05/10/2025
১৯৯২ সালে জামায়াতে ইসলামী নেতা শহীদ মতিউর রহমান নিজামী সাহেব সংসদে একটি “ব্লাসফেমি বিল” প্রস্তাব করেছিলেন। সেখানে কুরআন অবমাননার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং নবী করিম সাঃ-এর প্রতি অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড রাখার প্রস্তাব দিয়েছিলেন।
কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার অন্তরায় আখ্যা দিয়ে বিলটি আর পাশ করতে দেয়া হয়নি। তৎকালীন সরকার (.... সরকারের নাম বললাম না ) প্রস্তাবটি আলোচনার জন্য গ্রহণ করেনি।
যারা মনে করেন, ক্ষমতা কেন দরকার... জামায়াত ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতা ছাড়া কিছু করা যায় না রে
(সংগৃহীত ও পরিমার্জিত)