
20/06/2025
🌸স্বাগতম নীল প্রজাপতিতে!
স্বপ্ন, অনুভব আর ভালোবাসার নতুন ঠিকানায় তোমায় জানাই হৃদয়ের গভীর অভিবাদন।
Nill Projaproti শুধু একটি পেজ নয় — এটি একটি আবেগ, একটি রঙিন যাত্রা যেখানে গল্প বলে মন, কথা বলে ভালোবাসা।
প্রতিদিনের ব্যস্ততায় একটু থেমে নিজের অনুভূতিগুলো খুঁজে পাওয়ার জায়গা হয়ে উঠুক এই পেজ।
তুমি পাশে থাকো, আমরা একসাথে ছুঁয়ে দেখব নীল আকাশ, উড়ে যাবো প্রজাপতির ডানায়
তাই লাইক দিও, ফলো করো আর শেয়ার করো ভালো লাগার মুহূর্তগুলো প্রিয়জনের সঙ্গে।
নীল স্বপ্নের শুরু হলো আজ থেকেই
তোমার ভালোবাসায় ভর করেই উড়বে Nill Projaproti