05/07/2025
দলীয় সরকার গঠন জটিল হয়: কোন দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় না, ফলে জোট সরকার গঠন করতে হয়—যা অস্থিতিশীলতার কারণ হতে পারে।
বিচ্ছিন্ন বা উগ্রপন্থী দলের প্রবেশ: ছোট ছোট দলও কিছু ভোট পেলেই সংসদে আসতে পারে, যা কখনও উগ্রবাদী বা স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রবেশের পথ খুলে দেয়।
জনগণের সঙ্গে দূরত্ব: প্রার্থী নয়, দলকেই ভোট দিতে হয়; ফলে জনগণ নিজ এলাকার প্রার্থীকে সরাসরি বেছে নিতে পারে না, এতে জনতার সঙ্গে প্রতিনিধির সম্পর্ক দুর্বল হয়।
অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব দুর্বল: এলাকার চাহিদা বা সমস্যা সংসদে উঠে আসার সম্ভাবনা কমে যায়, কারণ প্রার্থী নির্দিষ্ট কোনো এলাকা প্রতিনিধিত্ব করেন না।
্ধতি
#নির্বাচনব্যবস্থা
#গণতন্ত্রবিপন্ন
#রাজনৈতিকঅস্থিতিশীলতা
#ভোটেররাজনীতি
#প্রতিনিধিত্বসংকট
#জোটসরকার
#ছোটদলেরক্ষমতা
#সংসদীয়জট
#জনগণেরভোটেরঅধিকার
#সংবিধানএবংগণতন্ত্র