Sojib Sikder

Sojib Sikder Be your own you❤️

15/06/2025
কক্সবাজারে নিরাপদে থাকা যাবে এমন কিছু হোটেলের তালিকা ও মোবাইল নাম্বার।  |---|---|---|| হোটেল শৈবাল | মোটেল রোড, কক্সবাজা...
06/04/2025

কক্সবাজারে নিরাপদে থাকা যাবে এমন কিছু হোটেলের তালিকা ও মোবাইল নাম্বার।

|---|---|---|| হোটেল শৈবাল | মোটেল রোড, কক্সবাজার | ০১৯১১-৩৯০২০ ||

মোটেল লাবনী | মোটেল রোড, কক্সবাজার | ০১৩১২-৮৮৪৪২০, ০৩৪১-৬৪৭০৩ ||

হোটেল নে-তাউং | টেকনাফ, কক্সবাজার | ০১৯৯১-১৩৯০২৪, ০১৫৬৮-৬৭১৬৩০ ||

উইন্ডি টেরেস হোটেল | প্লট-৩৯-৪০, ব্লক সি, কলাতলী, কক্সবাজার | ০১৯৩৬-৪৪৪৭৭৭, ০১৭৫২-৩৬০৬৭৫ ||

হোটেল দ্য কক্স টুডে | প্লট-৭, রোড-০২, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৫৫-৫৯৮৪৪৯ ||

লং বিচ হোটেল | ১৪ কলাতলী রোড, হোটেল মোটেল জোন, কক্সবাজার | ০১৭৭৭-৭৭৭০৩৫ ||

হোটেল বিচ ওয়ে | হাউস #২১, ব্লক #সি, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৭৭-৯০৯৫৯৫, ০১৬১৭-৯০৯৫৯৫, ০১৮৪৯-৯০০০০০, ০১৯৬৭-১২২৪২২ ||

সীগাল হোটেলস লিমিটেড | হোটেল মোটেল জোন, কক্সবাজার সি বিচ | ০৯৬১৪-৪৪৪৪৪০, ০৯৬১৪-০০০৬৬৬, ০৯৬১৪-৬০০৭০০ ||

হোটেল এস.এ. ইন্টারন্যাশনাল | কক্সবাজার | ০১৮৪১-৫৮৮২৪৪ ||

হোটেল কোস্টাল পিস | হাউস - ৬, ব্লক - বি, কলাতলী রোড, কক্সবাজার | ০১৭৫৫-৫২১৭২৬, ০১৭৫৫-৫২১৭৯৭-৯৮ |

হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল.../

ঠিকানা: সি বিচ রোড, কক্সবাজার

যোগাযোগ: ০১৭১১-৩৪১১৬৪

নিটোল বে রিসোর্ট

ঠিকানা: কোলাতলি বিচ রোড, কক্সবাজার

যোগাযোগ: ০৩৪১-৬৪২৭৮, ০৩৪১-৬৩৬৭৭

বিচ ওয়ে...

ঠিকানা: হাউস #২১, ব্লক #সি, কোলাতলি রোড, কক্সবাজার

যোগাযোগ: ০১৭৭৭৯০৯৫৯৫

হোটেল প্রাইম পার্ক

ঠিকানা: প্লট নং-৫৮, ব্লক-সি, হোটেল-মোটেল জোন, কোলাতলি রোড, কক্সবাজার

যোগাযোগ: ০১৬৭০-৭৬২৬৭২

হোটেল সি ওয়ার্ল্ড

ঠিকানা: হোটেল-মোটেল জোন, সি বিচ রোড, কক্সবাজার

যোগাযোগ: ০১৯৩৮-৮১৭৫০৭

মোটেল লাবনী

ঠিকানা: মটেল রোড, কক্সবাজার (বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত)

যোগাযোগ: ০১৩১২৮৮৪৪২০, ০৩৪১-৬৪৭০৩

মোটেল উপাল..../

ঠিকানা: মটেল রোড, কক্সবাজার (বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত)

যোগাযোগ: ০১৯৯১১৩৯০২২, ০৩৪১-৬৪২৫৮

হোটেল সি ক্রাউন

ঠিকানা: মেরিন ড্রাইভ, কোলাতলি নিউ বিচ, কক্সবাজার

যোগাযোগ: ০৩৪১-৬৪৭৯৫, ০৩৪১-৬৪৪৭৪

হোটেল সিলভার শাইন

ঠিকানা: ২৬, মটেল রোড, কক্সবাজার

যোগাযোগ: ০১৭১১২২৩৪৫৬

এগুলো কক্সবাজারের কিছু সাশ্রয়ী মূল্যের হোটেল, যেখানে থেকে আপনার ভ্রমণ উপভোগ্য হতে পারে।

