Fly World International

Fly World International Hello Everyone ``

This Is Official Page Fly World International. Please Follow Here For More Update ❤️

18/10/2025

😭😭😭

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আ'গু'ন, কয়েকশ কোটি টাকার পণ্য পু'ড়ে যাওয়ার আ'শঙ্কা
18/10/2025

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আ'গু'ন, কয়েকশ কোটি টাকার পণ্য পু'ড়ে যাওয়ার আ'শঙ্কা

18/10/2025

জরুরী ঘোষণা

শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় বিশেষ করে কিছু ফ্লাইট শিডিউল পরিবর্তন হয়েছে। সকল যাত্রীদের কে অনুরোধ করবেন এয়ারপোর্টে অবস্থান করতে এবং এয়ারলাইন্স থেকে সঠিক শিডিউল সবাই‌ নিজ দায়িত্বে জেনে নিবে। কোন কারনেই এয়ারপোর্ট ত্যাগ করবে না, স্বাভাবিক হলে নিয়ম অনুযায়ী ফ্লাইট পরিচালনা শুরু হবে এবং দয়া করে সকল সম্মানিত প্যাসেঞ্জারকে অবহিত করবেন। সকলকে ধন্যবাদ

14/10/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

04/10/2025

ওমরাহর নিয়মে ব্যাপক পরিবর্তন, মানতে হবে যে ১০ বিষয়

03/10/2025
⚠️ URGENT  ⚠️We are facing problems with Gov’t authority every day. Please ensure every delivered ticket clearly mention...
02/10/2025

⚠️ URGENT ⚠️

We are facing problems with Gov’t authority every day. Please ensure every delivered ticket clearly mentions:
✔️ Fare
✔️ Agent Name
✔️ Agent Contact No.

Otherwise, passengers may be denied boarding at the check-in counter.

From Us Bangla.

01/10/2025

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি.

এয়ারপোর্ট সার্ভিসেস বিভাগ

স্মারক নং: ৩০.৩৩.০০০০.০২১.০৫.০০০.২৫/৩৯৪

তারিখ: ২৯-০৯-২০২৫ খ্রি.

সকল স্টেশন ম্যানেজার,

সকল কন্ট্রোলার,

কাউন্টার সুপারভাইজার এবং চেক-ইন স্টাফ।

বিজ্ঞপ্তি

বিষয়ঃ প্রতিটি টিকিটে মূল্য উল্লেখ প্রসঙ্গে।

MOCAT এর সদয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি চেক-ইন স্টাফ এবং সুপারভাইজার বোর্ডিং পাস ইস্যুর পূর্বে সংশ্লিষ্ট প্রতিটি টিকিটে মূল্য উল্লেখ আছে কি না তা যথাযথভাবে পর্যবেক্ষণ/যাচাই করবেন। টিকেটে মূল্য নির্ধারণ/উল্লেখ না থাকলে উক্ত এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার গন্তব্য ও টিকেট নাম্বার উল্লেখ পূর্বক একটি রিপোর্ট তৈরি করবেন।

পরবর্তীতে, স্টেশন ম্যানেজার উক্ত রিপোর্ট লগবুকে লিপিবদ্ধ করবেন এবং তদানুযায়ী জিএম এয়ারপোর্ট সার্ভিসেসকে অবহিত করবেন।

উক্ত নির্দেশনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত সকল এয়ারলাইন্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোঃ মনিরুল ইসলাম

২৯/৯/২০২৫

মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিসেস

অনুলিপি:

০১। পরিচালক গ্রাহক সেবা;

০২। উপ-মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিসেস/গ্রাউন্ড হ্যান্ডলিং:

০৩। সহঃ ব্যবস্থাপক প্রশাসন, এয়ারপোর্ট সার্ভিসেস

ট্যাক্স ছাড়া ১৯ ধরনের যেসব পণ্য আনা যাবে বিদেশ থেকে  জেনে নিন এবং নিজের টাইমলাইনে রেখে দিন বর্তমানে ১২ বছর বা তার বেশি ব...
29/09/2025

ট্যাক্স ছাড়া ১৯ ধরনের যেসব পণ্য আনা যাবে বিদেশ থেকে

জেনে নিন এবং নিজের টাইমলাইনে রেখে দিন

বর্তমানে ১২ বছর বা তার বেশি বয়সী যাত্রী ৬৫ কেজি এবং ১২ বছরের নিচে যাত্রীরা ৪০ কেজি ওজন পর্যন্ত ব্যাগেজ ট্যাক্স ফ্রি আনতে পারবেন।

