Explore with Ari

Explore with Ari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Explore with Ari, Digitaalisen sisällön sisällöntuottaja, Dhaka.

From the kitchen to the corners of the world, this page brings together the art of cooking, the beauty of food, and the thrill of travel.

🇫🇮 Student Life
🧑🏻‍🍳 Foodie and Cooking Addict
🌿Nature Lover

📍 Finland

12 years of Samsung loyalty → iPhone 😄
23/09/2025

12 years of Samsung loyalty → iPhone 😄

জীবনে প্রথম পরিবার ছাড়া দূরদেশে জন্মদিন পালন। অদ্ভুত একটা অনুভূতি। কেউ উইস না করলে আগে কিছুটা অভিমান হতো। এখন আর হয় না। ...
19/09/2025

জীবনে প্রথম পরিবার ছাড়া দূরদেশে জন্মদিন পালন। অদ্ভুত একটা অনুভূতি। কেউ উইস না করলে আগে কিছুটা অভিমান হতো। এখন আর হয় না। বরং কেউ মাঝে মধ্যে খোজ নিলেও মনে হয় যে যাক কারো চিন্তায় একটু জায়গাতো হয়েছে! যদিও দেশে সবাইকে নিজ-দায়িত্বে রাত ১২ টায় কল দিয়ে উইস করিয়েছি 🫣🤭

কেকটা জন্মদিন উপলক্ষে কাছের এক বড়ভাই আর তার বউ এনেছে। অনেক ধন্যবাদ তাদেরকে।
আলহামদুলিল্লাহ! 😌

17/09/2025

ইউরোপে যারা স্টুডেন্ট ভিসায় আসছেন, 'হতাশা' বলে কোনো শব্দ যে আছে, সেটা ভুলে যান।ইদানিং সব গ্রুপ গুলোতে শুধু হতাশা ভরা পোস্ট। কিন্তু কখনও ভেবে দেখেছেন আপনি উন্নয়নশীল একটা দেশ থেকে উন্নত দেশে আসা একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আপনি অবশ্যই আর দশজন সাধারণ বাংলাদেশীর চেয়ে আলাদা৷

আপনি শুধু বাংলাদেশী নন, আপনি সাহসী, আপনি একজন স্বীকৃত বৈশ্বিক মানুষ।

কিসের কী হতাশা, আপনার প্রচুর কাজ রয়েছে। তার জন্য প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ুন। আপনি স্টুডেন্ট, অতএব, সবার আগে লেখাপড়া। জীবনে যাই ঘটে যাক, পড়ালেখা সুন্দরভাবে করতে থাকবেন। দেখবেন সবকিছু ভালো হবে।

যে ব্যক্তিটি আপনাকে তার ভাষা না জানার কারনে অবজ্ঞা/ অবহেলা করলো, আপনি তাকে থোড়ায় কেয়ার করবেন। তাকে বাংলাদেশে ছেড়ে দিলে সে আপনার চেয়ে বাজে পরিস্থিতিতে পড়বে নিশ্চিত। আপনি অবশ্যই সেই দেশী বহু ছাত্রের চেয়ে এগিয়ে, কারণ সে তার নিজের দেশে পড়ছে, আর আপনি নিজের দেশের চেয়েও ভালো দেশে পড়ছেন। নিজেকে কখনোই ডাউন ভাববেন না।