উপরোক্ত তথ্যসমূহ সংশ্লিষ্ট হোটেলগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে সংগৃহীত। ভ্রমণের পূর্বে হোটেলের সাথে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত তথ্য ও রিজার্ভেশন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।

05/01/2025

চায়না যেতে চাচ্ছেন? কিছু তথ্য জেনে নিন@2025

১. আপনি হয়তোবা গুগল এবং ফেসবুকে আসক্ত হয়ে আছেন। ফেসবুকে সোস্যাল নেটওয়ার্কিং আর সব বিপদে আপদে গুগল। সার্চ দেওয়ার জন্য গুগল সার্চ, ব্রাউজিংয়ে ক্রোম, ম্যাপের গুগল ম্যাপ। আর সর্বোপরি এপ ডাউনলোডের জন্য প্লেস্টোর। আপনি হয়তবা ভাবছেন এয়ারপোর্টে ম্যাপে সার্চ দিয়ে হোটেলে যাবেন। কিন্তু সে আশায় গুড়ে বালি এয়ারপোর্টে নেমেই দেখবেন গুগল, ফেসবুক ব্লক। তখন আর কিছুই করতে পারবেন না। ভিপিএন ক্রয় করার আগে। কারণ, ভাবছেন ভিপিএন নামিয়ে নিলেইতো হয়। না পারবেন না। কারণ, প্রে স্টোরও ব্লক। এজন্য বাংলাদেশে থাকতেই কিছু এপ নামিয়ে রেডি করে নিতে পারেন আপনার ফোনো-

* গুগল থেকে ApkPure এপস নামিয়ে নিতে পারেন। যেটা প্লে স্টোরের মত যেকোন এপস নামানোর জন্য ব্যবহার করতে পারবেন। যেহেতু প্লেস্টোর ব্লক। আরও কিছু এপস যেমন CTrip, booking.com, agoda হোটেল এর জন্য নামিয়ে নিতে পারেন।
তাছাড়া সার্চের জন্য Baidu এবং Maps এর জন্য BaiduMapsEn ও খারাপ না। নামাজের সময় এবং কিবলার ডিরেকশনের জন্য এপ Prayer Times. শুধু সিটি সিলেক্ট করলেই সব দেখাবে। কারণ, আজান শোনার সৌভাগ্য সেখানে হবে না।

#চায়নায় হোয়াটস এপ, ভাইবার সব ব্লক। শুধু WeChat। তাই বাসায় কথা বলার জন্য বাসার মোবাইলে উইচ্যাট ইনস্টল করে এড দিয়ে শিখিয়ে দিয়ে আসবেন।

#চাইনিজ সিম পাবেন এয়ারপোর্টে ১৮০/১৫০ আরএমবি নিবে। ঐটার সাথে ৪ জিবি নেট থাকে। ভুলেও ওই সিম দিয়ে বাংলাদেশে কল দিবেন না। পার মিনিট ১০০ টাকার মত কাটবেই সাথে টাকা শেষ হলে ৪ জিবি নেটও গায়েব হয়ে যাবে।

#চায়নাতে ভিপিএন কিনতে পারবেন ৪০ আরএম দিয়ে। না কিনে ফ্রিতেও চালিয়ে দিতে পারেন। Express VPN/Nord VPN সবচেয়ে ভালো। একটায় ৭ দিন ট্রায়াল পাবেন। প্রথমে এক্সপ্রেস ব্যবহার করবেন এরপর ৭ দিন পার হয়ে গেলে নর্ড। ভিপিএন চালু থাকলে আপনি ব্লক সাইটগুলো ব্যবহার করতে পারবেন।
#চায়নাতে অন্য দেশের মত উবার নেই। আছে DIDI। দিদি এপস প্লেস্টোরে পাবেন। ট্যাক্সি থেকে দিদিতে খরচ কম।

#চায়নাতে সবচেয়ে সাশ্রই ট্রান্সপোর্ট হল মেট্রো সাবওয়ে। ২/৩ আরএমবি দিয়ে পুরো সিটি ঘুরে আসতে পারবেন। মেট্রোর ম্যাপ পাবেন প্লেস্টোরে। MetroMan টাও ভালো। মেট্রো ম্যাপ বুঝে গেলে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। নিজে নিজেই চলতে পাবেন। এটা অনেকটা সুডোকু খেলার মত। ওরা পুরো শহরটাকে কয়েকটা লাইনে ভাগ করছে। আর প্রতিটা লাইন প্রত্যেকের সাথে সাথে যুক্ত। মনে করেন আপনার সাপ্লায়ার বলছে লাইন লাইন ৫। এক্স জায়গা। ম্যাপে দেখবেন আপনি কোথায় আছেন। মনে করেন ২ এ আছেন। ২ তে উঠে হয়তো যেখানে ৩ মিলিত হয়েছে সেখানে নামবেন। এরপর ৫…..

