Lifestyle Bangladesh

Lifestyle Bangladesh Online Platform

যাপিত জীবনের ছবিই হচ্ছে লাইফস্টাইল বাংলাদেশ। আমাদের চলাফেরা, দৈনন্দিন জীবন, হাসি, আনন্দ, সফলতা, অণুপ্রেরণা মোট কথা জীবনধারনের সবকিছুই আপনারা এই পেইজে পাবেন। লাইফস্টাইল বাংলাদেশ অরাজনৈতিক প্লাটফর্ম। আশাকরি আমাদের পথচলায় আপনাদের পাশে পাবো।

জীবনের পথে চলতে হলে…চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম কথা কানে আসবে, কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেও হবে। এ...
03/05/2025

জীবনের পথে চলতে হলে…
চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক রকম কথা কানে আসবে, কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেও হবে। এমন সময় আপনি যা করবেন তা হলো—ইগনোর। কারণ জীবনে কিছু মানুষ থাকবে, যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো, অন্যের জীবনে বিষ ঢালা।
লাইফ আপনার—চয়েস ও ডিসিশনও আপনার।
নেগেটিভিটি যেখানেই দেখবেন, সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। এটা দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা।
খারাপ লাগলেও এটা সত্যি—আপনি যাদের বন্ধু ভাবেন, তাদের অনেকেই আপনার পতন দেখতে চায়। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার।
তাদের সেই সুযোগটা দেবেন না। অপ্রয়োজনীয় তর্কে যাবেন না, কারো কিছু বোঝাতে যাবেন না। কেউ যদি আপনাকে মূর্খ বলে, হেসে বেরিয়ে আসুন। এতে আপনি সময়, এনার্জি আর মানসিক শান্তি—সবই বাঁচাবেন।
আপনার রেসপন্সই আপনার শক্তি।
যারা জীবনটা সত্যি বোঝে, তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়।
সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন—
একটা ভালো বই পড়ুন
প্রিয়জনের সাথে সময় কাটান
ঘর সাজান
রংতুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন
সিনেমা দেখুন, গান শুনুন
ছবি তুলুন, ব্যায়াম করুন, গাছ লাগান
কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ গড়ুন
নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে।
আপনার জন্য আসল মানুষগুলোকে চিনে নিন—পরিবার, কাছের কিছু বন্ধুবান্ধব, যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন। তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন, কারণ তারা আপনার ভালোটা চায়। বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন, এবং দরকার হলে ঝেড়ে ফেলুন।
সবশেষে, মনে রাখবেন—
জীবন অনেক সুন্দর। পৃথিবীও অনেক সুন্দর। পথে চলতে গিয়ে আগাছা আর কাঁটাঝোপ থাকবেই, কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে এগিয়ে যাবেন।
সব কথার উত্তর দিতে নেই, সবকিছুর প্রতিক্রিয়াও দিতে নেই।
নিজেকে প্রমাণ করার দরকার নেই, শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান।

সংগৃহীত

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’ 😥স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ। এটি Sarcoptes sca...
30/04/2025

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’ 😥
স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ। এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র মাকড়সার (mite) কারণে হয়ে থাকে। এই মাকড়সা ত্বকের উপরিভাগে গর্ত তৈরি করে এবং ডিম পাড়ে, যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয়।
স্ক্যাবিসের প্রধান লক্ষণগুলো হলো:
* তীব্র চুলকানি: বিশেষ করে রাতে চুলকানি বাড়ে।
* ফুসকুড়ি: ছোট ছোট লালচে দানা বা ফোস্কার মতো দেখা যায়।
* গর্তের চিহ্ন: ত্বকের উপর ছোট, আঁকাবাঁকা, ধূসর বা সাদা রঙের সরু রেখা দেখা যেতে পারে, যা মাকড়সার তৈরি করা গর্ত।
স্ক্যাবিস সাধারণত নিম্নলিখিত স্থানগুলোতে বেশি দেখা যায়:
* আঙুল ও পায়ের আঙুলের মাঝে
* কবজি
* কনুই ও হাঁটুর ভাঁজে
* বগলের নিচে
* কোমর
* নিতম্ব
স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে এবং সরাসরি চামড়ার সংস্পর্শে আসা, অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কাপড়, বিছানা ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে।
যদি আপনার মনে হয় আপনার স্ক্যাবিস হয়েছে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার সাধারণত শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে ত্বকের নমুনা নিয়ে রোগ নির্ণয় করতে পারেন। স্ক্যাবিসের চিকিৎসার জন্য বিশেষ ধরনের ক্রিম বা লোশন পাওয়া যায় যা মাকড়সা এবং তাদের ডিম ধ্বংস করে। পরিবারের সকল সদস্য এবং ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদেরও একই সময়ে চিকিৎসা করানো উচিত, এমনকি তাদের লক্ষণ না থাকলেও। এছাড়া, ব্যবহৃত কাপড় ও বিছানা গরম পানিতে ধুয়ে বা ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা জরুরি।
✍️ সংগৃহিত

27/04/2025

কিছু অপ্রিয় কথা

#জীবনেরঅনুরণন



এমনটাই হয়...
27/04/2025

এমনটাই হয়...

