23/05/2024
📌এই ছেলেটি আমাদের এলাকায় প্রায় আসে ও আমাদের দোকানের সামনে এসে দাঁড়ায়, অনলাইন প্রোডাক্ট Daraz Online Shopping এর মাল ডেলিভারি দেওয়ার জন্য,
📍📍কিন্তু আজকে উনাকে নিয়ে পোস্ট করার মূল কারণ হলো,
এই ছেলেটার ফোন আসলো আসার পরে ওপর পাশে থেকে বলছে তার বাবা স্টক করেছে তাকে তারাতারি গ্রামের বাড়ি যেতে হবে, উনি পর বললো যে মা তুমি ফোন রাখো আমি স্যার এর কাছে ছুটি নিয়ে এক্ষুনি বাড়িতে আসতাছি, যত তাড়াতাড়ি সম্ভব আসতাছি তুমরা একটু কষ্ট করে বাজারের হাসপাতালে নিয়ে যাও, পরে ছেলের মুখের দিকে তাকালাম দেখলাম যে ছেলের মুখে আকাশ ভেঙে পড়ার মতো মিলিন চেহারা, তারপরে ফোন চেপে তার এক বড় ভাই কে কল দিলো, কল ধরলো পরে বলল ভাই আমার তো ছুটি লাগবে! আমার বাবা স্টক করেছে , ওপর পাশে থেকে কি বলো জানি না , কিন্তু ওই ছেলে বললো আচ্ছা তাইলে উনাকে কল দিচ্ছি, তার পরে আমার কাছে থেকে একটা মিনিট কার্ড কিনে, ঐটা ফোনে উঠিয়ে আবার স্যার কে কল দিলো স্যার আমার ছুটি লাগবে! আমার বাবা স্টক করেছে! স্যার বলে তুমার ভাই নাই, ডেলিভারি ম্যান বললো স্যার আমার বাড়িতে পুরুষ মানুষ নাই আবার বড় ভাই নাই, আমি ঢাকা থাকি আব্বু আর আম্মু বাড়িতে এক থাক মহিলা মানুষ তো হাসপাতালে দৌড়া দৌড়ী করতে পারে না , স্যার আমাকে ছুটি দেন,, ওপর পাশে থেকে কড়া জবাবে বলল এখন তুমার ইউসুফ মার্কেট এলাকার ডেলিভারি কে দিবে আজকের? এখন ছুটি হবে না , এইগুলা ডেলিভারি দিয়ে বিকালে তুমি বাড়ি যাইও,, পরে ছেলেটি ফোন রেখে দিল আর ঘাড় একবার নিচু করে ওই খোলা আকাশের দিকে তাকালো আর চোখ মুছে আমাদের দোকানের সামনে থেকে চলে গেলো!!
"এই হলো আমাদের দেশের বড় বড় কোম্পানির অবস্থা, যে লোক মানুষের সুবিধার জন্য এই উত্তপ্ত ৪২° সেলসিয়াস এ আমাদের পছন্দের অর্ডার করা জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দেয় তার বাবা অসুস্থ হাসপাতালে ভর্তি করবে বাড়িতে পুরুষ মানুষ নাই, "দরাজ" এর বড় বড় স্যার তাদের ছুটি দিচ্ছে না!
আপসোস, মানুষ নাকি মানুষের জন্য!"
ঘটনা: ইউসুফ মার্কেট, জিরাবো, আশুলিয়া সাভার, ঢাকা
#দারাজ