Daily Amar Joog

Daily Amar Joog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Amar Joog, Media/News Company, 17B, Malibagh Chowdhury para khilgaon, Dhaka.

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের যাত্রা শুরু বাংলাদেশেনিজস্ব প্রতিবেদক ◑১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে ঢাকার সেগু...
10/12/2024

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের যাত্রা শুরু বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক ◑
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে ঢাকার সেগুণবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর আয়োজনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের সম্মানিত প্রেসিডেন্ট, বিশ্ব মানবাধিকার নেতা, সফল সংগঠক, আইনজ্ঞ, বাংলাদেশের কৃতিসন্তান, সাহিত্যিক ও দার্শনিক ড. রফিকুল ইসলাম এর অনুমোদনে বাংলাদেশে "ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ বিডি সোসাইটি" সরকারী নামকরণে বাংলাদেশ শাখার যাত্রা শুরু হল আজ। সংস্থাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাবেক ধর্ম ও পানি সম্পদমন্ত্রী এম. নাজিমউদ্দিন আল আজাদ। সংস্থার বাংলাদেশ শাখার সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট প্রফেসর এডভোকেট মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক
লায়ন আলহাজ্ব সালেহ আহমদ মিয়া, পিএইচডি। জনাকীর্ণ দর্শক ও গণমাধ্যমকর্মীদের মিলনমেলায় এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগঠনের নবগঠিত কেবিনেট মেম্বার জনাব কালাম ফয়েজি, মো. কামাল হোসেন, মুহাম্মদ মনিরুজ্জামান ভূইয়া, জিয়া উদ্দিন খান, হাসিনা আক্তার, সৈয়দ ফখরুল ইসলাম, মো. শামসুদ্দিন ও অঞ্জন রয় প্রমুখ।

উদ্বোধক মোহাম্মদ সাঈদুল হক সাঈদ বলেন, মাদার প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক প্রেসিডেন্ট আমার সোসাইটির প্রধান উপদেষ্টা ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত আমেরিকার এই সংস্থার বাংলাদেশ শাখা একটি আলোকবর্তিকা, যা নুতন আলো ছড়াবে! বাংলাদেশ কমিটির অগ্রযাত্রা সফল হোক।
বাংলাদেশ শাখা প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম বলেন, আমরা মানবাধিকার প্ল্যাটফর্মে আমেরিকার শাখা এনেছি। এর ব্যপ্তি সারা বাংলাদেশে ছড়িয়ে দেব। আমাদের লক্ষ্য দুখি মানুষের মুখে হাসি ফোটানো। সাধারণ সম্পাদক লায়ন আলহাজ্ব সালেহ আহমদ মিয়া, পিএইচডি বলেন, আমরা ইউএসএ, ইউরোপ ও বিশ্ব থেকে মিলিয়ন-বিলিয়ন অনুদান এনে বাংলাদেশের গরীব মানুষ ও অসহায় আত্মীয়-স্বজনকে সাহায্য করার জন্য মহান আল্লাহ এবং মুহাম্মদ (স.) এর দয়া কামনা করি। তিনি জানান, খুব শীগগিরই আমরা জমকালো আয়োজনে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শাখার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করব।
◑ সাদ আব্দুল্লাহ জারিফ, দৈনিক আমার যুগ।

ডেস্ক রিপোর্ট◑ অদ্য ৯ ডিসেম্বর ২০২৪, জাতীয় প্রেসক্লাবে জনাকীর্ণ এক অনাড়ম্বর আয়োজনে সাহিত্যেক, সাংবাদিক ও মানবাধিকার নেতা...
09/12/2024

ডেস্ক রিপোর্ট◑ অদ্য ৯ ডিসেম্বর ২০২৪, জাতীয় প্রেসক্লাবে জনাকীর্ণ এক অনাড়ম্বর আয়োজনে সাহিত্যেক, সাংবাদিক ও মানবাধিকার নেতা কালাম ফয়েজী রচিত "নেতা ও কবি" গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও প্রধান আলোচক ছিলেন বিএনপি
চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। সঞ্চালনায় ছিলেন মো. জহিরুল ইসলাম কলিম।

