06/11/2025
এক্সক্লুসিভ রিপোর্ট | TV24
গাজীপুর:
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম TV24 কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, আসন্ন ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তারা ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করবেন।
তিনি বলেন, “গাজীপুরবাসীর অধিকার রক্ষার এই লড়াই শুধু একটি দলের নয়, এটি মানুষের ন্যায়বিচারের আন্দোলন।”
জাহাঙ্গীর আলম গাজীপুরের জনগণকে আহ্বান জানান, ১০ তারিখ সকাল থেকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে লগি-বৈঠা হাতে রাজপথে নামতে, যাতে ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন করা যায়।
তিনি আরও বলেন, “এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও, অন্যায়ের বিরুদ্ধে গাজীপুরবাসী প্রস্তুত। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, গাজীপুরের প্রতিটি ঘরে এখন পরিবর্তনের সুর বাজছে।”
TV24-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন ঘিরে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
📺 বিশেষ প্রতিবেদন ও সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখুন TV24-এর পর্দায়।
#গাজীপুর_আন্দোলন #জাহাঙ্গীরআলম
্সচলুসিভে
বাংলাদেশ আওয়ামী লীগ-BANGLADESH AWAMI LEAGUE ALL NEWS