কোনো কাজই ছোটো না, অন্য দেশের মানুষদের সাথে কথা বলবেন, তাদের গল্প শুনবেন। দেখবেন, তারাও অড জব করেই লেখাপড়া করেছে/ করছে, এমন কি বিদেশিরাও করে। অড জব বলে কিছু হয়না। আপনার এখানে থাকার জন্য টাকার প্রয়োজন, আপনি যেকোনো একটা কাজ করবেন, যেটা করলে পড়ালেখার ক্ষতি না হয়, ব্যস।
নিজের কাজকে ছোট করে দেখার জন্য বেশিরভাগ স্টুডেন্ট ডিপ্রেশনে পড়ে ,মনে করে বাংলাদেশে পানি ও ঢেলে খাই নি এখন বাসনমাজি, ফুড ডেলিভারি করি, মাল টানি।
কিছু অড জব সেই দেশের স্টুডেন্টরাও পড়াশোনা চলাকালীন অবস্থায় করে কিন্তু তারা আমাদের মতো চিন্তা করে না। কারণ তারা জানে এটা তাদের লাইফ লিড করার জন্য। পরবর্তীতে স্কিলফুল হয়ে ভালো জব করবে।

নিজেকে নিয়ে কাজ করুন। 'আপনি'ই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টকে সফল করার জন্য সময় দিন, ভাবুন, যত্ন নিন, প্রজেক্টে নতুন নতুন ফিচার এড করুন (যেমন- ছোটো ছোটো হাতের কাজ শেখা, নানান ধরনের স্কীল শেখা, ভাষা শেখা)।

মনে রাখবেন, 'আপনি'-- আপনার প্রজেক্ট।
এক ক্লাসে পড়লেই যেমন সবার রেজাল্ট / পরবর্তীতে কাজের ধরন / মনমানসিকতা সমান হয় না, তেমনি ইউরোপে একই দেশে থাকলেও সবার সবকিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা/ ইনকাম /জব/ সামাজিক অবস্থান সমান হবে না।
©

📸 📍 Jaipur, India

17/09/2025

ইংরেজিতে যারা খুবই দুর্বল তাদের জন‍্য এই লেখা। আপনি স্টুডেন্ট, চাকরিজীবি, অভিভাবক যাই হোন না কেন—ইংরেজি শেখার ইচ্ছে থাকলে এই কাজগুলো করবেন।

▪️১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যতো বই আছে—ফেলে দিন। সিরিয়াসলি বলছি। এগুলো আপনি কিনেন ঠিকই, কিন্তু তিন দিনও ঠিক মতো খুলেও দেখেন না।

▪️স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দেন। আপনি ভর্তি হন কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিং-এ গেলেও খুব বেশি লাভ হয়নি আপনার।

▪️আপনার হাতে ফোন আছে। আইপ‍্যাড আছে। বাসায় ইন্টারনেট আছে এখন।

আপনি তো প্রতিদিন নিশ্চয়ই নাটক, সিনেমা, ইউটিউব, ভিডিও, সোশাল মিডিয়া—এগুলোতে অন্তত ৩০ মিনিট সময় দেন। আজ থেকে এই সময়টা দিবেন শুধুমাত্র ইউটিউবে। টানা ৩০ দিন দিবেন।

আজ থেকে আপনি দেখবেন “Blippi”—ইউটিউটবে সার্চ দিলেই পাবেন। আপনি যদি কোনদিনও ইংরেজি না বুঝেন, না শিখেন, কিন্তু এই চ‍্যানেলটা দেখেন, তাহলে অনেক ইংরেজি শিখতে পারবেন। আপনার বাসায় যদি একটা শিশু-কিশোর থাকে, তাকে নিয়ে দেখবেন।

Blippi ছাড়াও আপনি দেখবেন Dora the Explorer, Daniel Tiger’s Neighborhood, Sesame Street, Peppa Pig এই শোগুলো।

▪️আনেকে বলবে, এগুলো তো বাচ্চাদের জন‍্য। ইয়েস, এগুলো বাচ্চাদের জন‍্য। এজন‍্যই আপনি দেখবেন। কারণ বাচ্চারা ভাষা শিখে কি করে—খেয়াল করেছেন?

একটা বাচ্চাকে যে দেশে রাখবেন, বা ছোটবেলায় যে ভাষার পরিবেশে (দেখা, শোনা, বলা) রাখবেন, সেই ভাষাই বাচ্চাটা শিখে যায়। কতো দ্রুত!