US election Result
06/11/2024

US election Result

ড. রফিকুল ইসলাম পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গোল্ড অ্যাওয়ার্ডবিশেষ প্রতিনিধি◑ জাঁকজমকপূর্ণ ও বর্ণিল আয়োজনে উদযাপিত ...
24/10/2024

ড. রফিকুল ইসলাম পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গোল্ড অ্যাওয়ার্ড

বিশেষ প্রতিনিধি◑ জাঁকজমকপূর্ণ ও বর্ণিল আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর দ্বিতীয় কনভেনশন ২০২৪। গত ২০ অক্টোবর, রোববার নিউইয়র্কের উডসাইড কুইন্স প্যালেসে অনুষ্ঠিত কনভেনশনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রতিনিধি ও মানবাধিকারকর্মীগণ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে কনভেনশন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দদায়ক। এ সময়
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস, ইউএসএ ইনক এর সভাপতি, বাংলাদেশের কৃতীসন্তান, বিশিষ্ট দার্শনিক, কলামিস্ট, আইন বিশেষজ্ঞ, সফল সংগঠক ও বিশ্ব মানবাধিকার নেতা ড. রফিকুল ইসলাম কে সম্মানসূচক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তাঁকে অ্যাওয়ার্ড তুলে দেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা সহ অন্যান্য অতিথিবৃন্দ। অপরদিকে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য বিভিন্ন ব্যক্তিকে সনদ প্রদান করা হয়। এসময় ড. রফিকুল ইসলামের বর্নাঢ্য মানবীয় কর্মের ওপর ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়।

ড. রফিকুল ইসলাম তাঁর ভাষণে বলেন, আমি আমার দেশ মাতৃকা ও বিশ্বমানবতার জন্য আমার পরিশ্রম ও জীবন উৎসর্গ করেছি। আজ আমার শুভ জন্মদিন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসেরও প্রতিষ্ঠা দিবস। এ দিনে আমাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত করায় আমি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই। আমি সবার দোয়া চাই। এর আগে সহধর্মিণী, পুত্র ও কণ্যাসহ সতীর্থদের নিয়ে মোমবাতিতে ফুঁ দিয়ে নিজের জন্মদিনের কেক কাটেন এই কিংবদন্তি!

মাত্র দু'বছরে পদার্পণ করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি ইতোমধ্যে বিশ্বব্যাপী মানবাধিকারের আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ও প্রাচীন সংবাদপত্র 'ঠিকানা'র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের সভাপতি ড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনের কনভেনর তরিকুল হোসেন বাদল, সদস্য সচিব মারুফ খন্দকার ও জয়েন্ট কনভেনর আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কাউন্সিলর মেম্বার সুসান ঝুয়াং, প্রফেসর ড. রঞ্জন থাপালিয়া, টারকুইস হাকসিন, জপসিত সিং, অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী ব্রাডন ক্যাস্ট্রো, সিবেনা শংকর, সেরিশ ওয়াকার, নবরাজ কেসি, মেহরিবান নসিব, ম্যাগদালিনা কুলিজ, মোহাম্মদ তারিক, ইউগেনিয়া রাম, গুগু মারাখি, স্যান্ড্রা পেরেজ, আজিজ ভাট ও এরভিন আপাদু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ এম. এম. শাহীন বলেন, মানুষ জন্মের পর যে অধিকার জন্মায়, তা হলো মৌলিক অধিকার ও মানবাধিকার। সে মৌলিক অধিকার ও মানবাধিকারের জন্য যারা বিশ্বব্যাপী লড়াই-সংগ্রাম করছেন, আমি তাদের অভিবাদন জানাই। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম ও উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানা।
আয়োজক কমিটির মিন্টু রয়, সগির খান, সায়দুল ইসলাম বাদল, অ্যাডভোকেট রেশমা ইয়াসমিন, সুলতান আহমেদ, রুহুল আমীন, দিপক দাস, শাহনাজ শীমু, নিলুফা ইয়াসমিন, টি. আলী শেখ, নিরব হক, ড. মুকতার আহমেদ ও তাপস শাহা
প্রমুখের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠেছে।

