চয়ন প্রকাশন

চয়ন প্রকাশন চোখ ভরা স্বপ্ন সেইত চয়ন
বুক ভরা ভালোবাসা এইতো চয়ন

দেশ জাতি পতাকার কল্যাণে ২০০২ সালে চয়ন প্রকাশন এর যাত্রা শুরু। ২০০৪ সাল থেকে নিয়মিত অমর একুশে বইমেলায় গল্প উপন্যাস শিশুতোষ ভ্রমণ কাহিনীর পসরা নিয়ে অংশগ্রহণ। সাহিত্য চর্চার পাশাপাশি বই বিক্রির একটি অংশ দিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের দিকে হাত বাড়িয়েছি আমরা। তার ই ধারাবাহিকতায় চলছে প্রি প্রাইমারী স্কুল, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, ফ্রি ক্লিনিক আর মূল্যবান গ্রন্থ সমৃদ্ধ একটি পাঠাগার। সেই সাথে নিয়মিত

ঈদ বস্ত্র, শীত বস্ত্র ও স্কুল ড্রেস দেয়া হচ্ছে। চলছে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, নারীদের আত্মনির্ভরশীল করতে কল্যাণমুখী কার্যক্রম। চয়ন প্রকাশন বিশ্বাস করে সদিচ্ছা থাকলে অনেক বড় স্বপ্ন পরিকল্পিত ভাবে বাস্তবায়ন সম্ভব। যার ফলশ্রুতিতে সময়ের সুবাতাসে ইস্পাত কঠিন ইচ্ছায় দিন রাত্রির খসড়া প্রণয়নে আমরা একবিংশ শতাব্দীর আলোর পথযাত্রি

চয়ন প্রকাশন  #নতুন_বই  #গল্পগ্রন্থ ঝিনাইদহের এক পল্লীগ্রামে জন্ম লেখক মোস্তফা জামানের। শৈশব কৈশোর গ্রামেই কাটিয়েছেন। জগন...
29/07/2025

চয়ন প্রকাশন
#নতুন_বই
#গল্পগ্রন্থ

ঝিনাইদহের এক পল্লীগ্রামে জন্ম লেখক মোস্তফা জামানের। শৈশব কৈশোর গ্রামেই কাটিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন।

বাবার মুখে মুখে অনেক গল্প শুনতেন ছোটবেলায়। শুনতে শুনতে গল্পের প্রতি অনেক ভালোলাগা কাজ করেছে তাঁর। ছোটবেলা থেকেই স্কুল লাইব্রেরি থেকে বিভিন্ন গল্পের বই নিয়ে পড়া শুরু করেন। স্কুল জীবনেই একটুআধটু লিখতেন শখ করে। সেই শখের লেখা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তবে শখের লেখার মধ্যেও সেটার প্রতি তাঁর অনেক আগ্রহ এবং সম্মান আছে।

সেই আগ্রহ ও সম্মানের জায়গা থেকেই প্রথম একক গল্পগ্রন্থ 'অপ্রাপ্তির বিষপত্র' প্রকাশ হলো চয়ন প্রকাশন থেকে।
লেখালেখির এই যাত্রাটা ভবিষ্যতে আরও সম্প্রসারণ করার আগ্রহ ব্যক্ত রয়েছে তাঁর।

মোস্তফা জামানের প্রথম গল্পগ্রন্থ 'অপ্রাপ্তির বিষপত্র' প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত |

চয়ন পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা | ত্যাগের মহিমায়, সবার ভালোবাসায় ঈদ হোক আনন্দময় |
06/06/2025

চয়ন পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা | ত্যাগের মহিমায়, সবার ভালোবাসায় ঈদ হোক আনন্দময় |

কবি নাসরিন নাহার আঁখি | জীবনের পরতে পরতে কুড়িয়ে নেন মায়া আর তা দিয়ে গাঁথেন কবিতার মালা | সেই মালাগুলো একত্র করার প্রয়াসে...
15/05/2025

কবি নাসরিন নাহার আঁখি | জীবনের পরতে পরতে কুড়িয়ে নেন মায়া আর তা দিয়ে গাঁথেন কবিতার মালা | সেই মালাগুলো একত্র করার প্রয়াসে চয়ন প্রকাশন এর সাথে তাঁর যুগলবন্দি |

