RITU MONI

RITU MONI Assalamuullaikum

এক আপুর প্রোফাইল থেকে নেওয়া 😰এই মাসুম বাচ্চা টা দেখেছে,অনেক মানুষ তার মা কে এইখানে কিছুক্ষণ আগে শুইয়ে রেখেছে 😓তাই সে পরে...
20/10/2025

এক আপুর প্রোফাইল থেকে নেওয়া 😰
এই মাসুম বাচ্চা টা দেখেছে,অনেক মানুষ তার মা কে এইখানে কিছুক্ষণ আগে শুইয়ে রেখেছে 😓

তাই সে পরে এখানে এসে 'মা,মা করে কান্না করেই যাচ্ছে
কিন্তু মা তো তার ডাকে সাড়া দিচ্ছে না কোনভাবেই 😥
সে বুঝতে পারছে না তাকে আদর করে কোলে নিচ্ছে না কেনো?

কতগুলি অমানুষ ,জানোয়ার,হায়েনা তার মা কে নিস্তেজ করে দিয়েছে😓

👉 এটা ধর্মপাশা আদালত চত্বরে নিহত শরিফার একমাত্র মেয়ে আরবি
মায়ের জন্য কব*রের পাশে বসে কাঁদছে শিশুটি😭।

collected 👍

 #আপডেট: দুনিয়ায় এখনো মানবতা আছে বুঝা যাচ্ছে।গত তিন দিনে মনে হচ্ছে ৫ হাজার এর উপর মেসেজ আসছে এ বাচ্চার খবর নেওয়ার জন্য! ...
17/10/2025

#আপডেট: দুনিয়ায় এখনো মানবতা আছে বুঝা যাচ্ছে।গত তিন দিনে মনে হচ্ছে ৫ হাজার এর উপর মেসেজ আসছে এ বাচ্চার খবর নেওয়ার জন্য! কি বলবো আমি নিজেই আসলে মানসিক ট্রমার মধ্যে আছি ঔদিনের পর।

দুঃখের বিষয় হচ্ছে এখনো এ বাচ্চার কোন আপডেট আমিও পাইনি।সবাইকে আসলে মেসেজ দিয়ে বলা সম্ভব না। তাই পোস্ট করলাম।খবর পাওয়া মাত্র আমি সবাইকে জানাবো। আমি অনেক স্থানে খবর লাগিয়েছি।

তবে এ বাচ্চা বেচে থাকলে সেটা হবে অলৌকিক কিছু!!! মহান আল্লাহ সহায় হোন।

★★★ এ বাচ্চার বাড়ি হচ্ছে সীতাকুণ্ডের বার আউলিয়ার পূর্ব দিকে পাহাড়ের তলদেশে। ওখানকার কেউ যদি থাকেন তাহলে একটু খোঁজ নিয়ে দেখতে পারেন।

এটা আবার কেমন ঘুম😑
16/10/2025

এটা আবার কেমন ঘুম😑

Life is not easy for everyone 💔যেখানে বিবেকের চোখ অন্ধ ' লজ্জা তো গল্পকাহিনি বইয়ের বানানো ছন্দ - 😞💔
15/10/2025

Life is not easy for everyone 💔
যেখানে বিবেকের চোখ অন্ধ ' লজ্জা তো গল্পকাহিনি বইয়ের বানানো ছন্দ - 😞💔

কি এক অবস্থা..৭ দিনের বাচ্চা তীব্র জ-ন্ডি-সে আ-ক্রা-ন্ত..কি নোং-রা করে বাচ্চাকে ৭ দিন পর নিয়ে আসছে চেম্বারে..বাচ্চার এতো...
15/10/2025

কি এক অবস্থা..৭ দিনের বাচ্চা তীব্র জ-ন্ডি-সে আ-ক্রা-ন্ত..কি নোং-রা করে বাচ্চাকে ৭ দিন পর নিয়ে আসছে চেম্বারে..বাচ্চার এতো ভ-য়া-ব-হ জ-ন্ডি-স যে খি-চু-নি চলে আসছে..সাথে সেপসিস এবং মা-রা-ত্ম-ক পানি শুন্যতা..এতোদিন নাকি বনাজী ঔষধ খাইয়েছে..

আচ্চা বিয়ে করলেই কি সবাইকে বাচ্চা জ-ন্ম দিতে হবে..এমন কোন কথা আছে..সরি টু সে..

