রায়হান এগ্রো প্রজেক্ট

  • Home
  • রায়হান এগ্রো প্রজেক্ট

রায়হান এগ্রো প্রজেক্ট good place for all agro products pet's goat chicken eggs rabbits etc.
(2)

14/07/2025

১০টি দেশিমুরগি পালন কোরে ৭০০০টাকা লাভ।দেশিমুরগি পালনে লাভ কেমন।রায়হান এগ্রো প্রজেক্ট।
দেশিমুরগিপালন #মুরগিরখামার #মুরগিপালনেলাভকতো #রায়হানএগ্রোপ্রজেক্ট

মুরগি সুস্থ রাখার শর্ত আমি মনে করি কৃমিনাশক-সিডিউল অনুযায়ী ভ্যাক্সিন-ভিটামিন সি।আপনার কি মনে হয়? #মুরগিপালন  #রায়হানএগ্র...
14/07/2025

মুরগি সুস্থ রাখার শর্ত আমি মনে করি কৃমিনাশক-সিডিউল অনুযায়ী ভ্যাক্সিন-ভিটামিন সি।আপনার কি মনে হয়?
#মুরগিপালন #রায়হানএগ্রোপ্রজেক্ট #দেশিমুরগি

মাসআল্লাহ।আর অল্প কিছুদিন অপেক্ষা।অপেক্ষারফল মিস্টি হয়। #রায়হানএগ্রোপ্রজেক্ট  #দেশিমুরগি    #বীজডিম
14/07/2025

মাসআল্লাহ।আর অল্প কিছুদিন অপেক্ষা।
অপেক্ষারফল মিস্টি হয়।
#রায়হানএগ্রোপ্রজেক্ট #দেশিমুরগি #বীজডিম

সেফা-1ঔষধ টা মুরগির বাচ্চার ব্রুডিং ব্যবহার করা হয় নাভি শুকাতে।এছাড়া ফাউল টাইফয়েড, ফাউল কলেরা, কোলি বেসিলোসিস, গ্যাংগ্র...
13/07/2025

সেফা-1ঔষধ টা মুরগির বাচ্চার ব্রুডিং ব্যবহার করা হয় নাভি শুকাতে।এছাড়া ফাউল টাইফয়েড, ফাউল কলেরা, কোলি বেসিলোসিস, গ্যাংগ্রিনাস ডার্মাটাইটিস সহ বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। এছাড়াও, ভাইরাল রোগের সাথে সম্পর্কিত সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধেও এটি কার্যকর।খাওয়াবেন কিভাবে প্রতি লিটার পানিতে ১গ্রাম ঔষধ।
#মুরগিরবাচ্চা #রায়হানএগ্রোপ্রজেক্ট #দেশিমুরগি

ডিম পারা মুরগির খাবার।কম খরচে বেশি ডিম।লেয়ার ফিড,গমের ভূষি,ভাত,শাকসবজি কুচি।এ খাবারে ডিমের ওপর কোন প্রভাব পরবে না।ডিমের ...
13/07/2025

ডিম পারা মুরগির খাবার।কম খরচে বেশি ডিম।লেয়ার ফিড,গমের ভূষি,ভাত,শাকসবজি কুচি।এ খাবারে ডিমের ওপর কোন প্রভাব পরবে না।ডিমের উৎপাদন বাড়বে খামারে খাবার খরচ কমবে।শাকসবজি থেকে নানা রকমের ক্যালসিয়াম ভিটামিন পাবেন।
#মুরগিরখাবার #রায়হানএগ্রোপ্রজেক্ট #দেশিমুরগি

মুরগিকে সুস্থ রাখার জন্য ২ট ঔষধ অনেক গুরুত্ব রাখে।মুরগি খাবার খেতে চায় না,খাবার হজম হয় না,রুচি কমে গেছে,মুরগি শুকিয়ে গেছ...
13/07/2025

