25/04/2025
২৫ এপ্রিল – বিশ্ব ম্যালেরিয়া দিবস
ম্যালেরিয়া প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য একটি রোগ। তবুও প্রতিবছর বিশ্বে লাখো মানুষ এই রোগে আক্রান্ত হন এবং অনেকেই প্রাণ হারান। বিশ্ব ম্যালেরিয়া দিবস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এই রোগ নির্মূলে যৌথ প্রচেষ্টার গুরুত্ব কতখানি।
বাংলাদেশেও ম্যালেরিয়া এক সময় ভয়াবহ ছিল। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এর প্রভাব ছিল মারাত্মক। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ যেমন—বিনামূল্যে মশারি বিতরণ, দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা, এবং জনসচেতনতামূলক কর্মসূচি—এই রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। জলবায়ু পরিবর্তন, বনাঞ্চল ধ্বংস, ও সীমান্তবর্তী অঞ্চলের চলাচল ম্যালেরিয়ার পুনঃপ্রবাহের ঝুঁকি বাড়াচ্ছে।
এই দিবসে আমাদের অঙ্গীকার হোক-
“প্রতিরোধে সচেতনতা, চিকিৎসায় সহজপ্রাপ্তি, ও ভবিষ্যতের জন্য একটি ম্যালেরিয়ামুক্ত বাংলাদেশ।”
#ম্যালেরিয়া #স্বাস্থ্যসচেতনতা