ট্যাক্স ছাড়া আনা যাবে যেসব পণ্য (১৯ ধরনের):
১) সর্বোচ্চ ২টি MTE ব্যবহৃত ও ১টি নতুন মোবাইল
২) ২৯ ইঞ্চি পর্যন্ত টিভি
৩) ল্যাপটপ
৪) ডেস্কটপ
৫) প্রিন্টার
৬) স্ক্যানার
৭) ভিডিও/ডিজিটাল ক্যামেরা
৮) মাইক্রোওয়েভ
৯) রাইস কুকার
১০) প্রেসার কুকার
১১) গ্যাস ওভেন
১২) ব্লেন্ডার
১৩) কফি মেকার
১৪) সেলাই মেশিন
১৫) টেবিল ফ্যান, খেলাধুলার সামগ্রী
১৬) এক কার্টন সিগারেট
১৭)সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না (বছরে একবার)
১৮) মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
১৯) ১৫ বর্গমিটার আয়তনের কার্পেট

ট্যাক্স দিয়ে আনা যাবে যেসব পণ্য (১১ ধরনের):
• ১১৭ গ্রাম পর্যন্ত সোনার বার (প্রতি ভরিতে শুল্ক ৫০০০ টাকা, বছরে একবার)
• ২৩৪ গ্রাম রৌপ্যবার
• ৩০ ইঞ্চির বেশি টিভি, হোম থিয়েটার
• রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, ডিপ ফ্রিজ
• ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
• ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, ক্লথ ড্রায়ার

এবার থেকে বছরে একবার একটি নতুন মোবাইল এবং সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনার সীমা নির্ধারণ করা হয়েছে।

28/09/2025

*২০২৬ সালের হজ প্যাকেজে যা যা থাকছে*

সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের চতুর্থ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। প্রতিবছর আমাদের দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম ভাই-বোনেরা হজ পালন করে থাকেন। সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী দেশের তালিকায় আমাদের অবস্থান চতুর্থ। গতবছরও আমাদের দেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালন করেছেন। সামগ্রিক বিবেচনায় এদেশের ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে যারা হজ পালনের জন্য নিয়্যত করেছেন তাদের মধ্যে হজ প্যাকেজ নিয়ে বিশেষ আগ্রহ ও কৌতূহল রয়েছে। আজ আমরা ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণার সেই মাহেন্দ্রক্ষণে এসে উপনীত হয়েছি।

বক্তব্যে তিনি বলেন, হজ দ্বি-রাষ্ট্রিক কার্যক্রম। রাজকীয় সৌদি সরকার ও হজযাত্রী প্রেরণকারী দেশসমূহের ব্যবস্থাপনায় হজ কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। তবে নীতি-নির্ধারণী বিষয়গুলোতে সৌদি সরকারের ভূমিকাই মুখ্য। হজের রোডম্যাপ ঘোষণা, সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয় নির্ধারণ প্রভৃতি বিষয় সৌদি সরকারের এখতিয়ারধীন। ২০২৬ সনের হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতের খরচ বৃদ্ধি/হ্রাস করা হলে সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস পাবে। প্যাকেজ মূল্য বৃদ্ধি পেলে হজযাত্রীদেরকে তা পরিশোধ করতে হবে। প্যাকেজ মূল্য হ্রাস পেলে উদ্বৃত্ত টাকা ফেরত প্রদান করা হবে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, আমরা ২০২৫ সনের হজে সরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দিয়েছি।

তিনি আরও বলেন, _হজ প্যাকেজে সৌদি আরব পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে-_

• মক্কা-মদিনায় বাড়ি/হোটেল ভাড়া,
• পরিবহন ব্যয়,
• জমজম পানি,
• মিনা-আরাফায় সার্ভিস চার্জ,
• ভিসা ফিস,
• স্বাস্থ্যবীমা,
• ইলেক্ট্রনিক্স ফিস,
• গ্রাউন্ড সার্ভিস ফিস,
• মিনার তাঁবু ভাড়া/ক্যাম্প ফিস,
• লাগেজ পরিবহন ব্যয় ও
• দমে শোকর খরচ।

