Primary Career Aid

Primary Career Aid বিসিএস,ব্যাংক, প্রাইমারী এবং নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি এক জায়গায়।

22/04/2025

স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রায় ৪০ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। এ লক্ষ্যে একটি পৃথক সরকারি কর্ম কমিশন (PSC) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাকরি প্রত্যাশীদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল সুখবর!

(সূত্র: The Daily Star)

22/04/2025

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ১৬৬৫টি শূন্যপদে নিয়োগের পরীক্ষাটি আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে; সংশ্লিষ্ট প্রার্থীদের এডমিট কার্ড ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

22/04/2025

✅ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন গুছিয়ে — সঠিক পরিকল্পনায় আসুক কাঙ্ক্ষিত ফল!

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে চাইলে সবার আগে দরকার সঠিক সিলেবাস ও মানবন্টনের পূর্ণ ধারণা।
যদিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরাসরি কোনো সিলেবাস দেওয়া হয় না, তবুও বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে পরীক্ষার সম্ভাব্য টপিক নির্ধারণ করা সম্ভব। তাই সম্পূর্ণ বই না পড়ে প্রশ্নভিত্তিক অধ্যায়ন করুন—যেখান থেকে প্রশ্ন আসে, সেখানেই জোর দিন।

সময়কে ভাগ করে প্রতিদিন নিয়মিত চর্চা করুন। পুরনো প্রশ্ন, টপিকভিত্তিক অধ্যায়ন আর নিয়মিত রিভিশনই হোক আপনার প্রস্তুতির চাবিকাঠি!

---

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ - মানবন্টন

লিখিত (MCQ): ৭৫–৮০ নম্বর

মৌখিক পরীক্ষা: ১৫ নম্বর

সার্টিফিকেট যাচাই: ৫–১০ নম্বর
মোট: ১০০ নম্বর

---

১. বাংলা (২০ নম্বর)

ব্যাকরণ (১৬ নম্বর)

বর্ণ ও ধ্বনি

দ্বিরুক্ত শব্দ

সন্ধি

বাক্য শুদ্ধি ও বানান

সমাস

প্রকৃতি ও প্রত্যয়

শব্দ

বিপরীত শব্দ

সমার্থক শব্দ

এক কথায় প্রকাশ

বাগধারা

পদ প্রকারভেদ

কারক ও বিভক্তি

বাক্য প্রকারভেদ

উপসর্গ ও অনুসর্গ

কাল, যতিচিহ্ন

সাহিত্য (৪ নম্বর)

আধুনিক যুগ, রবীন্দ্রনাথ, নজরুল

পত্রিকার সম্পাদক, ছদ্মনাম, উপাধি

মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও উপন্যাস

---

২. ইংরেজি (২০ নম্বর)

Grammar (১৩/১৪ নম্বর)

Parts of Speech

Tense / Right form of verb

Fill in the blanks (Preposition সহ)

Verb, Gerund, Participle

Number, Gender

Voice

Narration

Sentence Correction

Vocabulary (৬/৭ নম্বর)

Spelling

Synonyms & Antonyms

Idioms & Phrases

One Word Substitution

Proverbs / Translation

Literature (১ নম্বর)

English Literature (সাধারণ জ্ঞান)

---

৩. গণিত (২০ নম্বর)

পাটিগণিত (১২/১৩ নম্বর)

সংখ্যা ও মৌলিক সংখ্যা

দশমিক ভগ্নাংশ

শতকরা

ল.সা.গু, গ.সা.গু

ঐকিক নিয়ম

অনুপাত ও সমানুপাত

ধারা ও অনুক্রম

বয়স ও গড়

লাভ-ক্ষতি

সরল সুদ

বীজগণিত (৫/৬ নম্বর)

মান নির্ণয়, উৎপাদক

সূচক ও লগারিদম

জ্যামিতি (৪/৫ নম্বর)

রেখা ও কোণ

ত্রিভুজ

চতুর্ভুজ ও বৃত্ত

পরিমিতি

---

৪. সাধারণ জ্ঞান + বিজ্ঞান + কম্পিউটার (১৫ নম্বর)

বাংলাদেশ বিষয়াবলি (১০ নম্বর)

ভূগোল, আয়তন, সীমানা

জনসংখ্যা, উপজাতি

ঐতিহ্য, স্থাপনা

প্রাচীন ইতিহাস, ব্রিটিশ শাসন

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ

সংবিধান ও প্রশাসনিক কাঠামো

খেলাধুলা ও পুরস্কার

অর্থনীতি, বিখ্যাত স্থান, নদ-নদী, জাতীয় দিবস

আন্তর্জাতিক (৫ নম্বর)

মহাদেশ পরিচিতি

ভৌগোলিক উপনাম, প্রণালী

আন্তর্জাতিক চুক্তি ও সংস্থা

মুদ্রা, রাজধানী, জাতিসংঘ

আন্তর্জাতিক পুরস্কার, খেলাধুলা

বিজ্ঞান ও কম্পিউটার (প্রায় ৬ নম্বর)

সাধারণ বিজ্ঞান (বিগত প্রশ্নভিত্তিক)

মৌলিক কম্পিউটার জ্ঞান

---

কোথা থেকে পড়বেন?

বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান: প্রফেসর জব সল্যুশন, MP3, অগ্রদূত, প্রফেসর গাইড

বাংলা ব্যাকরণ: মুনির চৌধুরী (৯ম–১০ম শ্রেণি)

গণিত: ষষ্ঠ–দশম শ্রেণির পাঠ্যবই

পুরনো প্রশ্নপত্র: BCS, প্রাথমিক ও অন্যান্য চাকরি পরীক্ষা

---

পোস্টটি শেয়ার করে রাখুন – পরীক্ষার আগ পর্যন্ত প্রস্তুতির দিকনির্দেশনায় কাজে লাগবে। পরবর্তীতে বিষয় ভিত্তিক আলোচনা করা হবে Primary Career Aid পেজে। পরবর্তী পোস্ট পেতে ফলো করে সাথে থাকুন।
সবার জন্য রইলো আন্তরিক শুভকামনা!

