Mohammad Pur

Mohammad Pur Stay with Mohammadpur

মোহাম্মদপুর রায়ের বাজার বদ্ধভূমি।সময়কাল - ২০০০ সাল।
26/03/2025

মোহাম্মদপুর রায়ের বাজার বদ্ধভূমি।
সময়কাল - ২০০০ সাল।

08/02/2025
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থে...
04/02/2025

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় একছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।

এসব তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা। তিনি বলেন, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।

তিনি বলেন, সুবা নওগাঁয় ওই ছেলের সাথে গেছে। তার নাম মোমিন হোসেন। প্রেমঘটিত কারণে সুবা সেখানে গেছে। পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি। তবে ছেলের বাবা-চাচার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। দুজন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য তার বাবা-চাচার সহযোগিতা চাওয়া হয়েছে।

গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যা'ন্সা'রের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান।

জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি, জাতীয় ক্যা'ন'সা'র গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কে'মো'থে'রা'পি শুরু হয়। সেজন্য ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়র বাসায় ওঠেন সুবার পরিবার।

তথ্যসূত্র: যমুনা টিভি

আমরা মোহাম্মাদপুর বাসি মধ্যবিত্ত শ্রেণির। 😂😂😂
30/01/2025

আমরা মোহাম্মাদপুর বাসি মধ্যবিত্ত শ্রেণির। 😂😂😂

Ei bacha ta k Mohammadpur Beriband a accident obosthay pawa gese,ek Auto Rickshaw nake bachata k Mere chole gese,Keo jod...
15/12/2024

Ei bacha ta k Mohammadpur Beriband a accident obosthay pawa gese,ek Auto Rickshaw nake bachata k Mere chole gese,
Keo jodi baccha ta k chine thaken plz Janan,
Bachar babar name Harun,
Or name Abdullah
01898831220

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সকল শহীদ বুদ্ধিজীবীদের জানাই বিনম্র শ্রদ্ধা। ছবিটি ২০০৫ সালে তোলা
14/12/2024

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সকল শহীদ বুদ্ধিজীবীদের জানাই বিনম্র শ্রদ্ধা।
ছবিটি ২০০৫ সালে তোলা

সেনাবাহিনীর কাছে ধরা পরা  ডাকাতগুলারে দেখে খুব মায়া লাগলো। মানুষের লাখ লাখ টাকার জিনিস নিয়েও থাকতে হয় বস্তিতে, কি জীর্ণশ...
30/10/2024

সেনাবাহিনীর কাছে ধরা পরা ডাকাতগুলারে দেখে খুব মায়া লাগলো। মানুষের লাখ লাখ টাকার জিনিস নিয়েও থাকতে হয় বস্তিতে, কি জীর্ণশীর্ণ অবস্থা, বুকের হাড় গোনা যাবে।
এরা কি আসলেই ডাকাত???? 🤫

24/09/2024

হিন্দু চিনলাম এখন উপজাতিদের চিনলাম
আসলে বাঙালিদের বন্ধু একমাত্র বাঙ্গালীরাই

06/08/2024

গুজব নাকি সত্যি এখনো বুজতেছি না । মোহাম্মদপুরের অনেক জায়গায় নাকি চুরি ডাকারি হচ্ছে। তবে রাস্তায় যাদের দেখলাম এবং অনেকের ভিডিও তে যাদের দেখলাম তারা এলাকাবাসী পাহারা দিচ্ছে। সতর্ক থাকুন

এই জাতটারে যে পায় হে-ই খায় আবার এই জাতও জেনেই সুজোগ পায় হেনেই চুরি মারায়।এর মদ্ধে এলাকায় ছিনতাইকারীগো ঈদ লাইগা গেছে।কি এ...
05/08/2024

এই জাতটারে যে পায় হে-ই খায়
আবার এই জাতও জেনেই সুজোগ পায় হেনেই চুরি মারায়।
এর মদ্ধে এলাকায় ছিনতাইকারীগো ঈদ লাইগা গেছে।
কি একটা অবস্থা!!
"স্বাধীনতা পাইলাম
নাকি হারাইলাম"!!

02/08/2024

তাদের হাতে একটি অপশন আছে এখন। তা হচ্ছে ধর্মীয় দাঙ্গা লাগানো। কেউ মন্দিরে কোরআন। মসজিদে গীতা পেয়ে উত্তেজিত হইয়েননা।

Address

Mohammad Pur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Pur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share