তথ্যবিন্দু ইনসাইট

তথ্যবিন্দু ইনসাইট TotthoBindu Insight,
Infography
BioGraphy
Technology
Tutorials Daily Update Page, News
https://www.facebook.com/pg/samosamoyek
(1)

03/01/2026

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

#তথ্যবিন্দু_ইনসাইট আজ এক যুগের বেশি ফেইসবুকে
#তথ্যবিন্দু #১২বছর #১যুগ #সেলিব্রেশন #আড্ডা

🚨 NEIR এর ওয়েবসাইটে বিশাল ইস্যু। Post: Oritro Ahmed vaiNEIR এর ওয়েবসাইট আজকে লাইভে গেছে, যেখানে কেউ নিজের NID ব্যবহার কর...
03/01/2026

🚨 NEIR এর ওয়েবসাইটে বিশাল ইস্যু।
Post: Oritro Ahmed vai

NEIR এর ওয়েবসাইট আজকে লাইভে গেছে, যেখানে কেউ নিজের NID ব্যবহার করে একাউন্ট খুলে চেক করতে পারবে তার নামে কি কি ডিভাইস ( IMEI ) ধরে রেজিস্টার করা আছে।

সমস্যা হলো, এই সিস্টেমটা কে বানিয়েছে আমার জানান নেই, তারা যে সিকিউরিটি সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে না, সেটার প্রমাণ স্ক্রিনশটে দিচ্ছি।

নিজের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, আমি একটা এন আইডি দিয়ে রিকোয়েস্ট করেছি। রেস্পন্সেবল ডিসক্লোজারের সার্থে আমি অনেক ইনফরমেশন এখানে ঢেকে দিয়েছি, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, API, JWT সম্পর্কে ধারনা রাখেন, তারা বুঝে যাবেন এখানে কি ঘটছে।

এখানে যে এন আইডি টা রয়েছে, এটা সম্পূর্ন র‍্যান্ডম। আমার নিজের এন আইডি না এটা, আমার এন আই ডি তে ১৩ সংখ্যাটা নেই। এটা দিয়ে রিকোয়েস্ট পাঠানোর পরে, এই ব্যাক্তির নামে রেজিস্টার করা সমস্ত ডিভাইস এর IMEI নম্বর আমি পেয়ে গেছি। শুধু তাই না, এর মধ্যে একটাতে তার ফোন নম্বর MSISDN হিসাবে যুক্ত ছিল। সেগুলো আমি বেশিরভাগটাই ঢেকে দিয়েছি তার ব্যাক্তিগত নিরাপত্তার স্বার্থে।

আমি প্রফেশনাল সাইবার সিকিউরিটি এক্সাপার্ট না, নিজের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অভিজ্ঞতা আর শখের বসে চেক করতে গিয়ে দেখি পুরো API ওপেন। আরও শকিং জিনিস হলো কোন রেট লিমিট নেই, কেউ চাইলেই একগাদা রিকোয়েস্ট পাঠিয়ে মানুষের তথ্য হাতিয়ে নিতে পারে। আমি যতটা সম্ভব হিন্ট দিয়ে আসল তথ্য গোপন রেখে এটা প্রকাশ করছি যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পরে।

প্রশ্ন হল, ফেসবুকে কেন দিচ্ছি? কারণ তাদের ওয়েবসাইটে যোগাযোগ করার কোন রাস্তা নেই। সমস্যা হলে সেটা রিপোর্ট করার জন্য একটা লিংক দিয়েছে, সেখানে ( 192.168 ) সিরিজের আইপির লিংক দিয়ে রেখেছে, যেটা লোকাল নেটওয়ার্কের আইপি। মানে, যে এটা ডেভেলপ করেছে, তার একটা ব্লগ বানানোর যোগ্যতা নাই, দেশের একগাদা সেনসিটিভ ডাটা নিয়ে কাজ করছে এই ডেভেলপার।

যদি কোন দ্বায়িত্ববান ব্যাক্তি এটা যথা যথ কর্তৃপক্ষের নজরে আনতে পারেন, দেশেরই উপকার হবে। আমাকে নক দিলে আমি বাকি ডিটেইলস তথ্য দিয়ে সাহায্য করবো।



BTRC

এই ভাবে পেনিক স্প্রেড করলে, ভুমিকম্প পরে হবে, মানুষ আগেই ভয়ে নাই হয়ে যাবে।এইগুলা বন্ধ করা উচিৎ। টেকটোনিক প্লেট কোনো কাচ ...
23/11/2025

