16/10/2025
জীবনঘনিষ্ঠ কথাসাহিত্যের নিবেদিতপ্রাণ লেখক রফিকুর রশীদের রোমান্টিক গল্পের অনন্য সংকলন ‘স্বপ্নের ঘরবাড়ি এবং অন্যান্য গল্প’।
গল্প সে তো যাপিত জীবনেরই ছবি। এ জীবনে চড়াই-উৎরাই আছে, আনন্দ-বেদনা অভিঘাত আছে, আছে বহুবর্ণিল স্বপ্নের আলোকউচ্ছাস এবং সেই সাথে স্বপ্নভঙ্গের হতাশাও। এইসব কিছু মিলিয়েই জীবনের অম্লমধুর নির্যাস। আর সেই নির্যাসমথিত জীবনের শৈল্পিক বুননে গড়ে ওঠে জীবনের গল্প, জীবনজয়ী গল্প। জীবনের সোনালি পাতার ভাঁজে ভাঁজে দৃশ্যাতীত হরফে উৎকীর্ণ রোমান্টিকতার সুতোয় বোনা হয় অসংখ্য গল্পের জীবনজমিন।
গ্রন্থভুক্ত প্রতিটি গল্পই নতুন এবং সকল বিবেচনাতেই স্বতন্ত্র। যদিও সবগুলো গল্পের কেন্দ্রেই রয়েছে প্রেম, তবু মানব-মানবীর প্রেমার্ত হৃদয়ের রক্তক্ষরণের চিত্র অঙ্কন এবং উপস্থাপনের অভিনবত্ব প্রতিটি গল্পেই এনে দিয়েছে স্বাতন্ত্র্য। এইখানে এসে প্রতিটি গল্পই অতিক্রমপ্রয়াসী পূর্ববর্তী গল্পের। এভাবেই ক্রমাগত এগিয়ে যাওয়া, সমুখের দৃশ্যমান পর্দা সরিয়ে মানবহৃদয়ের গভীরের দৃশ্যাতীত পর্দা উন্মোচনে সচেষ্ট হওয়া।
বিচিত্র সব পাত্রপাত্রী এসে স্বপ্নলগ্ন জীবনপাত্র মেলে ধরেছে এ গ্রন্থের পাতায় পাতায়। তারা কিন্তু গল্পকারের হাতের ক্রীড়নক নয়। বরং ক্ষেত্রবিশেষে এই চরিত্রগুলোই নিজেদের স্বাভাবিক বিকাশের স্বার্থে গল্পকারের ভাবনার গতিপথ নিয়ন্ত্রণ করেছে, আবার নতুন মাত্রায় পথও দেখিয়েছে। এদের প্রাণসম্পদের জোরেই এ বইয়ের গল্পগুলো হয়ে উঠেছে প্রখর গতিময় এবং জীবনমুখী।
# # #
গল্পগ্রন্থ- স্বপ্নের ঘরবাড়ি ও অন্যান্য গল্প
লেখক- রফিকুর রশীদ
প্রকাশন- জলধি
প্রচ্ছদ- তাইফ আদনান
গ্রন্থমূল্য- ৩৫০৳
২০% কমিশনে ২৮০৳ + কুরিয়ার ৫০৳ = ৩৩০৳
যোগাযোগ ও বিকাশ নাম্বার- ০১৫৮৪০৩২০০৭
(মার্চেন্ট নাম্বার তাই পেমেন্ট করতে হবে)
সরাসরি প্রাপ্তিস্থান- কবিতাক্যাফে, বাতিঘর, পাঠক সমাবেশ কেন্দ্র।
বইটি পেতে যোগাযোগ করতে পারেন জলধির পেজে।
https://www.facebook.com/JolodhiBD
এছাড়াও রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন নিচের লিংকে-
https://www.rokomari.com/book/512227/978-984-29122-1-4
অথবা যোগাযোগ করুন- ১৬২৯৭
#জলধি
#রফিকুর_রশীদ
#স্বপ্নের_ঘরবাড়ি_ও_অন্যান্য_গল্প
#গল্পগ্রন্থ