▪️বাচ্চাদের শো হয় গল্প ভিত্তিক। এগুলোতে অনেক আনন্দ থাকে। ইমোশন থাকে। চমৎকার গ্রাফিক‍্যাল ভিডিও হয়। এগুলো দেখলে বাচ্চারা ছবি, রং, প্রেক্ষাপটের সাথেই ভাষার (শব্দের) মিল তৈরি করে। দ্রুত ভাষা শিখে। মানুষ কিন্তু যে কোন ভাষায় প্রথমে বলতে ও শুনতে শিখে। লিখতে এবং পড়তে পারা শিখে পরে।

▪️আপনি যদি প্রতিদিন ৩০ মিনিট করে, ৩০ দিন দেখেন—আপনি অনেক ইংরেজি সহজেই শিখে ফেলবেন। বেস্ট হয় যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ে বা বাসার শিশুটিকে সাথে নিয়ে দেখেন। তাহলে এক ঢিলে দুই পাখি। আর দেখবেন, আপনার আগে শিশুটা কতো দ্রুত শিখে। এবং কেন দ্রুত শিখে—সেটা নিয়ে একটু ভাবুন, বিস্মিত ও আনন্দিত হোন!

©️

📸 📍 Helsinki 🇫🇮

হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই। 🌻ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আ...
16/09/2025

হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই। 🌻
ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আর ট্রিট করার ওয়েতেই দেখা যায়! আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নাই। চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, লাভ নাই।

আসলে মানুষের প্রথম প্রেম প্রথম ভালোবাসা বলতে কিছু হয়না, মানুষ যেখানে যত্ন পায়, সম্মান পায় এবং সততা পায় সেখানেই আটকে যায়।

আপনি চাইলেই এই ১৮ কো'টি মানুষের মাঝে থেকে খুব নিখুত, রূপে-গুণে পরিপূর্ণা কে বেছে নিতেই পারতেন। তবুও ঘুরেফিরে সেই বেকার ছেলেটার প্রেমে পড়েছেন, অনেক খুঁজাখুঁজি করেও সেই শ্যাম বর্ণের কাজল চোখের মেয়েটাকেই ভালোবেসেছেন।

সম্পর্ক এমন হোক, একজনের বে'কারত্ব আর অপরজনের অসম্পূর্ণতার দোহাই সম্পর্ক ভে'ঙ্গে না যাক। ক্যারিয়ার পরিবার এর অজুহাত না হোক!

সম্পর্কের কদর হোক। বি'চ্ছেদ না হোক!

©️

Lunchtime 🥪🫛🥗
15/09/2025

Lunchtime 🥪🫛🥗

‘ভুলে যাওয়া’ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কী ভীষণ দু...
15/09/2025

‘ভুলে যাওয়া’ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কী ভীষণ দুঃসহ হয়ে উঠত তা আমরা কল্পনাও করতে পারি না।

প্রিয় কোন মানুষ যখন মারা যায়, প্রথম কিছুদিন আমাদের অসম্ভব খারাপ লাগে। সারাটা দুনিয়াটাকেই কেমন রঙহীন, বিস্বাদ আর বিরক্ত লাগে কিছুদিন।

কিন্তু, সময় যত গড়ায়, আমরা আস্তে আস্তে সেই শোক আর ক্ষতটা সেরে উঠি। সময়ের সাথে সাথে প্রিয় মানুষের স্মৃতিগুলোও ধূসর হতে থাকে আমাদের মানসপটে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই ‘ভুলে যাওয়ার’ ক্ষমতাটুকুনা দিতেন, ভাবুন তো কেমন হতো আমাদের জীবনটা? একবার শুধু চিন্তা করুন, আপনার মা মারা যাওয়ার দিন যে কষ্ট আপনার অনুভূত হবে, পাঁচবছর অতিক্রান্ত হওয়ার পরও যদি আপনার ঠিক একইরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারবেন?