এ বাচ্চাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি..আল্লাহ ভরসা🤲

আহ কালকে ব্লাডের জন্য পোস্ট করেছিলাম আজকে বাচ্চাটা মারা গেলো😭😭😭প্রথম যেদিন বাচ্চাটা দুনিয়ায় আসলো তার বাবা মায়ের কি আনন্দ...
15/10/2025

আহ কালকে ব্লাডের জন্য পোস্ট করেছিলাম
আজকে বাচ্চাটা মারা গেলো😭😭😭
প্রথম যেদিন বাচ্চাটা দুনিয়ায় আসলো তার বাবা মায়ের কি আনন্দ। মাত্র ৫৩ দিনের জন্য এসেছিল বাচ্চাটা।আল্লাহ ভাই আর ভাবিকে ধৈর্য ধরার তৌফিক দান করুন 🤲

💔 "মেয়ের স্তনের দু ধে বেঁচে থাকা পিতা" — এক মানবিক ভালোবাসার গল্পএই ছবিটি দেখলে হয়তো প্রথমে আপনার মনে নানা প্রশ্ন জাগবে।...
09/10/2025

💔 "মেয়ের স্তনের দু ধে বেঁচে থাকা পিতা" — এক মানবিক ভালোবাসার গল্প

এই ছবিটি দেখলে হয়তো প্রথমে আপনার মনে নানা প্রশ্ন জাগবে।
কেন এমন ছবি? কেন এমন দৃশ্য?
কিন্তু ছবিটির পেছনের সত্য ঘটনা জানলে — আপনার হৃদয়ও কেঁপে উঠবে আবেগে।

এটি কোনো অশালীন চিত্র নয়, বরং ইউরোপের বিখ্যাত শিল্পী মুরলির আঁকা এক ঐতিহাসিক চিত্রকর্ম, যার নাম “Roman Charity” (রোমান দয়া)।
এই ছবিতে লুকিয়ে আছে এক অসীম মানবিকতা ও ত্যাগের গল্প—
এক মেয়ের অকৃত্রিম ভালোবাসা আর এক পিতার প্রতি কন্যার আত্মত্যাগের কাহিনি।

🕊️ গল্পটি এমন—
ইউরোপের এক দেশে এক সময় এক নিরপরাধ ব্যক্তিকে “না খেয়ে মৃ ত্যু র” শাস্তি দেওয়া হয়।
তাকে কারাগারে বন্দী করে রাখা হয়, এবং কোনো খাদ্য গ্রহণের অনুমতি ছিল না।
দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ— ধীরে ধীরে তার দেহ ক্ষীণ হতে থাকে।

লোকটির একমাত্র কন্যা বাবাকে প্রতিদিন একবার দেখার অনুমতি পায়।
প্রবেশের আগে তাকে সম্পূর্ণভাবে তল্লাশি করা হতো,
যাতে সে কোনো খাবার বা বস্তু ভিতরে নিতে না পারে।

প্রতিদিন বাবাকে মৃত্যুর পথে যেতে দেখে মেয়েটির হৃদয় ভেঙে যাচ্ছিল।
একদিন, বাবাকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে — সে নিজের বুকের দু ধ বাবাকে খাওয়াতে শুরু করে।
এইভাবেই প্রতিদিন গোপনে বাবার জীবন বাঁচাতে থাকে সে।

মাস কেটে যায়, কিন্তু আশ্চর্যের বিষয়— পিতা এখনো জীবিত।
অবশেষে একদিন এক প্রহরী ঘটনাটি দেখে ফেলে।
সাথে সাথে বিষয়টি আদালতে পৌঁছে যায়।

সারা দেশে ছড়িয়ে পড়ে এই সংবাদ।
প্রথমে সবাই হতবাক — কিন্তু পরে মানুষের চোখ খুলে যায়।
সরকার ও সমাজ নেতারা বলেন,

> “এটি কোনো অপরাধ নয় — এটি এক সন্তানের পক্ষ থেকে পিতার প্রতি অসীম মমতা ও ভালোবাসা।”

অবশেষে আদালত পিতা ও কন্যা উভয়কেই মুক্তি দেয় —
কারণ মানবতার উপরে কোনো আইন থাকতে পারে না।

🌼 শিক্ষণীয় বার্তা

নারী— সে যেই রূপেই থাকুক, তিনি মা, বোন, বা কন্যা।
তাঁর প্রতিটি রূপেই লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর পবিত্রতার এক অনন্য প্রতীক।

