
15/08/2025
জাফলং-এর সাদা পাথর চুরির ঘটনা -সত্য
চুরি হয়েছে মুল স্পটের থেকে অনেক দূরে,
যেখানে দর্শনার্থীরা যায় না।
কবিতা আকারে এক ভাইয়ের লিখা,
সিলেটের জাফলং—
সাদা পাথরের গালিচা বিছানো যেন স্বপ্নের মাটি,
পায়ের নিচে ঠান্ডা শীতল স্পর্শ,
দুই হাতে ধরা দুটি সাদা পাথর—
যেন পাহাড়ের বুক থেকে ছিঁড়ে আনা স্মৃতি।
দূরে, অনেক দূরে—
আকাশের নীলের সাথে মিশে আছে সাদা ঢেউ,
রোদে ঝিলমিল করছে পাথরের পাহাড়,
শিশুরা খেলছে তীরে,
দর্শনার্থীরা হাসছে ছবি তোলার ফাঁকে।
তখনই—
ফেসবুক লাইভে ভেসে আসে চমকে দেওয়া কথা,
অনলাইনের পাতায় ছড়ায় আগুনের মতো খবর—
“সব পাথর চুরি হয়ে গেছে মূল স্পট থেকে!”
হাজার হাজার শেয়ার, হতাশার ঢেউ,
মানুষের চোখে ভর করে অবিশ্বাসের ছায়া।
কিন্তু আমি দাঁড়িয়ে আছি মূল স্পটের মাঝখানে—
চারপাশে এখনও পাথরের রাশি,
এখানে একটিও পাথর হারায়নি,
সাদা মাটি এখনও ঝিকমিক করছে সকালের রোদে।
সত্যি লুকিয়ে আছে অনেক দূরে—
যেখানে মানুষের পা পড়ে না,
নদীর ধারে, নির্জন প্রান্তরে
রাতের অন্ধকারে গায়েব হয়েছে
প্রচুর সাদা পাথরের স্তুপ।
হ্যাঁ, চুরি হয়েছে—
সংখ্যায় অনেক, আকারে বিশাল,
তবু জাফলং-এর মূল স্পট
এখনও হাসছে আগের মতো,
শুধু গুজবের ধুলো
মলিন করে দিয়েছে তার গর্বের আয়না।
সাদা পাথরের দেশ এখনও দাঁড়িয়ে আছে,
কিন্তু মানুষ ভুলে যায়—
সত্য কখনও সোশ্যাল মিডিয়ার শিরোনামে নয়,
সত্য দাঁড়িয়ে থাকে নীরবে
যেখানে চোখ যায় না,
শুধু মন খুঁজে পায়।