
29/07/2025
চয়ন প্রকাশন
#নতুন_বই
#গল্পগ্রন্থ
ঝিনাইদহের এক পল্লীগ্রামে জন্ম লেখক মোস্তফা জামানের। শৈশব কৈশোর গ্রামেই কাটিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন।
বাবার মুখে মুখে অনেক গল্প শুনতেন ছোটবেলায়। শুনতে শুনতে গল্পের প্রতি অনেক ভালোলাগা কাজ করেছে তাঁর। ছোটবেলা থেকেই স্কুল লাইব্রেরি থেকে বিভিন্ন গল্পের বই নিয়ে পড়া শুরু করেন। স্কুল জীবনেই একটুআধটু লিখতেন শখ করে। সেই শখের লেখা আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তবে শখের লেখার মধ্যেও সেটার প্রতি তাঁর অনেক আগ্রহ এবং সম্মান আছে।
সেই আগ্রহ ও সম্মানের জায়গা থেকেই প্রথম একক গল্পগ্রন্থ 'অপ্রাপ্তির বিষপত্র' প্রকাশ হলো চয়ন প্রকাশন থেকে।
লেখালেখির এই যাত্রাটা ভবিষ্যতে আরও সম্প্রসারণ করার আগ্রহ ব্যক্ত রয়েছে তাঁর।
মোস্তফা জামানের প্রথম গল্পগ্রন্থ 'অপ্রাপ্তির বিষপত্র' প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত |