22/04/2025
✅ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন গুছিয়ে — সঠিক পরিকল্পনায় আসুক কাঙ্ক্ষিত ফল!
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হতে চাইলে সবার আগে দরকার সঠিক সিলেবাস ও মানবন্টনের পূর্ণ ধারণা।
যদিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরাসরি কোনো সিলেবাস দেওয়া হয় না, তবুও বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে পরীক্ষার সম্ভাব্য টপিক নির্ধারণ করা সম্ভব। তাই সম্পূর্ণ বই না পড়ে প্রশ্নভিত্তিক অধ্যায়ন করুন—যেখান থেকে প্রশ্ন আসে, সেখানেই জোর দিন।
সময়কে ভাগ করে প্রতিদিন নিয়মিত চর্চা করুন। পুরনো প্রশ্ন, টপিকভিত্তিক অধ্যায়ন আর নিয়মিত রিভিশনই হোক আপনার প্রস্তুতির চাবিকাঠি!
---
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ - মানবন্টন
লিখিত (MCQ): ৭৫–৮০ নম্বর
মৌখিক পরীক্ষা: ১৫ নম্বর
সার্টিফিকেট যাচাই: ৫–১০ নম্বর
মোট: ১০০ নম্বর
---
১. বাংলা (২০ নম্বর)
ব্যাকরণ (১৬ নম্বর)
বর্ণ ও ধ্বনি
দ্বিরুক্ত শব্দ
সন্ধি
বাক্য শুদ্ধি ও বানান
সমাস
প্রকৃতি ও প্রত্যয়
শব্দ
বিপরীত শব্দ
সমার্থক শব্দ
এক কথায় প্রকাশ
বাগধারা
পদ প্রকারভেদ
কারক ও বিভক্তি
বাক্য প্রকারভেদ
উপসর্গ ও অনুসর্গ
কাল, যতিচিহ্ন
সাহিত্য (৪ নম্বর)
আধুনিক যুগ, রবীন্দ্রনাথ, নজরুল
পত্রিকার সম্পাদক, ছদ্মনাম, উপাধি
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ও উপন্যাস
---
২. ইংরেজি (২০ নম্বর)
Grammar (১৩/১৪ নম্বর)
Parts of Speech
Tense / Right form of verb
Fill in the blanks (Preposition সহ)
Verb, Gerund, Participle
Number, Gender
Voice
Narration
Sentence Correction
Vocabulary (৬/৭ নম্বর)
Spelling
Synonyms & Antonyms
Idioms & Phrases
One Word Substitution
Proverbs / Translation
Literature (১ নম্বর)
English Literature (সাধারণ জ্ঞান)
---
৩. গণিত (২০ নম্বর)
পাটিগণিত (১২/১৩ নম্বর)
সংখ্যা ও মৌলিক সংখ্যা
দশমিক ভগ্নাংশ
শতকরা
ল.সা.গু, গ.সা.গু
ঐকিক নিয়ম
অনুপাত ও সমানুপাত
ধারা ও অনুক্রম
বয়স ও গড়
লাভ-ক্ষতি
সরল সুদ
বীজগণিত (৫/৬ নম্বর)
মান নির্ণয়, উৎপাদক
সূচক ও লগারিদম
জ্যামিতি (৪/৫ নম্বর)
রেখা ও কোণ
ত্রিভুজ
চতুর্ভুজ ও বৃত্ত
পরিমিতি
---
৪. সাধারণ জ্ঞান + বিজ্ঞান + কম্পিউটার (১৫ নম্বর)
বাংলাদেশ বিষয়াবলি (১০ নম্বর)
ভূগোল, আয়তন, সীমানা
জনসংখ্যা, উপজাতি
ঐতিহ্য, স্থাপনা
প্রাচীন ইতিহাস, ব্রিটিশ শাসন
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
সংবিধান ও প্রশাসনিক কাঠামো
খেলাধুলা ও পুরস্কার
অর্থনীতি, বিখ্যাত স্থান, নদ-নদী, জাতীয় দিবস
আন্তর্জাতিক (৫ নম্বর)
মহাদেশ পরিচিতি
ভৌগোলিক উপনাম, প্রণালী
আন্তর্জাতিক চুক্তি ও সংস্থা
মুদ্রা, রাজধানী, জাতিসংঘ
আন্তর্জাতিক পুরস্কার, খেলাধুলা
বিজ্ঞান ও কম্পিউটার (প্রায় ৬ নম্বর)
সাধারণ বিজ্ঞান (বিগত প্রশ্নভিত্তিক)
মৌলিক কম্পিউটার জ্ঞান
---
কোথা থেকে পড়বেন?
বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান: প্রফেসর জব সল্যুশন, MP3, অগ্রদূত, প্রফেসর গাইড
বাংলা ব্যাকরণ: মুনির চৌধুরী (৯ম–১০ম শ্রেণি)
গণিত: ষষ্ঠ–দশম শ্রেণির পাঠ্যবই
পুরনো প্রশ্নপত্র: BCS, প্রাথমিক ও অন্যান্য চাকরি পরীক্ষা
---
পোস্টটি শেয়ার করে রাখুন – পরীক্ষার আগ পর্যন্ত প্রস্তুতির দিকনির্দেশনায় কাজে লাগবে। পরবর্তীতে বিষয় ভিত্তিক আলোচনা করা হবে Primary Career Aid পেজে। পরবর্তী পোস্ট পেতে ফলো করে সাথে থাকুন।
সবার জন্য রইলো আন্তরিক শুভকামনা!
Riajul Islam Khan
Assistant Teacher
Chenchri Rampur Hat GPS
Kathalia, Jhalokathi