30/09/2025
নরসিংদীতে মাধবদী পূজা মণ্ডপ শৃঙ্খলা রক্ষা ও পর্যবেক্ষণ কমিটির নেতৃবৃন্দরা মণ্ডপ পরিদর্শন
-
নিজস্ব প্রতিবেদক | নরসিংদী-
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মাধবদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পূজা মণ্ডপ শৃঙ্খলা রক্ষা ও পর্যবেক্ষণ কমিটির নেতৃবৃন্দ মণ্ডপ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টম্বর) মহাষ্টমী উপলক্ষ্যে মাধবদীতে পূজা মণ্ডপ শৃঙ্খলা রক্ষা ও পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভা বিএনপি'র সভাপতি আমান উল্লাহ আমান, এবং কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলামের নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিদর্শনে উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ—নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন (ভিপি নাসির), জেলা বিএনপির সদস্য আঃ বাতেন শাহীন, সোলায়মান কমিশনার, কাজী ওয়াসিম, জোবায়ের নকিব, মাধবদী পৌরসভা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
এছাড়াও কমিটির সদস্য জোবায়রুল ইসলাম, দেলোয়ার হোসেন, সুজন আহমেদ, সেলিম মিয়া, আমান, সজিব, ইব্রাহিম, কবির আহমেদ, আল আমিন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, নরসিংদী জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন-এর পক্ষে মাধবদীর পূজা মণ্ডপগুলো পরিদর্শন করা হচ্ছে।
তাঁরা আরও বলেন, "শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা নিশ্চিত করতে চাই যে, সবাই যেন নির্বিঘ্নে, আনন্দের সাথে এই উৎসবে অংশ নিতে পারে। আমাদের এই পরিদর্শন কমিটি সব মণ্ডপে শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা করবে। আমরা সব ধর্মের মানুষের অংশগ্রহণে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। আমরা আশা করি, সবাই মিলেমিশে উৎসবের এই আনন্দ ভাগ করে নেবে।"
-