Kaler Khobor

Kaler Khobor Kaler Khobor is the Fastest growing, popular & unprejudiced Bengali News Portal of Bangladesh.

Company Overview :
Kaler Khobor delivers up-to-the-minute information on the latest National and world News, business, sports and entertainment headlines. We have our representative across the country and world for the fastest update of unprejudiced information about the world. If you have a news story for us ,email us at [email protected]

06/08/2025

চট্টগ্রামে উত্তরজেলা ও মহানগর বিএনপির আয়োজনে বিজয় মিছিল

হাছান-নওফেল-জাবেদের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম চার্জশিট
02/08/2025

হাছান-নওফেল-জাবেদের বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম চার্জশিট

ভইঙ্গা আর চিটাইংগা আলাপটা একটা ফাও আলাপ। ১.আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় সবাই মিলেই নেতৃত্বে ছিল। সে হিসেবে ঢাকার প্রেক্ষ...
02/08/2025

ভইঙ্গা আর চিটাইংগা আলাপটা একটা ফাও আলাপ।

১.আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় সবাই মিলেই নেতৃত্বে ছিল। সে হিসেবে ঢাকার প্রেক্ষাপটে যদি বলতে যায় আন্দোলনের মূল নেতৃত্বে যারা ছিল ঢাকায় তাদের মধ্যে প্রায় ৮০ ভাগ চট্টগ্রাম বিভাগের ছিল। কয় তাদেরকে তো সেখানে এভাবে সেখানকার স্থানীয় না হওয়ার কারণে এই কথা শুনতে হচ্ছে না। চট্টগ্রামে আন্দোলনের সময় সেভাবে নেতৃত্বে, আন্দোলনে এবং শহীদ হয়েছে অনেকেই আপনাদের আলাপে ভইঙ্গা। ব্যাক্তির অপরাধের দোষ কোনো জাতি কিংবা গোষ্ঠীকে ছোট করার ব্যাপারটা আমি সমর্থন করিনা।

২.চট্টগ্রামে বইঙ্গাদের ঠিক যে কারণে আজ এই আলাপটা দিচ্ছেন আপনাদের চিটাইংগা কয়েকজন ঢাকার সাথে ভালো সম্পর্ক স্থাপনের পর এই ভইঙ্গাদেরই চাটছে এবং এরাও চিটাইংগা কাউকে তুলে আনেনি। বরং নিজেদের ভিত্তি মজবুত করার জন্য এরাই চিটাইংগা মূল বিপ্লবীদের মাইনাস করেছে এবং নিজেরাও ঢাকা এবং ঢাবির চাটুকারিতা করেছে।

৩.যে দোষগুলো ভইঙ্গা কয়েকজনকে দিচ্ছেন সেই দোষগুলো চিটাইংগা রা কি করেনি? চাঁদাবাজি,টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, তদবির, কিশোর গ্যাং পরিচালনা থেকে শুরু করে কোনো এমন অন্যায় বা অপকর্ম ছিল না যেগুলোতে এরা জড়ায়নি।সুতরাং, অপরাধ অপরাধই। অপরাধকে ডিফেন্ড করতে এক পক্ষকে ঢালাওভাবে অপরাধী বানিয়ে আরেকপক্ষকে হিরো সাজানো মানে নিজেদের পায়ে কুড়াল মারা।

৪.ভইঙ্গা - চিটাইংগা আলাপ এনে তারা কি নিজেরা সাধু সাজতে চাচ্ছে নাকি আরেক নতুন কোনো ষড়যন্ত্রে আপনাদের মাথার উপর কাঠাল ভেঙ্গে খেতে চাচ্ছে ভাবা উচিত। দেখুন এখন বড় একটা অংশ ওতপ্রোতভাবে রাজনীতির সাথে জড়িত তাই এখন সাধারণদের কে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এসব করছে। খোঁজ নিয়ে দেখা উচিত কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠনের কমিটি হচ্ছে কিনা আমার মনে হয় সেই কমিটিকে কেন্দ্র করে এই আলাপ।

৫. জুলাই ব্যবসায়ীরা জুলাইকে নিয়ে এখনো ব্যবসা করছে। তাদের ব্যাক্তিগত স্বার্থ হাসিল করার জন্য জুলাইকে টেনে এনে বিতর্কিত করাটা অপ্রাসঙ্গিক মনে হলো আমার।

৬. আমি এটুকুই বলবো ভইঙ্গা আর চিটাইংগা বুঝি না যারাই বীর চট্টলার সাথে বেঈমানী করে নিজেরা পদ পদবি নিয়ে জুলাই যোদ্ধাদের ব্যবহার করেছে তাদেরকে বয়কট করুন। ভইঙ্গা হোক বা চিটাইংগা যারাই অন্যায়, অপরাধ, অপকর্ম করেছে এতদিন তাদের সবাইকে সম্মিলিতভাবে বয়কট করাটা এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে।

চৌধুরী সিয়াম ইলাহী
সাবেক যুগ্ম আহবায়ক,সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত।
29/07/2025

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত।

রাউজানে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের গাড়ি বহরে হামলা
29/07/2025

রাউজানে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের গাড়ি বহরে হামলা

26/07/2025

পটিয়ায় স্কুল শিক্ষার্থীদের গাছ রোপন দেড় কিলোমিটার সড়কে ৯০ প্রজাতির গাছ লাগায় শিক্ষার্থীরা

অংশ নেয় উপজেলার বেশ কিছু পরিবেশ সচেতন সংগঠন ও স্কুল

লাগানো হয় পারুল, হিজল, উদাল, নিমসহ দেশীয় প্রজাতির গাছ

26/07/2025

রাজনৈতিক পরিসরে নারী ও তারুণ্যের ভবিষ্যত

25/07/2025

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সাথে চট্টগ্রামে সাংবাদিকদের মতবিনিময় সভা

এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে  জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা...
24/07/2025

এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে।

আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই—একটিই আমার, এবং সেটা আমি ২০১৮ সালে কিনেছি, গত বছর নয়। গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে। অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে, সেটিই ছিল আমার আগের বাড়ি—যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি। আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় ১৫ লাখ ডলার বা ১৮ কোটি টাকা বেড়েছে। আমি বর্তমান দামে এটি কিনিনি, অনেক কম দামে কিনেছিলাম।

আমি কোনো সরকারি কর্মচারী নই। আমি একজন আইটি উদ্যোক্তা। আমার আয় সম্পূর্ণ বৈধ, আমি এখানে করও দিয়ে বসবাস করি।

এফবিআই আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি। সেই কারণেই ইউনুসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল, তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি।

যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচারব্যবস্থা আছে। দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়, তাহলে তাদের আমন্ত্রণ জানাই—এসে পারলে চেষ্টা করে দেখুক! আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকেরদ মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে।

আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা। কিন্তু আমেরিকার বাস্তবতা হলো—এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই। তাই এসব হুমকিতে আমি ভীত নই। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আর একটা কথা, আমার বাড়ি নম্বর কিন্তু ৩২ নয়।

ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না।

24/07/2025

ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছেড়ে দে!
অনলাইনে ভাইরাল শিবিরের স্লোগান।

24/07/2025

সাজেকে পাহাড় ধসে যানচলাচল বন্ধ, আটকে আছে ৪ শতাধিক পর্যটক।

24/07/2025

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।

Address

Chattogram
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kaler Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kaler Khobor:

Share

Our Story

Company Overview : Kaler Khobor delivers up-to-the-minute information on the latest National and world News, business, sports and entertainment headlines. We have our representative across the country and world for the fastest update of unprejudiced information about the world. If you have a news story for us ,email us at [email protected]