Simple

Simple Elevate your life with Simple. Embracing minimalism and pure elegance. Less clutter, more clarity.

24/08/2025

ইমারজেন্সি আজকের মধ্যেই B+ রক্তের প্রয়োজন

রোগীর সমস্যা : লিভার সিরোসিস
রক্তের পরিমাণ : ৬ ব্যাগ (২ ব্যাগ পাওয়া গেছে)
রক্তদানের তারিখ : আজ

রক্তদানের স্থান : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল
মোবাইল : 01817960234, 01676-977716

17/06/2025

বড়ুই গাছের পাতা দিয়ে “যাদু, বদনজর, হিংসার শরয়ী চিকিৎসা পদ্ধতি”

16/02/2025

পুরাই বিনোদন 🤣

#ইদুঁরমুখী

27/01/2025

শবে-মেরাজে নামাজ, রোজা বা কোনো বিশেষ আমল আছে কিনা...!

13/01/2025

আরাফাতের মাঠে দোয়া কবুলের এক আশ্চর্য ঘটনা !

06/01/2025

এটাই হয়তো কর্মফল!

"মেজর ডালিম" ২ ঘন্টা লাইভ করলো, যখন সাংবাদিক "ইলিয়াস হোসাইন" জিগ্যেস করলো "নিম্নি" ভাবি কেমন আছে?

তখন "মেজর ডালিম" বলে, "নিম্মির ক্যা'ন্সা"র ছিল, তাকে হাউজে এ'রে'"স্ট করে রাখা হয় ১৯৯৬ থেকে, এমনকি খালেদা জিয়াও তাকে পাসপোর্ট দেন নাই, ফলে ক্যা"ন্সা:রে মা রা যায়"।

এই যে "খালেদা জিয়া" পাসপোর্ট দেই নাই, "শেখ হাসিনাও" তো ১৬ বছর উনাকে পাসপোর্ট দেয় নাই! হাউজে এ'রে'"স্ট করে রাখছে।

- আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেননা৷

যারা মানুষ তারা ঠিকই কষ্ট'টা বুঝতে পারবে। একজন সঙ্গী বা একজন ভালোবাসার মানুষ হা"রা'নো কতটা কষ্টদায়ক।💔

04/01/2025

ধৈর্য ধর...! শক্ত হও। মনে রেখ, সময় সর্বদা এক অবস্থায় থাকে না।

31/12/2024

নিষেধ থাকা সত্ত্বেও চলছে তুমুল আত/শ/বাজি

22/12/2024

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম।
আমাকে এটাই দিও প্লিজ, না পেলে অভিমান করতাম।

ইদানিং শুধু বলি "যেটা ভালো মাবুদ, সেটাই করো, আত্মা প্রশমিত হোক আমার" আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেননি।

আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী নয়। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা অসম্ভব।
তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে।🤍

12/12/2024

যখন আপনি কারো উপর জুলুম করেন আর সে অভিশাপ দেয়, তখন মনে রাখবেন "মজলুমের বদদোয়া আল্লাহ কবুল করেন" [তিরমিজি ৩৫৯৮]

আর যদি সে অভিশাপ না দিয়ে নিরব থাকে, তাহলে মনে রাখবেন "যখন আল্লাহর বান্দা চুপ থাকে তখন আল্লাহ জবাব দেন"

10/12/2024

চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো, তাহলে এই দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকত না। কারণ যার আছে বেশি, সে চায় বেশি। মানুষের স্বভাবটাই যে এমন! চাহিদার কোনো শেষ নেই কিন্তু অল্পতেও যে বারাকাহ থাকতে পারে আমাদের লোভাতুর মন সেটা ভুলে গেছে। সুখের সন্ধানে আমরা নেমে পড়েছি অসুস্থ প্রতিযোগিতায় অথচ এই দুনিয়াবি আল্টিমেইট সুখের সন্ধান পাওয়া আদৌ সম্ভব নয়। আসল সুখের নিবাস তো জান্নাতে। তাই দিন শেষে পাওয়া না পাওয়ার হিসাব ছেড়ে, অল্পতে তুষ্ট থাকার মাঝেই প্রকৃত সুখ নিহিত।

~মিজানুর রহমান আজহারী (হাফি)

'অনেক আঁধার পেরিয়ে' বই থেকে
07/12/2024

'অনেক আঁধার পেরিয়ে' বই থেকে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share