Riajul Islam Khan
Assistant Teacher
Chenchri Rampur Hat GPS
Kathalia, Jhalokathi

22/04/2025

█▒▒▒ সর্বশেষ আপডেট ▒▒▒█
প্রাথমিক শিক্ষায় আসছে বড় নিয়োগের সম্ভাবনা!

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বর্তমানে ১৮ হাজার সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ।
অন্যদিকে, ৩০ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি দীর্ঘদিন ধরে একটি মামলার কারণে আটকে আছে।

আগামী ২৩ এপ্রিল এ সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির রায় ইতিবাচক হলে, পদোন্নতির জট কাটবে বলে আশা করা যাচ্ছে।

এতে করে নতুন করে আরও ৩০ হাজার পদ শূন্য হবে, যার ফলে সামনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে।

যারা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে চান, তাদের জন্য এটা হতে পারে স্বপ্ন পূরণের সুবর্ণ সুযোগ।
তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন, কারণ সুযোগ আসলে যেন হাতছাড়া না হয়!

প্রস্তুতি বিষয়ক ধারাবাহিক পরামর্শমূলক আলোচনা পাবেন আমাদের পেজে। পেজে যুক্ত হতে ফলো করুন- Primary career aid পেজটি

Riajul Islam Khan
Assistant Teacher
Chenchri Rampur Hat GPS,
Kathalia, Jhalokathi.

বেশকিছু সার্কুলার চলতেছে।আবেদন করতে পারেন।
22/04/2025

বেশকিছু সার্কুলার চলতেছে।আবেদন করতে পারেন।

21/04/2025

প্রাইমারি নিয়োগে বড় আপডেট!
কোটার দিন শেষ, মেধার বাংলাদেশ!

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আসছে যুগান্তকারী পরিবর্তন। শিক্ষক নিয়োগ, বেতন কাঠামো এবং পদোন্নতি ব্যবস্থায় আসছে বড়সড় সংস্কার। মেধাভিত্তিক নিয়োগ ও নতুন স্কেলে বেতন কাঠামো সহ বিভিন্ন সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক বিস্তারিত:

নতুন সিদ্ধান্তসমূহ:

সহকারী শিক্ষক নিয়োগে কোটার বিলুপ্তি:
নারী, পুরুষ ও পোষ্য কোটা বাতিল করা হচ্ছে। এখন থেকে নিয়োগ হবে ৯৩% মেধা ও ৭% সংরক্ষিত কোটায়।

মুক্তিযোদ্ধা কোটা: ৫%

প্রতিবন্ধী কোটা: ১%

আদিবাসী কোটা: ১%

সহকারী শিক্ষক গ্রেড উন্নীত:

এখন থেকে সহকারী শিক্ষকগণ ১২তম গ্রেডে নিয়োগ পাবেন (পূর্বে ছিল ১৩তম গ্রেড)।

৪ বছর পূর্ণ হলে পদোন্নতি পেয়ে ১১তম গ্রেডে উন্নীত হবেন।

প্রধান শিক্ষক পদে বড় পরিবর্তন:

প্রধান শিক্ষক পদ হবে ১০তম গ্রেডে।

সহকারী শিক্ষকদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক করা হবে।

নতুন করে ৯,৫০০+ প্রধান শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে।

প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকদের মধ্য থেকেই নির্বাচিত হবেন—বাহির থেকে নিয়োগ হবে না।

আসছে আলাদা বেতন কাঠামো:
প্রাইমারি শিক্ষকদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ বেতন স্কেল, যা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করবে এবং চাকরির আকর্ষণীয়তা বাড়াবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার সময়সূচি:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে।

নিয়োগ পরীক্ষা পূর্বের মতই প্রিলিমিনারি ও মৌখিক (ভাইভা) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

নিয়োগ হবে বিভাগভিত্তিক।

পদসংখ্যা:

মোট শূন্যপদ: ১৮,০০০+

সাধারণ সহকারী শিক্ষক: ৮,০৪৩+

সঙ্গীত, চারুকলা ও শারীরিক শিক্ষা বিভাগে: ১০,০০০+ (এ সংখ্যা আরও বাড়তে পারে)

---

নোট: এই তথ্যগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অভ্যন্তরীণ সূত্র ও নির্ভরযোগ্য শিক্ষা সংক্রান্ত পেইজ থেকে সংগৃহীত।

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —  ১...
21/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো পোষ্ট পেতে আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

21/04/2025

সহকারী শিক্ষক নিয়োগে থাকছে না নারী ও পোষ্য কোটা। নিয়োগ হবে ৭% কোটায় এবং ৯৩% মেধায়। বড় নিয়োগ আসছে শীগ্রই।

অভিনন্দন Tonusry Roy শুভকামনা রইলো।
16/05/2024

অভিনন্দন Tonusry Roy শুভকামনা রইলো।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবার জন্য শুভকামনা রইলো।
05/12/2023

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবার জন্য শুভকামনা রইলো।

06/07/2023

আগামী মঙ্গলবার, ১১ জুলাই ইংরেজি সাব্জেক্ট টেস্ট।

03/07/2023

আগামী ৫ তারিখ, বুধবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

Address

Dhaka

Telephone

+8801324202039

Website

Alerts

Be the first to know and let us send you an email when Primary Career Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Primary Career Aid:

Share