প্রকাশিত হতে যাচ্ছে জীবনকে বর্ণমালার প্রাঞ্জল উপস্থাপনায় দেখা এই কবির প্রথম কাব্যগ্রন্থ 'স্মৃতির মেদুর' | এক অপূর্ব অনুভূতি ছুঁয়ে যাবে আপনার হৃদয় এ কথা বলতে পারি নির্দ্বিধায় |

কবি নাসরিন নাহার আঁখির প্রথম কাব্যগ্রন্থ 'স্মৃতির মেদুর' প্রকাশ করতে পেরে চয়ন প্রকাশন আনন্দিত |

25/04/2025

#নতুন_বই
চয়ন প্রকাশন

#স্মৃতির_মেদুর
#নাসরিন_নাহার_আঁখি

#বিষয় : #কবিতা

20/04/2025

#নতুন_বই
চয়ন প্রকাশন

#অপ্রাপ্তির_বিষপত্র
#মোস্তফা_জামান

#বিষয় : #ছোটগল্প

চয়ন প্রকাশন এর লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা | ঈদ মোবারক |
30/03/2025

চয়ন প্রকাশন এর লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা |

ঈদ মোবারক |

26/03/2025

#নতুন_বই
চয়ন প্রকাশন
#নীলাভ_চোখের_নীলা
#থ্রিলার_উপন্যাস
নাবিলা তাবাসসুম সিনথিয়া

 #নতুন_বই চয়ন প্রকাশন প্রতিশ্রুতিশীল লেখক নাবিলা তাবাসসুম সিনথিয়া। জন্ম ১০ অক্টোবর ২০০২ | প্রথম গ্রন্থ 'হে! সুরঞ্জনা' প...
12/03/2025

#নতুন_বই
চয়ন প্রকাশন

প্রতিশ্রুতিশীল লেখক নাবিলা তাবাসসুম সিনথিয়া। জন্ম ১০ অক্টোবর ২০০২ |
প্রথম গ্রন্থ 'হে! সুরঞ্জনা' প্রকাশিত হয় ২০২৪-এ |

প্রথম গ্রন্থের পাঠকপ্রিয়তা তাঁকে উৎসাহ দেয় বর্ণমালার পৃথিবীতে কলমকে শক্ত করে আঁকড়ে ধরার | অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয় দ্বিতীয় গ্রন্থ 'হেলেন' | এই উপন্যাসটি এনে দেয় তাঁকে তুমুল জনপ্রিয়তা | অমর একুশে বইমেলাতেই শেষ হয় বইটির মুদ্রণ |

পাঠকের কাছে লেখকের এবারের আয়োজন রহস্য উপন্যাস 'নীলাভ চোখের নীলা' | বইটির বাঁকে বাঁকে পাঠক রোমাঞ্চিত হবেন | লেখকের কলমের সঙ্গী হয়ে একটু ঘুরেই আসুন থ্রিলারের জগৎ থেকে |

নাবিলা তাবাসসুম সিনথিয়ার তৃতীয় গ্রন্থ 'নীলাভ চোখের নীলা' প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত |

চয়ন প্রকাশন #নতুন_বই প্রখ্যাত শিক্ষাবিদ ও সুলেখক খন্দকার হাসিনা বেগম | সাহিত্যজগতে দীর্ঘদিনের পথপরিক্রমায় প্রকাশিত প্রবন...
11/03/2025

চয়ন প্রকাশন
#নতুন_বই

প্রখ্যাত শিক্ষাবিদ ও সুলেখক খন্দকার হাসিনা বেগম | সাহিত্যজগতে দীর্ঘদিনের পথপরিক্রমায় প্রকাশিত প্রবন্ধ ও ভ্রমণকাহিনির সংখ্যা পাঁচ | এবার সমাজ ও সংসারের নানা কাহিনি, সমস্যা ও সমাধান নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে লিখেছে 'সমাজ সংসার ও আমরা' গ্রন্থটি |

চয়ন প্রকাশন আনন্দিত আলোকিত ব্যক্তিত্ব খন্দকার হাসিনা বেগম এর 'সমাজ সংসার ও আমরা' গ্রন্থটি প্রকাশ করতে পেরে |

