Bd Deshi News

Bd Deshi News Bd deshi news is most polpular website,

মেয়েটার মা বাবা আলাদা হয়ে গেছে। মা বাংলাদেশে আর বাবা আমেরিকায়।মেয়েটা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলো, সে আমেরিকায় গিয়ে তা...
11/12/2023

মেয়েটার মা বাবা আলাদা হয়ে গেছে। মা বাংলাদেশে আর বাবা আমেরিকায়।

মেয়েটা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলো, সে আমেরিকায় গিয়ে তার বাবার সাথে থাকবে। কেননা, মায়ের সাথে থাকলে তার ভবিষ্যৎ নষ্ট হবে। মা ভালো কোনো স্কুলে ভর্তি করাতে পারবেন না, ভালো কোনো খাবার খাওয়াতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি।

যেই কথা সেই কাজ। মেয়েটা আমেরিকায় তার বাবার কাছে চলে গেল। যাওয়ার সময় মাকে বলে গেল, ‘তোমার ভালোবাসার ক্ষমতা খুব কম মা, কম বলেই তুমি আমার বাবাকে বেঁধে রাখতে পারোনি, আমাকেও পারলে না’

মেয়ে চলে যাওয়ার পর শূন্য ঘর আর ফাঁকা উঠোনে বসে মায়ের বুকটা ফাঁকা ফাঁকা লাগে। চোখ ভিজে যায়। হঠাৎই একদিন মেয়েটার চিঠি এলো। পুরো চিঠি জুড়ে মাত্র চারটি শব্দ- ‘মা, তুমি কেমন আছো?’

মা অপলক দৃষ্টিতে সেই চিঠির দিকে তাকিয়ে রইলেন। চোখের জলে চিঠির পৃষ্টারা ভিজে গেল। চিঠির উত্তরে মা লিখলেন- ‘পলীন, তুমি কেমন আছো?’

পলীন চিঠির উত্তর দিলো না। অনেকদিন অতিবাহিত হয়ে গেল। একদিন উদাস মনে মা বাড়ির উঠোনে বসে আছেন৷ হঠাৎই পলীন তার বাবাকে নিয়ে হাজির। পলীন আর তার বাবার মুখে হাসি। পলীনের বাবা পলীনের মায়ের কাছে এসে এমনভাবে জিজ্ঞেস করলেন, ‘তুমি কেমন আছো?’ যেন সবকিছু ঠিক হয়ে গেছে।

মায়ের কাছে সবকিছুই স্বপ্নের মতো মনে হলো। তিনি পলীনকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ‘কি করে সম্ভব হলো এটা?’
পলীন বললো, আমেরিকায় যাওয়ার পর আমি তোমার জন্য খুব কেঁদেছি মা। লুকিয়ে লুকিয়ে কেঁদেছি। আমার সেই কান্নার জল আমি প্রতিদিন একটি বোতলে জমা করেছি। বোতলটা যেদিন ভরে গেল, আচমকাই বাবা দেখে ফেললেন। তারপর আমাকে ডেকে বললেন, ‘পলীন চল আমরা তোর মায়ের কাছে যাই’

পলীনের কথা শুনে মা কাঁদছেন। পলীন হাসতে হাসতে জিজ্ঞেস করলো, ‘মা তুমি কি বোতলটা দেখবে?’
পলীনের মা মাথা নাড়লেন।
পলীন বোতলটা বের করে মায়ের হাতে দিলো।
মা বোতল হাতে নিয়ে বললেন, ‘পুরোটাই কি তোর চোখের পানি?’
পলীন মাকে জড়িয়ে ধরে বললো, ‘অল্প কিছু চোখের পানি আর বাকীটা ট্যাবের’
কথাটা বলেই মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আকাশ বাতাস কম্পিত করে হাসতে লাগলো। যেন জগতের সবচেয়ে সুন্দর দৃশ্য!

‘নক্ষত্রের রাত’ নাটকের সেই পলীনই হলো হুমায়ূন আহমেদের মেয়ে শিলা আহমেদ। কিশোর বয়সের বুদ্ধিমতি মেয়েটা টেলিভিশনের পর্দার বাবা মাকে মিলিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু বাস্তব জীবনের বাবা মাকে মিলিয়ে দিতে পারেনি।
আর তাই বোধহয় আমরা হারিয়েছি একজন অভিমানী অভিনেত্রি.

লেখা ও ছবিঃ ফেসবুক থেকে সংগৃহিত

মধুমিতা এমন একজন যাকে কোন Award Show তে দেখা যায়না, কোন পার্টিতেও দেখা যায়না, মুভির প্রিমিয়ারেও যায়না..কোনকিছুতেই নেই সে...
08/12/2023

মধুমিতা এমন একজন যাকে কোন Award Show তে দেখা যায়না, কোন পার্টিতেও দেখা যায়না, মুভির প্রিমিয়ারেও যায়না..কোনকিছুতেই নেই সে! সবাই সব জায়গায় পার্টিসিপেট করে আর মধুমিতা দি সব ইগনোর করে,,, ও এমন কেন? বিরক্ত লাগে জাস্ট!😪💔

আকর্ষণীয় বেতনে কেয়ার বাংলাদেশে চাকরি, কাজ পরামর্শ দেওয়া
26/07/2023

আকর্ষণীয় বেতনে কেয়ার বাংলাদেশে চাকরি, কাজ পরামর্শ দেওয়া

বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি গাজীপুরের একটি প্রকল্পে জনবল ...

দীর্ঘায়ু পেতে চান? মেনে চলুন স্ত্রীর কথা  h
25/07/2023

দীর্ঘায়ু পেতে চান? মেনে চলুন স্ত্রীর কথা h

স্ত্রীর খবরদারী সহ্য করতে পারেন না অনেকেই। তারপরও সংসার টিকিয়ে রাখতে স্ত্রীর মন রক্ষা করে চলেন তারা। তবে বেশিরভা...

যদি তুমি রুপ চাও    তবে আমি  শূন্য 😉আর যদি ভালবাসা চাওতাহলে আমি  পরিপূর্ণ  🥰❤️
08/06/2023

যদি তুমি রুপ চাও
তবে আমি শূন্য 😉
আর যদি ভালবাসা চাও
তাহলে আমি পরিপূর্ণ 🥰❤️

I work hard. But I play hard, too.
08/06/2023

I work hard. But I play hard, too.

না পাইলাম তারে,না বুঝলাম নিজেরে!'💔🌸
08/06/2023

না পাইলাম তারে,না বুঝলাম নিজেরে!'💔🌸

Address

Dhaka Utora 1230
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Bd Deshi News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd Deshi News:

Share