আবার, ভবিষ্যত না জানাও একরকম নিয়ামত।

ধরুন, আজ রাতে যদি কোনোভাবে আপনি জেনে যান যে, আপনার ফুটফুটে সন্তানটা আগামি বছরের ঠিক আজকের দিনটায় মারা যাবে, আপনার দ্বারা কি সম্ভব হবে আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করে যাওয়া? আপনি কি খেতে পারবেন ঠিক মতো? ঘুমোতে পারবেন এই ভবিষ্যত জেনে নিয়ে?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত প্রত্যেকটা বিষয় এমনই হিকমাহপূর্ণ। তিনি যখন বান্দাকে কোনোকিছু দেন না বা জানান না, সেটা বান্দার কল্যাণের জন্যেই৷ আবার, তিনি যখন বান্দাকে কোনোকিছু ভুলিয়ে দেন, সেটাও বান্দার কল্যাণের জন্যেই।

©️

'Women in Love' 💙  ব্যাপার টাই কেমন জানি ভয়ংকর! কয়েক দিন আগে আমার এক মেয়ে বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম-"তোর বিয়ের প্ল্যান...
23/08/2025

'Women in Love' 💙 ব্যাপার টাই কেমন জানি ভয়ংকর! কয়েক দিন আগে আমার এক মেয়ে বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম-"তোর বিয়ের প্ল্যান কি? কোথায় বিয়ে করবি? বিয়ের প্রোগ্রাম বড় করে করবি নাকি? সাজবি কোথায়?"

সব কিছুর জবাবে বান্ধবী উত্তর দিলো!

"পছন্দের মানুষকে বিয়ে করতে পারলেই আমি খুশি"

এখন কোথায় কিভাবে বিয়ে করি সেটা ফ্যাক্ট না আমার কাছে।"

Two states মুভির একটা লাইন আছে-
"sheesh-mahal na mujh ko suhaaye
Tujh sang sookhi roti bhaaye"
অর্থ হলো- কাচের মহলের চেয়েও, তোমার সাথে দু'বেলা শুকনো রুটিই বেটার!

Taylor swift এর Paper rings গানের একটা লাইন-
"I like shiny things, but I would marry you with paper rings!"
মানে দাঁড়ায় - আমার চকচক করা জিনিসপাতি পছন্দ, তবে তুমি কাগজের আংটি দিয়ে প্রপোজ করলেও আমি তোমাকে বিয়ে করবো।

তিনটা তিন দেশের তিন ধরনের নারীর বক্তব্য হলেও এক জায়গায়ই মিল। তা হলো পছন্দের পুরুষের জন্য আপামর নারী সমাজের নিজের শখ-আহলাদ বিসর্জন দিয়ে সব কিছুর উর্ধ্বে গিয়ে সেই একজনকেই চাওয়া,ভালোবাসা, আপন করে পাওয়ার তেষ্টা।

Women in love are so brave,chaotic,intense,terrifyingly loyal & wildly sacrificial!

Written by - Safia Binta Ahmed

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation...
20/08/2025

তখন শব্দের দাম ছিলো। ১১ টাকার কার্ড scratch করে রিচার্জ করলে ১০০ টা sms পাওয়া যেতো।

প্রতিটা sms এ শব্দ সংখ্যার limitation ও ছিলো। কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে recharge করার সুযোগ হতনা। তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হত। তখন একটা 's' লেখার জন্য keypad টাকে বার চারেক press করতে হত। তবু কেও বিরক্ত হতনা। SMS বড় হয়ে গেলে তাকে কে'টে কু'টে ছোট করে পাঠাতে হত। তখন green tick নিয়ে ঝামেলা হতনা। অনলাইন না অফলাইন দেখার সুযোগও ছিলো না। ছিলো প্রতিটা sms এর পর দুই তিন মিনিটের অপেক্ষা। রাতের good night আর সকালের good morning বলার জন্য আলাদা করে sms বাঁচিয়ে রাখা।

