Jahed Sohag

Jahed Sohag শব্দ প্রেমিক

গভীর রাত। আকাশ নত—নিয়তির শিলালিপি রচিত হচ্ছে।আজ ক্ষমার রাত, ভাগ্যের চূড়ান্ত পরিণতি নির্ধারিত হওয়ার সময়।কেউ হারিয়ে যাবে ব...
27/03/2025

গভীর রাত। আকাশ নত—নিয়তির শিলালিপি রচিত হচ্ছে।
আজ ক্ষমার রাত, ভাগ্যের চূড়ান্ত পরিণতি নির্ধারিত হওয়ার সময়।
কেউ হারিয়ে যাবে বিস্মৃতির অন্ধকারে, কেউ জ্বলবে নসিবের দীপ্তিতে।
আমি হাত তুলেছি—সময়ের সীমানা ডিঙিয়ে, অনন্তের দরজায়।
তোমার জন্য, আমার জন্য, এবং সেই অদৃশ্য কলমের জন্য, যা আজ লিখে দেবে আমাদের ভবিতব্য।

📌Goriber CAFE

29/10/2024

আজ হঠাৎ মনে হলো তার সাথে দেখা হবে, যেন সবকিছুই প্রস্তুত, শুধু তার দেখা পাওয়াটাই বাকি। পথ চলতে চলতে বারবার মনে হলো, এই তো সামনে দাঁড়িয়ে আছে, হাসিমুখে তাকিয়ে আছে। কিন্তু না, দেখা হলো না আজও। হয়তো সময় হয়নি, হয়তো দূরত্বেরই খেলা। তবুও দেখা হওয়ার আশা বুকের কোণায় রয়ে গেল, পরের কোনো দিন আবার এমনই হঠাৎ দেখা হবে—এই আশায় দিন কাটছে।

প্রিয় মানুষ কখনো সম্পূর্ণমানসিক শান্তি দিতে পারে না।  একমাত্র পরিপূর্ণ মানসিক শান্তি  আল্লাহ তা’আলা প্রদান করতে পারেন।  ...
28/09/2024

প্রিয় মানুষ কখনো সম্পূর্ণ
মানসিক শান্তি দিতে পারে না।
একমাত্র পরিপূর্ণ মানসিক শান্তি
আল্লাহ তা’আলা প্রদান করতে পারেন।

___❐ মাহবুব সরদার সবুজ

21/09/2024

ছোট্ট একটা হাদিস । 🥰

⚫রাসূল ﷺ কে একবার আবু জাহেল বলেছিল, ‘মুহাম্মদ তুমি বড়ই কুৎসিত।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

⚫হযরত ওমর (রা.) প্রতিবাদ করে বললেন, ‘আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর।’ রাসূল ﷺ বললেন, ‘তুমি ঠিক বলেছো।’

⚫হযরত আবু বকর (রা.) বললেন, ‘রাসূল ﷺ , আপনি দুজনকেই বললেন ঠিক বলেছো - এর অর্থ কি?’

⚫রাসূল ﷺ বললেন ‘মানুষ যখন কিছু দেখে, তখন তার মধ্যে সে নিজেকেই দেখতে পায়!’ অর্থ্যাৎ সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে! যে নিজে যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়!

সুবহানআল্লাহ!❤️❤️**

আমি ভেবেছিলাম—বাস্তবতা হয়তো নি'ষ্ঠু'র ও ভীতিকর।কিন্তু আসলে আমি ভুল ছিলাম,বাস্তবতা নয়, ভয়ানক হলো মানুষই।___❐ মাহবুব সরদার...
19/09/2024

আমি ভেবেছিলাম—
বাস্তবতা হয়তো নি'ষ্ঠু'র ও ভীতিকর।
কিন্তু আসলে আমি ভুল ছিলাম,
বাস্তবতা নয়, ভয়ানক হলো মানুষই।

___❐ মাহবুব সরদার সবুজ

কাউকে বারবার বোঝানোর পরেওসে যদি না বোঝে।তবে আপনার বোঝা উচিৎ বো'কা সে নয় বরং বো'কা আপনি।___অনামিকা সুলতানা
19/09/2024

কাউকে বারবার বোঝানোর পরেও
সে যদি না বোঝে।
তবে আপনার বোঝা উচিৎ বো'কা সে নয়
বরং বো'কা আপনি।

___অনামিকা সুলতানা

“কাউকে তৈলমর্দন করে জীবন অতিবাহিত করার নাম জীবন নয়।জীবন মানে নিজের কর্মদক্ষতা কাজে লাগিয়েসবার মাঝে নিজের অস্তিত্ব প্রমাণ...
19/09/2024

“কাউকে তৈলমর্দন করে
জীবন অতিবাহিত করার নাম জীবন নয়।
জীবন মানে নিজের কর্মদক্ষতা কাজে লাগিয়ে
সবার মাঝে নিজের অস্তিত্ব প্রমাণ করা।”

___❐ মাহবুব সরদার সবুজ

' মুঠো মুঠো রোদ্দুর ' বই থেকে
18/09/2024

' মুঠো মুঠো রোদ্দুর ' বই থেকে

মাঝে মাঝে ফজরের আলো ফুইটার আগেই চিন্তায় ডুইবা যাই। নিজেরে জিগাই, “তোরও কি কখনো ইচ্ছে করে?” তুই কি কখনো আমার মনের দরজায় ন...
18/09/2024

মাঝে মাঝে ফজরের আলো ফুইটার আগেই চিন্তায় ডুইবা যাই। নিজেরে জিগাই, “তোরও কি কখনো ইচ্ছে করে?” তুই কি কখনো আমার মনের দরজায় নক করতে চাস? তোর কি ইচ্ছে করে না, আমার সঙ্গে একটু অনুভূতি শেয়ার করতে?

___❐ মাহবুব সরদার সবুজ

চা হলো জীবনের সেই অমৃত যা মানুষের জীবনীশক্তি ,মানুষকে বেঁচে থাকার প্রেরণা জোগায়।
17/09/2024

চা হলো জীবনের সেই অমৃত যা মানুষের জীবনীশক্তি ,মানুষকে বেঁচে থাকার প্রেরণা জোগায়।

জীবনটা হলো এক কাপ চায়ের মতো! এটা তেমনই স্বাদ দেবে, যেমনটা আপনি বানাবেন।🧡🧡
16/09/2024

জীবনটা হলো এক কাপ চায়ের মতো! এটা তেমনই স্বাদ দেবে, যেমনটা আপনি বানাবেন।🧡🧡

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahed Sohag posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share