শেষে ছিল জমকালো কালচারাল শো। সুরের মূর্ছনা ও শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা উপভোগ করেন সবাই। সংগঠনের ব্রান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমি ও শাহনুর অনবদ্য পারফর্মেন্স করেন। এছাড়া উত্তর আমেরিকার জনপ্রিয় গায়ক ও গায়িকা নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, তৃনিয়া হাসান, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, হীরা, সেলিম ইব্রাহিম, কবিতা মজুমদার, ড. কামরুল ইসলাম মঞ্চ দাপিয়ে দর্শকদের মন জয় করে। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক, প্রখ্যাত গায়িকা রেশমি মির্জা।
পরিশেষে দর্শক র‍্যাফেল ড্র এবং নৈশভোজের আয়োজন করা হয়।

° বিশেষ প্রতিনিধি, দৈনিক আমার যুগ।
ই-মেইল: [email protected]

16/08/2024

বিগত নির্বাচনে কেন অংশ নেয়
বাংলাদেশ কংগ্রেস

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে পরপর দু'টি জাতীয় নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল হতে পারে এই আশংকা থেকেই বাংলাদেশ কংগ্রেস দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয় বলে দলের এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন ও মহাসচিব অ্যাড. মো. ইয়ারুল ইসলাম বিগত নির্বাচনে অংশ গ্রহণ করার কারণ ব্যাখ্যা করে বলেন, নিবন্ধন পাওয়ার পর দ্বাদশ সংসদ নির্বাচন ছিল বাংলাদেশ কংগ্রেসের সামনে প্রথম জাতীয় নির্বাচন। স্বৈরাচারী আওয়ামী সরকারের সময় বিভিন্ন অজুহাতে কয়েকটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়। সকল শর্ত পুরণ করা সত্ত্বেও স্বৈরাচারী আওয়ামী সরকারের চাপে বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন নামঞ্জুর করে নির্বাচন কমিশন। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আইনী লড়াইয়ের মাধ্যমে নিবন্ধন লাভ করে বাংলাদেশ কংগ্রেস।

দলের পক্ষ থেকে বলা হয়, বিগত উপজেলা পরিষদ নির্বাচন বাংলাদেশ কংগ্রেস বর্জন করে এবং সরকারের পরিবর্তন না হলে পরবর্তীতে আর কোন নির্বাচনে অংশ না নিতে আগেই ঘোষণা দেয় দলটি। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে দীর্ঘদিন ধরে আন্দোলনও করে আসছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও আসন ভাগ-বাঁটোয়ারা ও ডামি নির্বাচনের নীলনকশার বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল বাংলাদেশ কংগ্রেস।

সাম্প্রতিক সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন দিয়ে গণমাধ্যমে বিবৃতি দেয় বাংলাদেশ কংগ্রেস। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ কংগ্রেস তাদের সাথে সর্বাত্মক একাত্মতা ঘোষণা করে। দলটি ৩ আগস্ট ঢাকার সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে স্বৈরাচারী আওয়ামী সরকারের পদত্যাগ দাবী করে, যা বিভিন্ন গণমাধ্যমের কাভারেজে ওঠে আসে।

সংবাদ বিবৃতিতে আরও জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে থেকে বাংলাদেশ কংগ্রেসের নেতাকর্মীরা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। দলের একজন কেন্দ্রীয় নেতা উত্তরায় শিক্ষার্থীদরকে পানি দেয়ার সময় গুলিবিদ্ধ হন। এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে গণমাধ্যমে প্রথম দিনই বিবৃতি দেয় বাংলাদেশ কংগ্রেস।

দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, বিগত জাতীয় নির্বাচনে দলের অংশগ্রহণ নিয়ে কোন প্রকার ভুল বোঝাবুঝির অবকাশ নেই। বাংলাদেশ কংগ্রেস আগামীর নতুন বাংলাদেশ গঠনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা প্রদানে বদ্ধপরিকর।
° প্রেস বিজ্ঞপ্তি

