেকটা ক্যান্টনমেন্টে এর হাজার ফুট উচ্চতার মুর্তি ঝোলানো।
জনগনের হাজার কোটি টাকা মেরে এই উন্নয়ন করেছে।
এই উন্নয়ন তো আমরা চাইনি👍

Address

Dhaka
1730

Telephone

+8801753895502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Forget LovE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Forget LovE:

Share