ইসলামের আলো

ইসলামের আলো ইসলামের বাণী

13/10/2024

দুঃখ একটাই-- আজও মানুষ চিনতে শিখলাম না!কেউ একটু ভালো আচারন করলেই বিশ্বাস করে ফেলি!

26/08/2024

তুমি যাকেই বিয়ে করো না কেন, তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানবেতিহাসে জন্মায়নি। দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে, তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই।
তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

26/08/2024

প্রত্যেক মানুষেরই অতীত-গল্প আছে। ভালোমন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস।

25/05/2024

সাত ভাগে কুরবানী। বাবার দেওয়া ফতোয়ার জিম্মাদারি নিজেই নিলেন-পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন-ছেলে আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাক।

প্রশ্ন করেছেন যে== বিদায় দানকালের দো'আ কী "ফি আমানিল্লাহ,, না ওন্ন কিছু ????উওরঃ-যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আ...
23/05/2024

প্রশ্ন করেছেন যে== বিদায় দানকালের দো'আ কী "ফি আমানিল্লাহ,, না ওন্ন কিছু ????
উওরঃ-যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

দেখুন হাদিসের কিতাবে এদু'আ পাওয়া যায় না, কোনো ভিত্তি পাওয়া যায় না,,,,,
(আল্লাহ রাসূল সাঃ এই দু'আ বলেছেন কোনো দিন বা সাহাবাকারমরা কোনো একটা দিনে "ফি আমানিল্লাহ" বলেছেন কাওকে বিদায় দিতে গিয়ে তা প্রমাণ পাওয়া যায় না.........অথচ
* আল্লাহ রাসূল সাঃ বিদায় বেলায় বিদায় বেক্তিকে কী দু'আ বলেছেন তা হাদিসের দু'আতে পাতায় স্পষ্ট -(তিরমিযী, আবুদাউত, ইবুন মাজাহ, মিশকাত হা/2434)- দু'আ টি উচছারণ:- আসতাওদি'উল্লা-হা দীনাকুম ওয়া আমা-নাতাকুম ওয়া খাওয়া-তীমা আ'মা-লিকুম,,,,
অর্থ:= আমি (আপনার বা আপনাদের) দ্বীন,ও আমানত সমূহ এবং শেষ আমল সমূহকে আল্লাহর হেফাযতে ন্যস্ত করলাম:

এক সাহাবি আল্লাহ রাসূল সাঃ কাছে বিদায় এর জন্য দু'আ চায়লেন তোখন আল্লাহ রাসূল সাঃ দু'আ করলেন- -=আস্তাউদিউল্লা-হা দীনাকা অআমা-নাতাকা অখাওয়াতীমা আমালিক,,,
অর্থ;-আমি তোমার দ্বীন, আমানত এবং আমলের শেষ পরিনতিকে আল্লাহর নিকট গচ্ছিত রাখছি: (মুঃ আহমদ 2/7, সঃ তিঃ 2/155)............,,,,
তাহলে বুঝাযায় যে আল্লাহ রাসূল সাঃ এক জন আসলে আল্লাহ রাসূল সাঃ কা ব্যবহার করেছেন আর বহুজন আসলে কুম ব্যবহার করেছেন মানে একবচন আর বহুবচন দুটি হাদিস পাওয়া যায়...... (তিয়নীযি হাদিসে পাওয়া যায় সেখানে বহু বেক্তি একসঙ্গে বিদায়চেয়ে ছেন তখন রাসূল সাঃ বলেছিলেন মানে 'কুম' বহুবচন ব্যবহার করেছেন|||||||…

এর পর আর একটি আলোচনায় পাওয়া যায় মানে এই দুয়া আরএকটু বারিয়ে বলেছেন মানে রাসূল সাঃ এই দুয়া বলার পরে সাহাবি বলছেন আল্লাহ রাসূল সাঃ কে আপনি আমার লেগে আরো একটু বলুন মানে দুয়াটা ভালো লেগেছে তার কাছে , তায় সাহাবি বলছেন আল্লাহ রাসূল সাঃ কে আপনি আর একটু দুয়া করুন তখন বলছেন আল্লাহ রাসূল সাঃ সাহাবিকে-=যাউওয়াদাকাল্লা-হুত তাকবওয়া মানে আল্লাহ তোমার তাকাওয়া কে বিদ্ধ করেদিন, সাহাবি বলছেন আর একটু বলেন, তখন রাসূল সাঃ বলেন অ গাফারা যামবাক,মানে আল্লাহ তোমার পাপ গুলোকে খমাকরে দিন, সাহাবা বলেন আপনি আরো একটু বলুন, তখন বলছেন আল্লাহ রাসূল সাঃ- অ য়্যাসসারা লাকাল খাইরা হাইসু মা কুন্ত, মানে তুমি যখন যে ভাবে থাকো আল্লাহ তোমার সত্য কে সঠিক কাজ কে সহজ করে দেবেন....

দু'আ টি উচ্চারণ:----যাউওয়াদাকাল্লা-হুত তাকবওয়া অ গাফারা যামবাক অ য়্যাসসারা লাকাল খাইরা হাইসু মা কুন্ত,,,
(সঃ তিঃ 3/155)

অর্থ:==আল্লাহ তোমার তাকওয়া কে বিদ্ধ করেদিন,তোমার গোনাহ মাফ করুন এবং যেখানেই থাক, তোমার জন্য কল্যনে সহজ করুন (সঃ তিঃ 3/155)

সুবহানাল্লাহ স্পষ্ট এই দুয়া গুলো রয়েছে মহাম্মদ রাসূল সাঃ এর সুন্নত রয়েছে আদশো রয়েছে কেনো আমরা "ফি আমানিল্লাহ" শিক্ষ লাম কে শিক্ষালো আমাদের "ফি আমানিল্লাহ।

তাইলে কোথায় মহাম্মদ সাঃ এর আদশো আর কোথায় আপনি আমি???

04/01/2024

জানাযার সালাত না পেলে কবরের সামনে দাড়িয়ে জানাযার সালাত পড়া যাবে কি ?

(ডাঃ শাইখ আবু বক্কর মোহাম্মদ জানাযার)

04/01/2024

মানুষের রুহ কবজ করার পর রুহ কোথায় যায় এবং কোথায় থাকে?

(ডাঃ আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া)

25/12/2023

রেগে গিয়ে চিৎকার করে কথা বলা মানুষটি'র মন সকল হয়..যে মানুষটি রেগে গিয়েও চুপ থাকে ও হাসি মুখে কথা বলে সে মানুষটি শয়তানের চেয়েও

12/10/2023
08/09/2023

হক গ্রহণ করাটা মানুষের জন্য এমনেই কঠিন দুর্ব্যবহার দিয়ে এটাকে এত ভারি ও কঠিন করে দিয়ে না।

05/09/2023

তুমি কছুই নিয়ে আসো না, তারপর তুমি সবকিছুর জন্য লড়াই করো এবং কিছুই না নিয়ে দুনিয়া ছেড়ে যাও।

05/09/2023

তুমি কছুই নিয়ে আসো না, তারপর তুমি সবকিছুর জন্য লড়াই করো এবং কিছুই না নিয়ে দুনিয়া ছেড়ে যাও।🥚

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের আলো:

Share

Category