মুরগিকে সুস্থ রাখার জন্য ২ট ঔষধ অনেক গুরুত্ব রাখে।মুরগি খাবার খেতে চায় না,খাবার হজম হয় না,রুচি কমে গেছে,মুরগি শুকিয়ে গেছে।মুরগি হাটা চলা কম করে,,হাড় ক্ষয় হোচ্ছে।মুরগির নতুন পালক গজায়,সৌন্দর্য বৃদ্ধি করে।চনচলতা বাড়ায় আরও অনেক উপকার আছে।
প্রতি মাসে ৫-৭দিন খাওয়ান প্রতি লিটার পানিতে ১গ্রাম-মিলি কোরে।
#মুরগিরঔষধ #রায়হানএগ্রোপ্রজেক্ট #দেশিমুরগি

তাদের মোহাব্বত মাসআল্লাহ।ছাগলের পি.পি.আর রোগ             P.P.R. DISEASE OF GOATপি.পি.আর ছাগলের খুবই মারাত্মক একটি ভাইরাস...
13/07/2025

তাদের মোহাব্বত মাসআল্লাহ।
ছাগলের পি.পি.আর রোগ
P.P.R. DISEASE OF GOAT

পি.পি.আর ছাগলের খুবই মারাত্মক একটি ভাইরাস জনিত রোগ। এই রোগে মৃত্যুর হার অনেক বেশী(প্রায় ৯০%)। আফ্রিকার বিভিন্ন দেশে এই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। গত কয়েক বছর ধরে বাংলাদেশের ছাগলেরও এই রোগ খুব ব্যাপকভাবে দেখা যাচ্ছে। বিশেষ করে শীতকালে এ রোগ বেশী হয়। এই রোগকে ছাগলের রিন্ডারপেষ্ট নামেও অভিহিত করা হয়।

★লক্ষণ:
* শরীরের তাপমাত্রা বেড়ে যায়।(১০৪-১০৭°)
* শ্বাস-কষ্ট হয় এবং নাক দিয়ে পানির মত নিঃসরণ হয়।
*পাতলা পায়খানা হয়, খাবার রুচি কমে যায়।
* মুখে ঘা হতে পারে।
*শেষের দিকে শরীরের তাপমাত্রা কমে যায় এবং ছাগল নিস্তেজ হয়ে মারা যায়।
★প্রতিরোধ :
*নিয়মিত পি পি আর এর টিকা প্রদান করতে হবে।
*আক্রান্ত প্রাণিকে খামার থেকে সরিয়ে নিয়ে চিকিৎসা দিতে হবে।
*খামার ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে।
*খামারের সুস্থ প্রাণিগুলোকে 1. Pow: Lisovit/Liso plus & 2. Pow: Androren vet এই দুটি ১০ দিন খাওয়াতে হবে।
★চিকিৎসা :
এটা ভাইরাস জনিত রোগ হওয়ায় এর কোনো সুনির্দিষ্ট ঔষুধ নেই! নিম্নোক্ত ঔষুধগুলো ব্যবহার করলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে।
প্রতিদিন তাপমাত্রা মেপে দেখতে হবে।
1. Inj: Gentabac/Gentaren 10% (প্রতিদিন, ১০কেজি ওজনের জন্য ১মিলি মাংসে প্রয়োগ করতে হবে)।
2. Inj: Trizon vet/Eracef vet/Acecef-3 vet (ওজন ২৫কেজির বেশি হলে 1g মাংসে প্রয়োগ করতে হবে)।
3. Inj: Renacin vet (১০কেজি ওজনের জন্য ১মিলি)।
4. Inj: Mel-vet/Camlox vet(জ্বর থাকলে, ১০কেজি ওজনের জন্য ১মিলি মাংসপেশীতে প্রয়োগ করতে হবে)।
তাপমাত্রা কমে গেলে,
5. Inj: Aminovit plus (১০কেজি ওজনের জন্য ৫-৭ মিলি মাংসে/শিরায় প্রয়োগ করতে হবে)।
6. Inj: Steron vet / Dexaren vet & Tropin vet (১০ কেজি ওজনের জন্য ১মিলি মাংসপেশীতে প্রয়োগ করতে হবে)।
*Lisovit /Liso plus (১০ কেজি ওজনের জন্য প্রতিদিন ৩গ্রাম খাওয়াতে হবে)।
*Biogut 10g (১০ কেজি ওজনের জন্য ৩গ্রাম দিনে ২বার খাওয়াতে হবে)।
#কৃষি #রায়হানএগ্রোপ্রজেক্ট
এই পদ্ধতি যদি অনুসরণ করেন, ইনশাআল্লাহ তাহলে সাফল্যের হার ৭০-৯০% হতে পারে।
বি:দ্র:যেকোন চিকিৎসার আগে অভিজ্ঞ ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেন।

