Sajjad Kobir Naim

Sajjad Kobir Naim Born to express, not to impress.

23/09/2025

বাংলাদেশের সিরামিক শিল্পের এক উজ্জ্বল নক্ষত্র, গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক , আলহাজ্ব মোঃ শামচুল হুদা আজ সকাল ৯:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

23/09/2025

সুপ্রভাত সবাইকে! আজকের সকালটা শুরু হোক কৃতজ্ঞতায়, দোয়া দিয়ে, আর নেক নিয়ত ও আল্লাহর উপর ভরসা দিয়ে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Kamol Sarkar, Mohammad Azad Shaik, MD Repon MD Repon, ...
03/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Kamol Sarkar, Mohammad Azad Shaik, MD Repon MD Repon, Sheikh Mohibur Ali, Md Mozammel

বর্তমানে ঢাকা- বরিশালের সব থেকে বিলাসবহুল  লঞ্চ এম.খান -৭        #বরিশাল
30/08/2025

বর্তমানে ঢাকা- বরিশালের
সব থেকে বিলাসবহুল লঞ্চ এম.খান -৭

#বরিশাল

"কর্পোরেট পলিটিক্স—একটি প্রতিষ্ঠানের অদৃশ্য শত্রু" -প্রতিটি প্রতিষ্ঠানে লক্ষ্য থাকে উন্নতি, উদ্ভাবন আর টিমওয়ার্ক। কিন্তু...
27/08/2025

"কর্পোরেট পলিটিক্স—একটি প্রতিষ্ঠানের অদৃশ্য শত্রু" -

প্রতিটি প্রতিষ্ঠানে লক্ষ্য থাকে উন্নতি, উদ্ভাবন আর টিমওয়ার্ক। কিন্তু অনেক সময় এই তিনটি জিনিসকে ধ্বংস করে দেয় এক অদৃশ্য শত্রু—কর্পোরেট পলিটিক্স। কর্পোরেট পলিটিক্স—একটি প্রতিষ্ঠানের অদৃশ্য শত্রু। বাইরে থেকে হয়তো কোনো কোম্পানি সাফল্যের আলোয় ঝলমল করে, কিন্তু ভেতরে ভেতরে যখন স্বার্থের দ্বন্দ্ব, গোষ্ঠীবাজি আর ক্ষমতার লড়াই শুরু হয়—তখন সেই ঝলক ধীরে ধীরে ম্লান হয়ে যায়। সম্পর্ক আর রাজনীতি যখন যোগ্যতা ও কর্মদক্ষতার ওপর ছাপিয়ে যায়, তখন ভেঙে পড়ে দলগত সমন্বয়, প্রতিভাবান কর্মীরা হারিয়ে ফেলে প্রেরণা, আর কর্মপরিবেশ ভরে ওঠে অবিশ্বাস ও নেতিবাচকতায়। এভাবে অদৃশ্য ক্ষয় ভেতর থেকে ধ্বংস করে দেয় প্রকৃত উন্নয়নকে।
তবুও মনে রাখতে হবে—প্রতিটি সংকটের মধ্যেই পরিবর্তনের সম্ভাবনা লুকিয়ে থাকে। প্রতিষ্ঠান যদি স্বচ্ছতা, সততা ও সহযোগিতাকে সামনে আনে, তবে রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং মেধা ও কর্মদক্ষতাই হবে সাফল্যের আসল মানদণ্ড। টেকসই উন্নতির পথ খুলবে তখনই, যখন প্রতিষ্ঠানে গড়ে উঠবে একটি ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং পারফরম্যান্সভিত্তিক সংস্কৃতি।

কেন এটাকে অদৃশ্য শত্রু বলা হয়?
কারণ এটা কখনও সরাসরি সামনে আসে না—বরং ভেতরে ভেতরে নীরবে ক্ষয় করে।
🔹 টিমের মধ্যে বিশ্বাস নষ্ট করে।
🔹 প্রতিভার বদলে তোষামোদের দাম বাড়ায়।
🔹 সিদ্ধান্তকে প্রভাবিত করে ব্যক্তিগত স্বার্থে।
🔹 প্রতিষ্ঠানের গতিকে ধীর করে দেয়।

এর ভয়াবহ প্রভাব:
• সেরা ট্যালেন্টরা হতাশ হয়ে প্রতিষ্ঠান ছেড়ে যায়।
• মাঝারি মানের লোকেরা উপরে উঠে আসে—কারণ তারা রাজনীতি করতে জানে।
• ইনোভেশন ও পারফরম্যান্স জায়গা হারায়—প্রতিষ্ঠান ধীরে ধীরে পিছিয়ে পড়ে।

একজন সৎ কর্মীর সবচেয়ে বড় শক্তি হলো তার কাজ। সেই কাজই শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের ভবিষ্যৎ গড়ে তোলে, আনে প্রকৃত সম্মান। তাই আমাদের বেছে নিতে হবে রাজনীতির বিভাজন নয়, বরং যোগ্যতার শক্তি; গোষ্ঠীবাজির অন্ধকার নয়, বরং সহযোগিতার আলো। কারণ আসল বিজয়ী কখনও একক ব্যক্তি নয়—বরং সেই দল, যারা একসাথে লড়ে সাফল্যকে নিজেদের হাতেই তৈরি করে।

লেখা : জিএম কামরুল হাসান

নাকুগাওঁ স্থল বন্দর নালিতাবাড়ী, শেরপুর।
27/08/2025

নাকুগাওঁ স্থল বন্দর

নালিতাবাড়ী, শেরপুর।

26/08/2025

বাংলাদেশের এমন একটি সরকারী অফিসের নাম বলুন যেখানে ঘুষ ছাড়া সরকার নির্ধারিত ফি তে কাজ হয় !!

26/08/2025

শুভ রাত্রী

24/08/2025

শুভ রাত্রী।

যারা ব্লা'ড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান- ১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট২. কুর্মিটোলা জেনারেল হা...
21/07/2025

যারা ব্লা'ড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-

১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

Address

Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801787613904

Alerts

Be the first to know and let us send you an email when Sajjad Kobir Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajjad Kobir Naim:

Share