Mohammad Kamrol islam

Mohammad Kamrol islam This is my only official page.

02/11/2025

কল্পনা যখন বাস্তব হয়ে যায় 😁

01/11/2025

গাজীপুরের শ্রীপুরে ঢাকা -ময়মনসিংহ রেলপথের
সাতখামাইরে একটি ট্রেনের বগিতে আগুন ধরে
গেছে। শনিবার বেলা ১১ টায় দিকে
ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া
কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। যানা গেছে, আগুন লাগা বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলা হয়েছে। আপাতত ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান শ্রীপুর থেকে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছাকাছি ট্রেনের সর্বশেষ বগিতে হঠাৎ আগুন দেখা যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ট্রেন সেখানে থামানো হয়।

01/10/2025

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ🤲

25/09/2025

إِنَّ اللهَ وَمَلَبِكَتَهُ.

23/09/2025

أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلوة -

20/09/2025

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ || Every soul shall have a taste of death.

17/09/2025

সূরার মূল ব্যাখ্যা
আয়াত ১: إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি)
এই আয়াতে আল্লাহ তায়ালা নবী মুহাম্মদ (সাঃ)-কে প্রচুর নিয়ামত ও কল্যাণ প্রদানের কথা ঘোষণা করেন।
'কাওসার' (الكوثر) দ্বারা মূলত জান্নাতের একটি বিশেষ ঝর্ণা বা নদীকে বোঝানো হয়েছে, যা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এবং যার পানি পান করলে তৃষ্ণা দূর হয়ে যায়।
এছাড়াও, এটি নবী (সাঃ)-এর আধ্যাত্মিক সন্তান অর্থাৎ উম্মতের সংখ্যা বৃদ্ধি ও তাঁর সুখ্যাতির প্রাচুর্যকেও বোঝায়।
আয়াত ২: فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন)
আল্লাহর এই নেয়ামতের কৃতজ্ঞতাস্বরূপ নবী (সাঃ)-কে তাঁর ইবাদত করতে এবং আল্লাহর জন্য কোরবানী করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আয়াত ৩: إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (নিশ্চয় আপনার শত্রুরাই হবে হতভাগ্য, নাম-নিশ্যহীন)
এই আয়াতে বলা হয়েছে যে, যারা নবী (সাঃ)-এর বিরোধিতা করে এবং তাকে উপহাস করে, তাদেরই কোনো উত্তরসূরি থাকবে না এবং তারা ইতিহাস থেকে মুছে যাবে।

সূরার শানে নুযূল (নাজিলের প্রেক্ষাপট)
মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহ (সাঃ)-এর পুত্রসন্তান মারা যাওয়ার পর তাঁকে বংশহীন ও বিচ্ছিন্ন বলে উপহাস করছিল, তখন আল্লাহ তায়ালা এই সূরা নাজিল করে তাঁর প্রতি সান্ত্বনা দেন এবং তাঁর শত্রুদের জন্য কঠোর বার্তা দেন।

16/09/2025

সূরা মাউন এর তিলাওয়াত

অর্থ : তুমি কি দেখেছ তাকে, যে কর্মফলকে অস্বীকার করে? সে তো সে-ই, যে ইয়াতীমকে ধাক্কা দেয়। এবং মিসকীনকে খাদ্য দানে উৎসাহ দেয় না। সুতরাং বড় দুর্ভোগ আছে সেই নামাজিদের, যারা তাদের নামাজে গাফলতি করে। যারা মানুষকে দেখায়। এবং অন্যকে মামুলী বস্তু দিতেও অস্বীকার করে। (সূরা মাউন, আয়াত : ১-৭)

13/09/2025

যা লাওহে মাহফুজে লিপিবদ্ধ।

11/09/2025

যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কিছু পথ অতিক্রম করিবে, তাহার ঐ পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ তা'আলা তাহার জন্য বেহেশতের পথ সহজ করিয়া দিবেন।

09/09/2025

সূরা কুরাইশ এর তেলাওয়াত

অর্থ : যেহেতু কুরাইশের লোকেরা অভ্যস্ত। অর্থাৎ তারা শীত ও গ্রীষ্মকালে (ইয়ামান ও শামে) সফর করতে অভ্যস্ত।

তাই তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে। যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দিয়েছেন এবং ভয়-ভীতি হতে তাদেরকে নিরাপদ রেখেছেন।

ব্যাখ্যাঃ
হুযূর এর বংশের দ্বাদশ পুরুষ ছিলেন নযর ইবনে কেনানাহ। তাঁর বংশধররা হলেন কোরাইশ। তারা সকলে মক্কাতেই বসবাস করতেন। আরববাসীলা হজ্জে আগমন করলে তাঁকে মক্কার খাদেম হিসাবে দেখতেন। কোরাইশরাও তাঁর বাড়িতে গেলে তাঁর সম্মান ও মর্যাদা দিতেন, এটিই তাঁর জীবিকার উপকরণ ছিল। শীতকালে ইয়ামেন এবং গরমকালে সিরিয়া ভ্রমণ করত। হরমের সম্মানার্থে কোরাইশদের নিকট চোর-ডাকাত আসত না।

06/09/2025

জসনে জুলুস ২০২৫

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Kamrol islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Kamrol islam:

Share

Category