08/08/2024

ড. ইউনুস। সুসভ্য ও উচ্ছ্বসিত মহাপুরুষ! আপনার হাতে সাজবে নুতন বাংলাদেশ! তরুণরা আপনার প্রাণশক্তি।

সালেহ আহমদ
সম্পাদক - আমার যুগ

03/05/2024

মুক্তি পেয়েছেন মামুনুল হক
ডেস্ক রিপোর্ট °
হেফাজতে ইসলাম এর নেতা মাওলানা মামুনুল হক গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির পর সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সেখানে থাকা হেফাজতের হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিতে থাকেন। হেফাজতের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ মিডিয়াকে মামুনুল হক এর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামুনুল হকের মুক্তির খবরে সেখানে গতকাল রাত থেকেই হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে এখন মোহাম্মদপুরে নিজ বাসস্থানে যাবেন।

মাওলানা মামুনুল হক ২০২১ সালের ২১ এপ্রিল গ্রেপ্তার হন। তিনি তিন বছরের বেশি সময় কারাগারে আটক ছিলেন।

ডেস্ক রিপোর্ট, মনীষা মাহদী, দৈনিক আমার যুগ।

মুক্তি পেয়েছেন মামুনুল হক
03/05/2024

মুক্তি পেয়েছেন মামুনুল হক

01/05/2024

==রঙের হাট==
মামলা হতে পারে চিত্রনায়ক শাকিব খানেরবিরুদ্ধে

বিনোদন ডেস্ক°
মামলা হতে পারে ঢালিউড সুপার স্টার শাকিব খান এর বিরুদ্ধে!* সমাজ বিশ্লেষক ও আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিত্রনায়ক শাকিব খান ৩য় বিয়ে করলে সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়িকা বুবলী আলাদাভাবে স্ত্রীর অধিকারহরণ, স্ত্রীর অনুমতিবিহীন বিয়ে, তাদের সম্মানহানি এবং তারা যৌতুকের অভিযোগ এনে একাধিক মামলা করতে পারেন। এতে বাংলার এই সুপারস্টার অলরাউন্ডার অভিনেতার ক্যারিয়ারে পতন, ইজ্জতহানি, অর্থক্ষয়, জেল-জরিমানা ও দুই শিশু সন্তানের বেড়ে ওঠায় আঘার আসার আশংকা দেখা দিতে পারে। তারা বলছেন, শাকিব খান তথা তার পরিবারের সদস্যগণ, শুভানুধ্যায়ী ও পরামর্শকদের উচিৎ হবে ৩য় বিয়ের আয়োজনের আগে হালের দুই স্ত্রীর সাথে সমঝোতা ও আইনি দিকগুলো নিরাপদ করার পর যেন তিনি বিয়ের পিঁড়িতে বসেন!

° ডেস্ক রিপোর্ট, জুনিয়র সজল মাহমুদ, বিনোদন প্রতিবেদক, দৈনিক আমার যুগ।

13/04/2024

এই ঈদে মুক্তিপ্রাপ্ত এক "রাজকুমার" ছবির জন্য অন্যসব ছবির নায়ক ও প্রযোজক-পরিচালকরা পাগল হয়ে গেছে! - আমার যুগ টিম

13/04/2024

নবিজি (স.) রওজা থেকে প্রতিদিন লাখো জিয়ারতকারিদের সালামের জবাব দেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ইলমে তাসাউউফ তথা সুফিবাদ বিষয়ে এমফিল ফাস্ট ক্লাশ ফাস্ট ও পিএইচডি গবেষক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সুফিসাধক এবং ওয়ার্ল্ড সুফিজম সেন্টার এর প্রেসিডেন্ট আলহাজ্ব সালেহ আহমদ মিয় সম্প্রতি এক প্রতিবেদনে বলেন, যে সকল মাওলানারা ওয়াজে বলেন আল্লাহর রাসুল (স.) কবরে মৃত (নাউজুবিল্লাহ!),, ওনার আব্বা-আম্মা জাহান্নামি ও উনি নূর নন, তারা মিথ্যা বলছেন। তিনি এ বিষয়গুলোর সংক্ষিপ্ত দলিল ও নিজের অভিমত ব্যাখ্যা করেন-

