Pusti Shop

Pusti Shop The page officeial page of md anwar hossain

02/11/2025
শীঘ্রই আসিতেছে ১০০% বিশুদ্ধ পুষ্টিকর খাবার
30/10/2025

শীঘ্রই আসিতেছে ১০০% বিশুদ্ধ পুষ্টিকর খাবার

15/09/2025

আওয়ামী লীগ কে রাজনীতি করতে দেওয়া উচিত। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আওয়ামী লীগ এর ব্যাপারে সিদ্ধান্ত দিবে

বাংলাদেশ, জনগণ, রাষ্ট্রব্যবস্থা ও রূঢ় বাস্তবতা!অফিসের কাজে গুলশান গেলাম দুপুরের পর। কাজ শেষ করে যখন রাস্তায় নামলাম, তখন ...
11/08/2025

বাংলাদেশ, জনগণ, রাষ্ট্রব্যবস্থা ও রূঢ় বাস্তবতা!

অফিসের কাজে গুলশান গেলাম দুপুরের পর। কাজ শেষ করে যখন রাস্তায় নামলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধা প্রায়। তখন চোখে পড়ে ছবির এই দৃশ্য। একজন নারী জুবুথুবু হয়ে বসে আছে ফুটপাতে। জীবিত তবে মনে হবে প্রাণহীন। পাশেই একটু উঁচুতে বসা একটা কিশোর, মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা। দেখেই মনে হচ্ছে কোন মাদরাসায় পড়ে। কাছে যেতে শুনলাম স্পষ্ট স্বরে সালাম দিয়ে বললো "ভাইয়া আমার মা ক্যান্সার রোগী, একটু সহায়তা করুন" মহিলাটির দিকে তাকালাম, এ যে জড়বস্তু!
ইট পাথরের শহরে অনেক রকমের মানুষ প্রতারণার ফাঁদ পাতে। এই মহিলা হয়তো সত্যিই অসুস্থ। অথবা ভিন্ন কিছুও হতে পারে। আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি কঠিন এক সত্যের দিকে। নিজেকেই দাড় করালাম এক রূঢ় বাস্তবতার সামনে।

মৌলিক চাহিদার এক স্তম্ভ হলো চিকিৎসা। স্বাধিকারের ৫৮ বছর পর আমাদের এই স্তম্ভ কতটা নড়বড়ে তা চিন্তা করলাম। মহাশূন্য অনুভব করলাম। রাষ্ট্রকাঠামোতে চিকিৎসা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু দীর্ঘ দিনের অবহেলায় এই অংশটা ভঙ্গুর পড়ে আছে। কিছু মেডিকেল কলেজ আছে সত্য তবে সেখানে সেবা পাওয়াটা যুদ্ধে জেতার মতো। চিকিৎসা চলে গেছে বেসরকারী সেক্টরে। আর সেখানে প্রান্তিক মানুষের চিকিৎসার সুযোগ কই? দরিদ্র সেখানে চিকিৎসার ব্যয়ের ভয়ে মরার আগেই একবার মরে, আয়ু শেষ হলে দ্বিতীয়বার মরে। সাথে দেনার দায়ে পরিবার ধুঁকে ধুঁকে মরে।
আমাদের পাশের দেশের টাটা শিল্পগোষ্ঠী! ভারতের জিডিপির ৪% জোগান দেয় টাটা গ্রুপ। রতন টাটা তার সম্পদে ৬৫% দান করেছেন জনকল্যাণে। টাটা গ্রুপ তৈরী করেছে বিশ্বের বৃহত্তম ক্যান্সার হাসপাতাল। এই হাসপাতালে প্রায় বিনামূল্যে চিকিৎসা পায় ভারতের নাগরিকেরা। একজন বাংলাদেশীর এই হাসপাতালে চিকিৎসা ব্যয় ১০ লক্ষ টাকা হলে ভারতীয়ের লাগে ৫০ হাজার থেকে ১ লক্ষ।
আমরা বাংলাদেশীরা এখানেও হতভাগ্য। আমাদের দেশে বহু বড় বড় শিল্প গ্রুপ আছে। তাদের খবর ছড়ায় টাকা পাচারে, জমি দখলে আর পরিবেশ দূষণে। এখানে ওয়াজের মাঠে সততার বাণী বলা লোকের নামেও অর্থ আত্মসাতের অভিযোগ আসে।

প্রান্তিক মানুষদের জন্য আসলেই কেউ নেই! না রাষ্ট্র, না শিল্পগ্রুপ!
এ কেমন দেশ? এ কেমন রাষ্ট্রকাঠামো?
Copy Kaji Rasel

07/08/2025

মহিলা মাদ্রাসার বাচ্চাদের অভিভাবক রা সচেতন থাকবেন । আল্লাহ সবাইকে হেফাজত করুন ।

হুজুর কি আসলেই এই কথা বলছে?
05/08/2025

হুজুর কি আসলেই এই কথা বলছে?

26/07/2025

আমি ৫০ বছর আল্লাহর ইবাদত করেছি, কিন্ত ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাইনি, যতক্ষণ না ৩ টি জিনিস পরিত্যাগ করেছি—

১) আমি মানুষকে খুশি করার চিন্তা বাদ দিয়েছি; তাই (নির্দ্বিধায়) সত্য বলতে পেরেছি।

২) আমি পাপীদের সঙ্গ পরিত্যাগ করেছি; তাই নেককারদের সঙ্গ লাভ করতে পেরেছি।

৩) আমি এই দুনিয়ার স্বাদ ত্যাগ করেছি; তাই আখেরাতের মিষ্টতা লাভে সক্ষম হয়েছি।

—আহমাদ বিন হারব (রাহিমাহুল্লাহ)
[সিয়ারু আ’লামিন নুবালা: ৯/৯৯]

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭মা স্কুলে নামিয়ে দিয়ে আদর ...
21/07/2025

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭
মা স্কুলে নামিয়ে দিয়ে আদর করে বলেছিলেন, "বিকেলে নিয়ে যাবো মা, মন খারাপ কোরো না।"
কিন্তু সেই বিকেল আর এল না…

ভয়াল আগুন লামিয়াকে কেড়ে নিলো 😭
আজ বাবার কণ্ঠে শুধু একটিই আর্তনাদ—
আমার রাগী মেয়েটা কোথায়? মা তুই আয় আমি তোরে ঘুরতে নিয়ে যাবো!!! 😭😭😭

হে দয়াময়, আর কোনো বাবা-মার কোল এভাবে খালি করো না 😭💔
আহ জীবন। ও জীবনের মালিক দৈর্য ধরার শক্তি দাও

21/07/2025

..মাইলষ্টোন..
🤲🤲🤲

Address

Bochila Model Towan 4/5
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pusti Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share