তখন emoji ছিলো না। আবেগ গুলোকে অনুভবে বুঝে নিতে হত। তখন শব্দের দাম ছিলো, আবেগের দাম ছিলো, অপেক্ষার দাম ছিলো, efforts এর দাম ছিলো।

©️

ফিনল্যান্ডে দেশের এই স্বাদ গুলোই মিস করি অনেক.. 🥺এটা ঢাকার অনেক পপুলার একটা সুপের দোকান।  সন্ধ্যায় ভিড়ে বসার জায়গা পাওয়া...
16/08/2025

ফিনল্যান্ডে দেশের এই স্বাদ গুলোই মিস করি অনেক.. 🥺
এটা ঢাকার অনেক পপুলার একটা সুপের দোকান। সন্ধ্যায় ভিড়ে বসার জায়গা পাওয়া দুষ্কর।
বলুনতো এটা কোথায়?
📍 Comment

゚viralシfypシ゚ 🇧🇩🇫🇮

ইলিশের কেজি ২৪০০ টাকা! সাধারণ মানুষের জন্য এখন এটা ধীরে ধীরে বিলাসী খাবারে পরিণত হচ্ছে। আজ ৮০০ গ্রামের একটা মাছ কিনলাম ১...
16/08/2025

ইলিশের কেজি ২৪০০ টাকা! সাধারণ মানুষের জন্য এখন এটা ধীরে ধীরে বিলাসী খাবারে পরিণত হচ্ছে। আজ ৮০০ গ্রামের একটা মাছ কিনলাম ১৬০০ টাকা দিয়ে। ভাবা যায়!

দুঃখের বিষয়, জাতীয় মাছ হলেও ইলিশ এখন আর সবার নাগালের মধ্যে নেই। দাম এত বেশি যে মধ্যবিত্ত পরিবার শুধু তাকিয়েই দীর্ঘশ্বাস ফেলতে পারে। আর বাকিদের কথাতো বাদই দিলাম।

প্রশ্ন থেকে যায়, যে মাছকে আমরা “জাতীয় মাছ” বলে সম্মান দিই, সেটি যদি সাধারণ মানুষ খেতেই না পারে, তাহলে সেই জাতীয়ত্বের মানে কী?

সূরা আরাফ শুরু করলামআরাফে একটা ইন্টারেস্টিং ফেক্ট পেলামছোট বেলা থেকে শুনে এসেছি যে  আখিরাতের পরিণাম হলো বাইনারিহয় জান্না...
12/08/2025

সূরা আরাফ শুরু করলাম

আরাফে একটা ইন্টারেস্টিং ফেক্ট পেলাম

ছোট বেলা থেকে শুনে এসেছি যে

আখিরাতের পরিণাম হলো বাইনারি

হয় জান্নাত নয় জাহান্নাম

অথচ এই সুরার মাধ্যমে আমাদের জানানো হলো যে

না!

জান্নাত আর জাহান্নামের মাঝামাঝিও আরেকটা লোকেশন আছে

লোকেশনটার নাম আরাফ!

এই জায়গার নাম অনুসারেই এই সূরার নাম করন

"আরাফ" হবে তাদের জন্য

যারা এতটাও ভালো কাজ করেনি যেঁ জান্নাতের টিকেট পেয়ে যাবে

আবার এতটাও খারাপ কাজ করেনি যেঁ জাহান্নামে যেতে হবে

এ যেন মিডেল ক্লাসদের চরণ ভূমি!

এই আরাফবাশি সবসময়ই আশায় থাকবে যে

তাদেরকে যেন কোন না কোন সময় জান্নাতে আপগ্রেড করা হয়. [১]

এই আরাফ ছাড়াও হাশর আরেকটা ইম্পর্টেন্ট ফেক্ট আমাদের অনেকেরই অজানা

আর সেটা হলো কান্তারা!