নবিজি (স.) রওজায় জীবিত। রওজাকে কবর বলা মূর্খতা। এরশাদ হয়েছে," যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা কখনও তাদের মৃত ধারণা কর না বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং জীবিকাপ্রাপ্ত"(আলে ইমরান: ১৬৯)। হজরত রাসুল (স.) বলেন," অবশ্যই আল্লাহ তা'আলা আম্বিয়া কেরামের দেহ মুবারক মাটির জন্য হারাম করে দিয়েছেন"( ইবনে মাজাহ)। নবিজি (স.) বলেন, " আমার উম্মত যখন আমার রওজার সামনে এসে সালাম দেয়, আমি তার সালামের জবাব দিয়ে থাকি" ( সুত্র: মক্কা লাইব্রেরি, সৌদি আরব)।
তিনি আরও বলেন, " কেউ যদি দূরবর্তী স্থান থেকে দরুদ পাঠ করে তা আমার কাছে পৌঁছানো হয়"(বায়হাকি)। নবিজি ফরমান, " আল্লাহর কিছু ফেরেস্তা আছে, তারা জমিনে বিচরণ করে এবং আমার উম্মতের প্রেরিত সালাম আমার কাছে পৌঁছে দেয়" ( নাসায়ি ও দারিমী)। হজরত আবু হুরায়রা বলেন, নবিজি (স.) এরশাদ করেন," কোন ব্যক্তি আমার উপর সালাম পাঠালে আল্লাহ তা'আলা আমার রুহের উপর সালাম পাঠান, অত:পর আমিও তার উপর সালাম পাঠিয়ে থাকি"( আবু দাউদ ও বায়হাকি)।

নবিজি (স.) আল্লাহর বান্দা ও মানুষ। কিন্তু তিনি আমাদের মত মানুষ নন। হজরত আদম (আ.) মাটির তৈরি। নবি নুর না মাটি, এ কথায় বক্তারা টেনে আনেন হজরত আদম (আ.) কে। বলেন আদম মাটির তৈরি। সাবধান! মনে রাখতে হবে, আদম (আ.) কিন্তু মাটি হলেও আল্লাহর নবি! যারা বলে নবি আমাদের মত মানুষ, তারা কি এ সাক্ষ্য দিতে পারে যে সেও একজন নবি বা রাসুল? সুতরাং আগে ইলমে তাসাউউফের জ্ঞান ধারণ করুন, তারপর বলুন নবিজি (স.) কি আমাদের মত মানুষ?
নবিজি ফেরেস্তার মতো নুরের তৈরি হতে যাবেন কেন?
মানুষ ফেরেস্তার চেয়ে শ্রেষ্ঠ। মহান আল্লাহ আদমের ভেতর ঢুকে ফেরেস্তা থেকে সিজদাহ্ নিয়েছিলেন।
নবিজি (স.) আদম নবির সিলসিলায় আখেরি নবি। তিনি আল্লাহর বান্দা ও রাসুল, ওনার কাছে ওহি এসেছে। ৪ বার সিনাহ চাক হয়েছে। ওনাকে মেরাজের রাতে মহান আল্লাহ আরশে আজীমে নিজের সামনে নিয়ে মেহমানদারি করিয়েছেন, যা আলাপ করার করেছেন, যা দেবার দিয়েছেন এবং ওনার প্রতি ওই সময় আল্লাহ যথেষ্ট উদার ছিলেন। এই সৌহার্দ্যপূর্ণ আলোচনায় উভয়ের মধ্যে দূরত্ব ছিল দুই ধনুক বা ২ হাত পরিমাণ। এখানে কিছু অবুঝ তাফসীরকারক ও ইসলামি স্কলাররা বলেন, নবিজি (স.) মেরাজে আল্লাহকে দেখেন নি, তিনি জিব্রাইল (আ.) কে "আসল সুরতে" দেখেছেন! এগুলো বানোয়াট বয়ান। আল্লাহ নিজ বন্ধু মুহাম্মদ (স.) কে দাওয়াত করে বাড়িতে নিয়ে নিজে দেখা না দিয়ে জিব্রাইলের আসল রূপ দেখান, বিষয়টি হাস্যকর ও অযৌক্তিক নয় কি? অথচ আল কুরআন ও হাদিস প্রমাণ করে নবিজি (স.) সে রাতে আল্লাহর সাক্ষাৎ পেয়েছিলেন। নবিজির চাচা হজরত ইবনে আব্বাস (রা.) ও বলেছেন, নজিবি (স.) মেরাজে আল্লাহকে সামনাসামনি দেখেছেন। বস্তুত যারা আল্লাহকে নিরাকার জানে, তারাই সাক্ষাৎ বা দেখার ব্যাখ্যা করতে গিয়ে আউলাই ফেলেন! আল্লাহ নিরাকার এ কথা কুরআন ও হাদিসে নাই, বরং আল্লাহর নূরের আকার আছে, ওনাকে দেখা যায়; এ সম্পর্কে কুরআন ও হাদিসে অসংখ্য বাণি এসেছে। নবিজি (স.) কে আল্লাহ গায়েব জানার জ্ঞান দিয়েছেন। উনি 'হজরত আয়েশা (রা.) এর ঘরে প্রবেশ করলে, ওনার চেহারা মুবারক থেকে এত উজ্জ্বল নুর বিচ্ছুরিত হয় যে, মা আয়েশা ওনার সেলাইয়ের সূই অন্ধকারে খুঁজে পান।' এরশাদ হয়েছে, " হে নবি! (আপনি) আল্লাহর আদেশে তাঁর দিকে আহবানকারীরূপে ও প্রজ্জ্বলিত প্রদীপরূপে" ( আলআহযাব: ৪৬)। আল্লাহ বলেন," তোমাদের কাছে এসেছে আল্লাহর তরফ থেকে এক জ্যোতি ( মুহাম্মদ) ও একটি সমুজ্জ্বল কিতাব" ( আল মায়েদা: ১৫)। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, "আমি মুহাম্মদ কে আমার মুখমণ্ডলের নূর দ্বারা সৃজন করেছি" ( বড়পির আব্দুল কাদির জিলানি রচিত, সিররুল আসরার গ্রন্থ)।