#চায়নিজ লোকগুলোর কাছে আপনি ইংরেজিতে হেল্প পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, আপনি যে জায়গার নাম বলবেন সে চিনলেও আপনার উচ্চারন বুঝবে না। তাই গুগল ট্রান্সলেটর নামিয়ে ইংরেজি চায়না ওফলাইন নামিয়ে রাখবেন। যখনই কিছু দরকার হবে ইংরেজিতে লিখে চায়নায় ট্রান্সলেট করে দেখালে সে বুঝবে এবং হাতের ইশারায় বুঝাবে এদিক ওদিক।

#প্রকৃতিক প্রয়োজন টয়লেট লাগলে খবর আছে। টয়লেট বা ওয়াশরুম কোনটাই ওরা বুঝে না। সারাদিন কাঁদলেও লাভ নেই। ওদেরকে বলতে হবে ডব্লিউ সি (W C), তাহলে সুন্দর দেখায় দিবে। আর হ্যা ইন্ডিয়া, মালয়েশিয়া, কিংবা মিডলইস্ট, ইউরোপের মতো ওরাও টয়লেটের পর পানি ব্যবহার করে না। তাই টয়লেটে ডুকে শিওর হয়ে নিবেন টিস্যু আছে কিনা। কারণ, অনেক জায়গায় এরকম দেখেছি পানিও নাই, টিস্যুও শেষ। এজন্য পকেটে সবসময় টিস্যু রাখার প্লান থাকলে ভালো হয়।

#আপনি কি সাইক্লিংয়ে অভ্যস্ত। তবে আপনার জন্য বেস্ট জায়গা হল চায়না। পুরো চায়নাতে হাজার হাজার সাইকেল রাস্তার দুইপাশে পাবেন। শুধু এপস নামিয়ে স্ক্যান করলেই সাইকেলের তালা খুলে যাবে। এরপর চালাতে পারবেন যেখানে খুশি নিয়ে আবার লক করে রাখবেন। আধা ঘন্টা মাত্র ১ আরএমবি কাটবে। OFO এবং Mobike সবচেয়ে বেশি। তবে OFO আপনি ক্রেডিট কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। তাই এইটাই বেস্ট।

2025 সালে যারা আসবেন তাদের জন্য শুভকামনা রইল ❤️❤️❤️

Copy post

22/08/2024

অনুগ্রহ করে যত বেশি পারেন শে'য়া'র করেন

আশ্রয়কেন্দ্র আপটেড
বন্যা, নোয়াখালী

আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103

আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684

আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577

আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899

আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711

আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594

আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424

আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।

আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039

আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990

আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490

আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)

আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533

আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর

আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে

আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।

আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়

আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555

সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন,মোম মজুত রাখুন। পারলে পাশের আশ্রয় কেন্দ্রে ও প্রতিবেশীদের শুকনা খাবার দিয়ে।

22/08/2024

URGENT 🚨 Message for flood victims Recovery!

Speed boats are ready.
প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম আমাদের স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।

এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)

ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213
©️
সবাই কপি পেস্ট করুন। কেউ না কেউ দেখবেই।

# *মেজর সানজিদের সাথে যোগাযোগ করে দেখা যেতে পারে। জরুরী সাহায্য লাগবে কিনা? কি পদ্ধতিতে দেওয়া যেতে পারে?*

Collected from Military Sources

22/08/2024

Bangladesh Air Force বন্যাকবলিত মানুষকে উদ্ধারে ২টি AW-139 MSAR বিশেষায়িত হেলিকপ্টার, ৪ টি Mi-171sH, ৪টি Bell -212 হেলিকপ্টার নিয়োজিত করেছে। এছাড়া প্রয়োজনে ব্যবহার করবার জন্যে আরো ৪টি হেলিকপ্টার সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে। যারা আটকে পড়েছেন, হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষনের জন্যে, নিরাপত্তার সাথে বাসার ছাদে ৪০ ফুটের উপরের উচ্চতায় লাল নিশানা ব্যবহারের চেষ্টা করতে পারেন। বৈরি আবহাওয়ার কারনে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।

বিমানবাহিনীর সাহায্যের প্রয়োজন হলে +880 1769 990 011 যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। এ দুঃসময়ে একান্তই প্রয়োজন ছাড়া অযথা ফোন না করবার অনুরোধ করা হল।

শুধুমাত্র নোয়াখালী-ফেনী-সোনাগাজী-পশুরাম এলাকার আটকে পড়া মানুষদের প্রয়োজনে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

05/03/2024

এটা, কাজ কাম বাদ দিয়া, বিয়ার দাওয়াতে যাওয়ার ফলাফল...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sojib Sikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sojib Sikder:

Share