 ুশে_বইমেলা_২০২৫  #নতুন_বই  #স্টল_নং ১৭০ চয়ন প্রকাশন সুলেখক হাফেজ মাওলানা মির্জা ইমরান | লেখালেখির শুরু কৈশোরে | কবিতা, ...
19/02/2025

ুশে_বইমেলা_২০২৫
#নতুন_বই
#স্টল_নং ১৭০
চয়ন প্রকাশন

সুলেখক হাফেজ মাওলানা মির্জা ইমরান | লেখালেখির শুরু কৈশোরে | কবিতা, গল্প, উপন্যাস, থ্রিলার ও ইসলামী শিশুতোষ লেখায় সিদ্ধহস্ত | এবার প্রকাশিত হলো তাঁর পঞ্চম গ্রন্থ ' গল্পে গল্পে পড়ি ও শিখি : আনাস সিরিজ ০৩' |

আনাস বাবা, মা ও দাদাজান এর সাথে থাকে | সাথে আছে তাঁর ছোটো বোন ফাতিমা | আনাস নম্র ও ভদ্র মিষ্টি স্বভাবের একটি শিশু | পারিবারিক শিক্ষায় সে শিখছে ইসলাম এর আদেশ, নিষেধ ও নীতিবোধ | সেই সাথে সূরা, দুআ কালাম |

বইটিতে কুরআন ও হাদিসের আলোকে ছোটো ছোটো গল্পের মাধ্যমে লেখক চমৎকারভাবে লিখেছেন | অমর একুশে বইমেলা ২০২৫ এ মির্জা ইমরান এর গল্পে গল্পে পড়ি ও শিখি : আনাস সিরিজ ০৩' বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত |

 ুশে_বইমেলা_২০২৫  #নতুন_বই চয়ন প্রকাশন   #স্টল_নং ১৭০ নাদিরা ইসলাম নাইস,  জন্ম- ৩ জানুয়ারি, দিনাজপুর জেলায়। ছোটবেলা থেকে...
16/02/2025

ুশে_বইমেলা_২০২৫
#নতুন_বই
চয়ন প্রকাশন
#স্টল_নং ১৭০

নাদিরা ইসলাম নাইস, জন্ম- ৩ জানুয়ারি, দিনাজপুর জেলায়। ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার অদম্য নেশা লেখককে জুড়ে দিয়েছিলো লেখালেখির সাথে। তার রেশ ধরেই হৃদয়ের তীব্র অনুভূতি, উপলব্ধি, দর্শন এবং প্রখর কল্পনাশক্তিকে জাগিয়ে গড়ে তোলেন নিজের প্রতিটি সৃষ্টি। নারীদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সমাজের বুকে নারীদের সম্মান রক্ষার্থে লিখেছেন নারীবাদী কবিতা এবং গল্প। অবসরে বই পড়ার পাশাপাশি ছবি আঁকতে পছন্দ করেন। লেখকের কাব্যগ্রন্থ " যতিচিহ্নে জীবন " এবং গল্পগ্রন্থ "মেঘচোখ " এ দুটো বইয়ের প্রচ্ছদ তিনি নিজেই এঁকেছেন৷ তিনি বাংলাদেশ বেতারের একজন এনলিস্টেড আধুনিক সঙ্গীত
শিল্পী ।

প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান অর্জনে আগ্রহী তিনি। মাকেটিং বিভাগে এমবিএ করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন একটি কলেজে।

ব্যস্ততম জীবনের ফাঁকে ফাঁকে তথাকথিত গল্পগুলো থেকে সরে গিয়ে ভবিষ্যতে ব্যতিক্রম কিছু গল্প এবং উপন্যাস প্রকাশের ইচ্ছে রয়েছে লেখকের যা ব্যতিক্রম ভাবনার উন্মেষ ঘটাবে পাঠকের মনে - সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে সাহায্য করবে এবং নতুন প্রজন্মকে দেখাবে শুদ্ধ পথ, পাশাপাশি তৃপ্ত করতেও সক্ষম হবে পাঠকদের।

অমর একুশে বইমেলা ২০২৫ এ নাদিরা ইসলাম নাইস এর গল্পগ্রন্থ 'যোগফলের পূর্বে' প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত |

Address

Segunbagicha Dhaka
Dhaka
1000

Telephone

01928519636

Website

Alerts

Be the first to know and let us send you an email when চয়ন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চয়ন প্রকাশন:

Share

Category