24/04/2025

শহুরে জীবন:
পাশেই বিল্ডিং এর কাজ চলছে। কোনো গ্যাপ নেই। বারান্দায় এক চিলতে গাছ। সেখানে আবার চড়ুই পাখির কিচিরমিচির 😊

যে নার্স এই ছবিটি তুলেছেন তিনি বলেছেন যে, বয়স্ক ভদ্রলোকটি হাসপাতালে ভর্তি হবার 3 দিন পরও পরিবারের তরফ থেকে একবারের জন্যও...
22/04/2025

যে নার্স এই ছবিটি তুলেছেন তিনি বলেছেন যে, বয়স্ক ভদ্রলোকটি হাসপাতালে ভর্তি হবার 3 দিন পরও পরিবারের তরফ থেকে একবারের জন্যও কেউ এসে উনার খোঁজ খবর নেয়নি। 😥
কিন্তু একটি কবুতর গত ২ দিন ধরে রোজ একবার এসে উনার শরীরের উপর বসে আবার চলে যেত। 🤔

পরবর্তী কালে খোঁজ নিয়ে জানা যায় যে, এই হাসপাতালের পাশের এক পার্কে বসে রোজ সকালবেলা উনি এই কবুতরটাকে কিছু খাবার খেতে দিতেন !😔

ভালো কাজ করুন।
ভালো কাজের ফল দুনিয়াতেও পাবেন, আবার আখিরাতে ও পাবেন।
(আল্লাহ সবাইকে ভালো কাজ করার জন্য তোফিক দান করুক......❤!! সংগৃহীত

ছবির ক্যাপশন: প্রতিবিম্বমুঠোফোনগ্রাফি: নিশাত মাসফিকা
21/04/2025

ছবির ক্যাপশন: প্রতিবিম্ব
মুঠোফোনগ্রাফি: নিশাত মাসফিকা

18/04/2025

ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু (রবীন্দ্রসঙ্গীত)
গেয়েছেন: নিশাত মাসফিকা

#আড্ডাগানগল্পজীবন






“ভালবাসা হল বেনারসি শাড়ির মত, ন্যাপথলিন  দিয়ে আলমারিতে যত্ন করে তুলে রাখতে হয় । তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ ।“- সমর...
18/04/2025

“ভালবাসা হল বেনারসি শাড়ির মত, ন্যাপথলিন দিয়ে আলমারিতে যত্ন করে তুলে রাখতে হয় । তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ ।“
- সমরেশ মজুমদার , সাতকাহন

17/04/2025


SME Foundation-এর উদ্যোগে ১৭ এপ্রিল ২০২৫, বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (BIM), ঢাকায়  “এসএমইদের উৎপাদনশীলতায় কৃত্...
17/04/2025

SME Foundation-এর উদ্যোগে ১৭ এপ্রিল ২০২৫, বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (BIM), ঢাকায় “এসএমইদের উৎপাদনশীলতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (𝐀𝐈) এর ভূমিকা” শীর্ষক সেমিনার আয়োজিত হয়। সেমিনারে উপস্থাপন করা হয় কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের এসএমই খাতকে আরো আধুনিক, দক্ষ এবং প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। ডিজিটাল যুগে এসএমই খাতে টিকে থাকতে হলে শুধু উৎপাদন নয়, পুরো ব্যবসায়িক প্রক্রিয়াতেই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তা—যেমন অটোমেশন, ডাটা বিশ্লেষণ, কাস্টমার সার্ভিস, মার্কেটিং অপটিমাইজেশন ইত্যাদিতে—একটি বিপ্লব নিয়ে এসেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওবায়দুর রহমান, সচিব শিল্প মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি জনাব রশিদুল হাসান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বিআইএম। সভায় সভাপতিত্ব করেন জনাব মো. মুসফিকুর রহমান, চেয়ারপার্সন এসএমই ফাউন্ডেশন। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের তথ্য প্রযুক্তিগত কার্যক্রম বিষয়ে উপস্থাপনা করেন জনাব ফারজানা খান, উপব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন। এসএমইদের উৎপাদনশীলতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর ভূমিকা বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন ড. মো. রোকনুজ্জামান, অধ্যাপক, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SMEs) মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত ধারণা ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, যাতে তারা উৎপাদনশীলতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণে ডেটা ব্যবহার, এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারে। এতে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন খাতের এসএমই উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিনিধি, প্রযুক্তি পরামর্শক, নীতিনির্ধারক, গবেষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

লাইফস্টাইল বাংলাদেশের ইউটিউব চ্যানেল https://www.youtube.com/আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনি বেল আইকনে প্রেস করু...
16/04/2025

লাইফস্টাইল বাংলাদেশের ইউটিউব চ্যানেল
https://www.youtube.com/

আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনি বেল আইকনে প্রেস করুন। আমাদের সব ভিডিওগুলো সেখানে আপডেট করা হয়।
আপনাদের সহযোগিতা আমাদের পথ চলার অনুপ্রেরণা।

Share your videos with friends, family, and the world

Address

Dhaka
1000

Telephone

+8801700678785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lifestyle Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share