বীজ ডিম চেনার উপায়।।মোবাইলে ফ্লাস লাইট জ্বালিয়ে দেখতে পাবেন ডিমের বয়স ৩-৫দিন হোলেই।৩টি ছবি।ছবি ১-ব্রন নেই বাওয়া ডিম।চাইল...
12/07/2025

বীজ ডিম চেনার উপায়।।মোবাইলে ফ্লাস লাইট জ্বালিয়ে দেখতে পাবেন ডিমের বয়স ৩-৫দিন হোলেই।৩টি ছবি।
ছবি ১-ব্রন নেই বাওয়া ডিম।চাইলে খেতে পারেন
ছবি ২-ব্রন ছিল দূর্বল মারা গেছে।ডিম খেতে পরবেন না।ইসেল খাওয়ালে এ সমস্যা হবে না।
ছবি ৩-ব্রন আছে বাচ্চা হবে মাকরোসার জালের মত দেখতে পচ্ছেন।
#মুরগির #বীজডিম #রায়হানএগ্রোপ্রজেক্ট

মোরগের ব্রিডিং ক্ষমতা বাড়াতে ইসেল খাওয়ান।ইসেল খাওয়ালে কি শুধু ব্রিডিং ক্ষমতা বাড়ে-না ডিমের মধ্যে বাচ্চা মারা যায়,ডিমের উ...
12/07/2025

মোরগের ব্রিডিং ক্ষমতা বাড়াতে ইসেল খাওয়ান।ইসেল খাওয়ালে কি শুধু ব্রিডিং ক্ষমতা বাড়ে-না ডিমের মধ্যে বাচ্চা মারা যায়,ডিমের উর্বরতা বৃদ্ধি করে মুরগির ডিমের রাস্তা পিচ্ছিল করে,ফলে ডিম আটকে যাওয়ার সম্ভবনা থাকে না।
#মুরগিরডিম #রায়হানএগ্রোপ্রজেক্ট #দেশিমুরগি #ইসেল

12/07/2025

কয়টি মুরগি দিয়ে খামার শুরু করবেন।কোন মুরগি পালনে লাভ বেশি।রায়হান এগ্রো প্রজেক্ট।
#দেশিমুরগি #মুরগিরখামার #মুরগিরদাম #রায়হানএগ্রোপ্রজেক্ট #কৃষিকাজ

আপনাদের এলাকায় দেশিমুরগির কেজি কতো?আমি ৬০০টাকা লাইভ কেজি নিছি ৩টি ১৬৫০টাকা,গাজিপুর জেলা থেকে। #মুরগিপালন  #রায়হানএগ্রোপ্...
12/07/2025

আপনাদের এলাকায় দেশিমুরগির কেজি কতো?আমি ৬০০টাকা লাইভ কেজি নিছি ৩টি ১৬৫০টাকা,গাজিপুর জেলা থেকে।
#মুরগিপালন #রায়হানএগ্রোপ্রজেক্ট #দেশিমুরগি

মুরগির বাচ্চা বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ঔষধসমূহ। #মুরগিরঔষধ  #রায়হানএগ্রোপ্রজেক্ট  #দেশিমুরগি
12/07/2025

মুরগির বাচ্চা বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ঔষধসমূহ।
#মুরগিরঔষধ #রায়হানএগ্রোপ্রজেক্ট #দেশিমুরগি

Address


Telephone

+8801759685951

Website

Alerts

Be the first to know and let us send you an email when রায়হান এগ্রো প্রজেক্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share