মুফতি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গং ও তার পুত্র এবং ছাত্ররা ওয়াজে বলে নবিজি কবরে মৃত, উনি বারযাখি জীবনে আছেন। "বারযাখ" অর্থ হল বাধা, প্রতিবন্ধক, বিচ্ছেদ, দেয়াল ইত্যাদি। ইসলামী পরিভাষায়, বারযাখ হল মৃত্যু পরবর্তী কবরের রুহানি বা আত্মিক জীবন, যেখানে ব্যক্তি
তার জীবনের কর্মফল প্রাথমিকভাবে ভোগ করে এবং কেয়ামত বা শেষ বিচারের দিন না আসা পর্যন্ত এভাবে তা চলমান থাকে। অতএব, নবিজির ক্ষেত্রে এ শব্দটা যায়? ( নাউজুবিল্লাহ!)

আসুন দেখে নেই কবর, মাযার ও রওজা সম্পর্কে অভিধান কি বলে?
"কবর" শব্দের আভিধানিক অর্থ মৃতদেহ মাটিতে পুতেঁ রাখার গর্ত। মৃত মানুষকে কবরে শায়িত করাকে বলা হয় দাফন করা"। সাধারণ মানুষের সমাধিস্থলকে কবর বলে।
"মাজার" অর্থ ‘যিয়ারতের স্থান’। মাজার বলতে আওলিয়া-দরবেশগণের সমাধিস্থলকে বোঝায়।
মাজার একটি আরাধনার স্থান। একজন সুফি সাধক বা দরবেশের মাজারে মানুষ যিয়ারতের জন্য যান, যা ধর্মীয় পরিদর্শন এবং আত্মার সন্তুষ্টি ও ফায়েজ বরকতের সাথে সম্পর্কিত।
নবি, রাসুল ও উচ্চ শ্রেণির অলিআল্লাহর ইন্তেকাল পরবর্তী চিরস্থায়ী আবাসস্থলকে "রওজা" বলা হয়। এর সংলগ্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ময়দান ইত্যাদি গড়ে ওঠে। সুফীতত্ত্বের অনুসারীরা ফায়েজ, বরকত ও রহমত লাভের আশায় সুফি দরবেশদের "রওজা মুবারক" যিয়ারত করতে পছন্দ করেন।
নবিজি(স.) এর উম্মত ও আশেকরা নবিজির সুগ্রাণ, সালামের জবাব, কাশফ বা স্বপ্নে নবিজির দিদার এবং জান্নাত লাভের আশায় হজ ও ওমরায় গিয়ে মদিনার রওজায় শায়িত নবিজির জিয়ারত করে। নবিজি সালামের উত্তর দেন! এখন উম্মতে মুহাম্মদি কিরূপে দয়াল নবিজিকে (স.) সম্মান প্রদর্শন করবে, তা তার নসিবের ওপর বর্তায়!