এই ভাবে পেনিক স্প্রেড করলে, ভুমিকম্প পরে হবে, মানুষ আগেই ভয়ে নাই হয়ে যাবে।এইগুলা বন্ধ করা উচিৎ। টেকটোনিক প্লেট কোনো কাচ না যে হঠাৎ “ক্র্যাক” করবে। এগুলো বছরে 2–5 সেন্টিমিটার করে মুভ করে। এই প্রসেসটা মিলিয়ন বছর ধরে স্লো ভাবে চলে।হঠাৎ ভেঙে যাবে এইগুলা হচ্ছে বাজে কথা। কোনো অফিসিয়াল সতর্কতা নাই
যদি সত্যিই বড় কিছু হওয়ার চান্স থাকতো, তখন: USGS (US Geological Survey)

Indian Meteorological Dept

Regional Seismic Centers

এইগুলো এলার্ট দিতো। এই নিউজগুলোতে সাধারণত: একটা পুরনো ম্যাপ, লাল দাগ আঁকা , “ডুমসডে” টাইপ টেক্সট
এগুলো সায়েন্স না, থাম্বনেইল ইঞ্জিনিয়ারিং । এইসব ক্লিক বেইট নিউজ বন্ধ করুন।

বাবার সৃতি..... #বাবারভালবাসা
13/11/2025

বাবার সৃতি.....
#বাবারভালবাসা

শুভ সকাল বাংলাদেশ
08/11/2025

শুভ সকাল বাংলাদেশ

Best of luck
01/11/2025

Best of luck

কিছু দেশের আজব তথ্যঃ এই দেশে স্ত্রী বহন প্রতিযোগিতা হয়। জয়ী দম্পতি পায় স্ত্রীর ওজনের সমান বিয়ার😁!ফিনল্যান্ড, সরকারের অনু...
01/11/2025

কিছু দেশের আজব তথ্যঃ
এই দেশে স্ত্রী বহন প্রতিযোগিতা হয়। জয়ী দম্পতি পায় স্ত্রীর ওজনের সমান বিয়ার😁!
ফিনল্যান্ড,

সরকারের অনুমোদন ছাড়া শিশুর নাম রাখা যায় না।
ডেনমার্ক,

৫০০ টিরও বেশি ভাষা আছে।
নাইজেরিয়া,

গাড়ি নোংরা থাকলে পুলিশ জরিমানা করে
রাশিয়া,

আরো জানতে পেজটা ফলো করুন।

#ফিনল্যান্ড #ডেনমার্ক #নাইজেরিয়া #রাশিয়া

ব্যারিংপ্যাড খুলে দুর্ঘটনায় নি/হত আজাদের স্ত্রী মেট্রোরেলে চাকুরী পাচ্ছেন।  #মেট্রোরেল  #নিহত  #আজাদ
31/10/2025

ব্যারিংপ্যাড খুলে দুর্ঘটনায় নি/হত আজাদের স্ত্রী মেট্রোরেলে চাকুরী পাচ্ছেন।

#মেট্রোরেল #নিহত #আজাদ

দেশের প্রকৃত শহীদ এরাই। #সেলুট
31/10/2025

দেশের প্রকৃত শহীদ এরাই।
#সেলুট

🇧🇩 বাংলাদেশ হোয়াইট ওয়াস হয়ে গেল। ফ্রি থাকলে মন ভরে কিছু  #গালি দিয়ে যান।   VS
31/10/2025

🇧🇩 বাংলাদেশ হোয়াইট ওয়াস হয়ে গেল।

ফ্রি থাকলে মন ভরে কিছু #গালি দিয়ে যান।

VS

আগামীকাল ৩১ অক্টোবর ২০২৫ থেকে নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯৬ টাকা।...
30/10/2025

আগামীকাল ৩১ অক্টোবর ২০২৫ থেকে নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গণভোট কি নির্বাচনের আগেই চান? সংবিধান পরিবর্তন করতে চাই জুলাই সনদ দিয়ে।আপনি কি তার পক্ষে #হ্যা  #না
30/10/2025

গণভোট কি নির্বাচনের আগেই চান?

সংবিধান পরিবর্তন করতে চাই জুলাই সনদ দিয়ে।

আপনি কি তার পক্ষে
#হ্যা #না

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when তথ্যবিন্দু ইনসাইট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তথ্যবিন্দু ইনসাইট:

Share