👉 নারীকে সম্মান করুন, শ্রদ্ধা করুন।
👉 কোনো ঘটনার প্রকৃত অর্থ না জেনে নেতিবাচক মন্তব্য করবেন না।
👉 কখনো ভুলে যাবেন না—
> নারী শুধু সৌন্দর্যের প্রতীক নন, তিনি জীবনের প্রতীক।

❤️ এই ছবিটি হয়তো কথা বলে না,
কিন্তু এর নীরব বার্তায় লুকিয়ে আছে গভীর মানবতা,
যা আমাদের শেখায় —
ভালোবাসা ও ত্যাগের কোনো ধর্ম, জাতি, বা সীমানা নেই।

আমি ও একজন এতিম 😔 আমি বুঝি এতিমদের কষ্ট 😔
08/10/2025

আমি ও একজন এতিম 😔 আমি বুঝি এতিমদের কষ্ট 😔

লাং নিয়ে আসিস কাশবনে😼😾
08/10/2025

লাং নিয়ে আসিস কাশবনে😼😾

🚨 ঢাকায় থাকেন বা ঢাকায় আসবেন? সতর্ক থাকুন! 🚨⚠️ কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা:1. ফার্মগেট এলাকায়হঠাৎ দেখতে পারেন কয়েকজন একজন...
08/10/2025

🚨 ঢাকায় থাকেন বা ঢাকায় আসবেন? সতর্ক থাকুন! 🚨

⚠️ কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা:

1. ফার্মগেট এলাকায়
হঠাৎ দেখতে পারেন কয়েকজন একজনকে আঘাত করছে আর সে সাহায্যের জন্য ডাকছে। আপনি দয়া করে এগিয়ে গেলে সব কিছু হারাতে পারেন। এরা সংঘবদ্ধ প্র'তা'রক চক্র।

2. ওভারব্রিজে মহিলা কাঁদছে
সে আপনার মোবাইল চাইবে "মিসকল" দেওয়ার জন্য। আপনি দিলে ফাঁ'দে পড়বেন। পরে ওরা আপনার নম্বর ব্যবহার করে লোভনীয় প্রস্তাব দেবে এবং ব্লা'ক মে*ইল করবে।

3. শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী এলাকায় জ্যামে
নানা লিফলেট দিয়ে আপনাকে ফাঁ'দে ফেলতে পারে (রোগ, দুর্বলতা, রুম ডে/ট প্রভৃতি নামে)।

4. বোরকা পরা মেয়ের প্রলোভন
সুন্দর ইশারায় আপনাকে আকৃষ্ট করতে চাইবে। ওদের সাথে গেলে সর্বস্ব হারাতে হবে। মেয়ে দিয়ে ব্লা'ক মে*ইল করবে।

5. গাবতলি, সায়েদাবাদ, সদরঘাট, মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরিঘাটে
বাইরে তাস, লুডু খেলার আসর বসে। কাছে গেলেই ফেঁ'সে যাবেন।

6. যাত্রাপথে অপরিচিতদের সাথে আলাপ কম করুন
অপরিচিত জায়গায় সতর্ক থাকুন।

7. রেলের ছাঁদে যাওয়া থেকে বিরত থাকুন
একদল ছেলে ছাদে থেকে ছি'ন'তাই করে ফেলে দেয়।

8. লঞ্চে যাত্রী কম থাকলে উঠবেন না।

9. স্পিডবোটে ভ্রমণকারীরা সতর্ক থাকুন
বোট মাঝপথে থামিয়ে ছি'ন'তাই হতে পারে। মূল্যবান কিছু সাথে রাখবেন না।

10. রাস্তা পারাপার
বাসের মাঝ দিয়ে হেঁটে যাওয়া বিপজ্জনক, নে'শাখোররা ওঁত পেতে থাকে।
---

✅ সারসংক্ষেপ

ঢাকায় ভ্রমণ বা চলাচলের সময় সর্বদা সতর্ক থাকুন। অপরিচিত কারও সাথে সহজে যোগাযোগ করবেন না। ছোট্ট অসতর্কতা বড় বিপদের কারণ হতে পারে।

📌 সচেতনতা ছড়িয়ে দিন, সবাইকে জানান।
💙 ভালো থাকুন, সুস্থ থাকুন।

আপনি রাখতে জানলে সে থাকতে বাধ্য।
06/10/2025

আপনি রাখতে জানলে সে থাকতে বাধ্য।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when RITU MONI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share