05/09/2025
সাহিহ মুসলিমে এসেছে—
আলী (রা.) বলেন:
"তিনি (নবী ﷺ) আমাকে কোনো মূর্তি ভেঙে ফেলতে না দিয়ে রাখেননি এবং কোনো উঁচু কবর সমান না করে রাখতে দেননি।"
(সহীহ মুসলিম, হাদিস: 969)
এরা কবরের উচ্চ অংশ সমান করে দিতে পারতো। তা না করে এরা কবর খুঁড়ে লাশ তুলে পুড়িয়ে দিল!!!
এই লোকটার যত গুনা করেছে জীবনে, এই তৌহিদি জনতা তা নিজের ঘাড়ে নিয়ে নিল।
আল্লাহর রাসূল ﷺ বলেছেন:
"শাস্তি দেওয়ার জন্য আগুনের ব্যবহার কেবল আল্লাহরই কাজ।"
(সুনান আবু দাউদ, হাদিস: 2673)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"মৃতদেহের হাড় ভেঙে ফেলা জীবিত অবস্থায় হাড় ভাঙার সমান।"
(সুনান আবু দাউদ, হাদিস: 3207; ইবন মাজাহ, হাদিস: 1616)
মুসলিমের লাশ তুলে আগুনে পোড়ানো হারাম, গুরুতর গুনাহ এবং মৃতের প্রতি চরম অসম্মান।