নবিজি (স.) এর সম্মানিত আব্বা-আম্মা জান্নাতে আছেন। উনারা 'দ্বীনে হানিফ' এর অনুসারি ছিলেন। অর্থাৎ হজরত ইব্রাহিম (আ.) এর ধর্মের অনুসারী " মুসলমান" ছিলেন। নবিজির পিতা ও মাতা বাস্তবিক জীবনে আধ্যাত্মিক মানদন্ডে উচ্চ মাকামের অধিকারী বান্দা ও আল্লাহর বন্ধু ছিলেন। মুলত কুরাইশগণ "দ্বীনে হানিফ" এর অনুসারি ছিল। দ্বীনে হানিফ মানে "ইসলাম"। তারাও মুসলমান। আল্লাহ বলেন," সে (ইব্রাহিম) ছিল একনিষ্ঠ সরলপন্থি মুসলিম"( আলে ইমরান: ৬৭)।

ওয়ার্ল্ড সুফিজম সেন্টারের প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে বলেন, কাজেই নবিজির বংশধর পূর্বপুরুষগণ দ্বীনে হানিফের অনুসারী মুসলমান ছিলেন। আর নবিজি (স.) শিশুকাল থেকে এইরূপ পরিবারের ইসলামি আকিদা ধারণ করে হজরত ইব্রাহিম (আ.) কে মুর্শিদ বা পথ প্রদর্শক দিলে লয়ে ২৫ থেকে ৪০ মোট ১৫ বছর হেরা গুহায় ধ্যান-মুরাকাবা করে আল্লাহ পক্ষ থেকে নবুওয়ত প্রাপ্ত হন!
ধর্মজ্ঞান ২৫ বছর বয়সের একজন যুবকের মনে আকর্ষীক আসে না। এটা বাল্যকাল থেকে নিজের ভেতর স্বীয় পরিবারের সদস্যদের আচার-আচরণ ও ধর্মীয় অনুশাসন থেকে তৈরি হয়ে ওঠে। কাজেই নবিজিও (স.) দ্বীনে হানিফের অনুসারী ছিলেন নবুয়তের আগ পর্যন্ত।

হজরত নবিজি (স.) এর বংশে যদি কোন ধর্মীয় চর্চা বা আমল না-ই থাকত, তবে তিনি কোন ধর্মের দর্শন মোতাবেক হেরা গুহায় সাধনা করেছিলেন? যারা বলে নবিজির আব্বা-আম্মা মুসলমান ছিলেন না, ওনার
পূর্বপুরুষ পৌত্তলিক ছিল ( নাউজুবিল্লাহ!)। তারা ইলমে তাসাউউফ তথা সুফিবাদ শিক্ষায় উত্তম পথ প্রদর্শকের পরামর্শ নিয়ে আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করে দিলের কপাট খুলতে হবে। তবেই ঈমানের পিতা তথা হজরত রাসুলুল্লাহর (স.) সাথে কিরূপ সম্মান প্রদর্শন করা উচিত সে শিক্ষা মহান আল্লাহর তরফ থেকে আপন অন্তরে উদ্ভাসিত হবে। আমিন।

°ডেস্ক রিপোর্ট, মুহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত বার্তা সম্পাদক, দৈনিক আমার যুগ।

Address

17B, Malibagh Chowdhury Para Khilgaon
Dhaka
1219

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 16:00 - 21:30
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Amar Joog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share