আমরা মনে করি

"কোনো রকমে পুলসিরাত পার হইতে পারলেই বাঁচি!"

ভুল!

পুলসিরাত পার হতে পারলেই জান্নাত নয়

পার হতে পারলে অপেক্ষা করবে মুমিনদের জন্য ফাইনাল পরীক্ষা।

হাশরের দিনে বিশাসীদের বিচার হবে দু বার

এক বার হবে সিরাত পার হওয়ার পূর্বে

আরেক বার হবে সিরাত পার হওয়ার পরে

জি ঠিকই শুনেছেন

পূর্বের বিচার হবে

"স্রষ্টার হক নষ্ট করার বিচার"

আর পরের বিচার হবে

"বান্দার হক নষ্ট করার বিচার"

আর যে জায়গাটায় বিচারটি হবে

সেই জায়গাটির নামই হলো "কান্তারা"

আল-কান্তারাহ হলো সিরাতের পর আরেকটি ছোট সিরাত

বিস্বাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবে

তারা এই কান্তারার উপর দিয়েই প্রবেশ করবে

এবং স্রষ্টা এই কান্তারার উপরেই মুমিনদের মধ্যকার আন সেটেলড ইস্যুস গুলো রিসোলভ করবেন [২]

কল্পনা করুন,

একজন ব্যক্তি আল-কান্তারাহ-তে জান্নাতের দরজার অলমোস্ট দ্বারপ্রান্তে

অথচ সে সেথায় ঢুকতে পারছে না

কারণ তার সব সৎকর্মগুলো যা নিয়ে নিয়ে সে বড়াই করতো সব শেষ

উলটো তাকে জাহান্নামে টেনে নিয়ে হচ্ছে

সেই হতোভাগাকে আপনি তখন কী বলবেন?

আমার রাসুল অবশ্য সেই হতভাগা কে ডিফাইন করেছেন "মুফলিস" হিসেবে

"মুফলিস" অর্থ হলো দেউলিয়া বা ব্যাংকরপ্টড

রাসূল বলেছেন

“তোমরা কি জানো , কে আসল দেউলিয়া?”

সাহাবারা উত্তর দেন

“যার কাছে অর্থ বা সম্পদ কিছুই নেই সে ইয়া রাসূলুল্লাহ?”

রাসূল বললেন

“না! আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি

যেই ব্যক্তি কিয়ামতের দিনে অনেক নামাজ, অনেক রোজা ও অনেক সদকা নিয়ে উপস্থিত হবে

অথচ সে দেখতে পাবে যে

সে ঐ দিনে দেউলিয়া হয়ে গিয়েছে কারণ জীবদ্দশায়

সে অন্যদের গালি দিয়ে বেড়াতো

অন্যদের অপবাদ দিয়ে বেড়াতো

অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াতো

অন্যের রক্তপাত ঘটিয়ে বেড়াতো এবং

অন্যকে প্রহার করে বেড়াতো

আজ তার সব সৎকর্মগুলো ভুক্তভোগীদেরকে ট্র্যান্সফার করে দিতে হচ্ছে

শুধু তাই না

যদি তার ভালো কাজগুলো ক্ষতিপূরণ গুলোকে কভার করতে না পারে

তাহলে তাদের পাপ গুলোও তাঁর ওপর চাপিয়ে দেওয়া হবে

এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।” [৩]

তাই বলছি

আপনার যারা নামাজ রোজা সাদাকার পাশাপাশি

আপনার মুখের স্পিচ দিয়ে অন্যদের কষ্ট দিয়ে বেড়াচ্ছেন

কিংবা আমল দিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াচ্ছেন

তাদের জন্য একটাই কথা

দেখা হবে বন্ধু

দেখা হবে কান্তারায়!

লেখা: সামিউল হক হাফি
©

📍 Mirpur Beribadh

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore with Ari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore with Ari:

Share