_বাংলাদেশ পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে-_

• বিমান ভাড়া
• হজযাত্রীদের কল্যাণ তহবিল
• প্রশিক্ষণ ফি
• হজ গাইড
• অন্যান্য সার্ভিস
সৌদি আরব ও বাংলাদেশ পর্বের এই সকল ব্যয় যোগ করেই আমরা প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি।


ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আসন্ন ২০২৬ সনের হজে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণের বিষয়ে আমরা সর্বোচ্চ
মনোযোগ দেয়ার চেষ্টা করেছি। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে আমরা কয়েক দফা মতবিনিময় করেছি। আমি নিজে চারবার বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক মতবিনিময় করেছি এবং বহুবার অনানুষ্ঠানিক আলোচনা ও কথাবার্তা বলেছি।

বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়ে বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছেন। গতবছর বিমান ভাড়া ছিলো এক লক্ষ ৬৭ হাজার ৮২০ টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ৫৪ হাজার ৮৩০ টাকা অর্থাৎ এবছর হজযাত্রী প্রতি বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমেছে। এছাড়া, বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরো কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মর্মে আমাদেরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, এখানে বলে রাখা প্রয়োজন, এবছর যে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে গতবছরের ন্যায় বাংলাদেশ পর্বের ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি, এগুলো গতবছর অব্যাহতি দেয়া হয়েছিল। এবছরও আমরা বাংলাদেশ পর্বের ভ্যাট ও ট্যাক্সকে হজযাত্রীদের বিমান ভাড়া বহির্ভূত রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ করেছি।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ২০২৬ সনের হজে সৌদি সরকার স্বাস্থ্য বীমার পরিমাণ বৃদ্ধি করেছে ১৩০ সৌদি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২৭০ টাকা। মিনা ও আরাফায় তাঁবু ভাড়া ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নুসুক মাসার প্লাটফর্মে 'দমে শোকর' বাবদ ৭২০ সৌদি রিয়াল তথা ২৩ হাজার ৬৫২ টাকা জমাদান বাধ্যতামূলক করা হয়েছে। এবছর প্রথমবারের মতো দমে শোকর বাবদ টাকা হজ প্যাকেজে অন্তর্ভুক্ত করে প্যাকেজ ঘোষণা করা হচ্ছে।

এছাড়া, এবছর সৌদি রিয়ালের বিনিময় হারও বেড়েছে, গতবছর সৌদি রিয়াল ছিলো ৩২.৫০ টাকা, এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে ৩২.৮৫ টাকা। এবছর সরকারি মাধ্যমে একটি হজ প্যাকেজ-১ (বিশেষ), 'হজ প্যাকেজ-২' ও 'হজ প্যাকেজ-৩' শিরোনামে মোট তিনটি হজ প্যাকেজ নির্ধারণ করেছি।

*হজ প্যাকেজ-১ (বিশেষ):*

এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজীদের আবাসন সুবিধা দেযা হবে। এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৫ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি+ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লক্ষ ৯০ হাজার ৫৯৭ টাকা।

*হজ প্যাকেজ-২:*

এটি হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিরঙ্গণ থেকে ১.২ কিলোমিটার হতে ১.৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজীদের আবাসন সুবিধা দেযা হবে। এটাচড বাথরুমসহ একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লক্ষ ৫৮ হাজার ৮৮১ টাকা। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো- হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ এ নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় ২ ও ৩ সিটের রুম আপগেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। হজযাত্রীদের সৌদি আরব অবস্থানকাল হবে সাধারণত ৩৫-৪৭ দিন। তবে শর্ট প্যাকেজে সৗদি আরবে অবস্থান কাল হবে ২২-৩০ দিন।

*হজ প্যাকেজ-৩:*

এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে। একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ডি ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের বন্দোবস্ত থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এই প্যাকেজটি সরকারি মাধ্যমে হজযাত্রীদের জন্য নতুন সংযোজন। এর আগে কখনও সরকারি মাধ্যমের হাজীদেরকে আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি। তবে সর্বোচ্চ হজযাত্রী প্রেরণকারী তিনটি দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার হজযাত্রীদেরকে বহুবছর ধরে আজিজিয়া এলাকাতেই রাখা হয়।

তিনি আরও বলেন, এছাড়া, আমাদের দেশের হজযাত্রীদেরকে দীর্ঘবছর যাবৎ যে এলাকায় রাখা হতো এই এলাকার হোটেল বা বাড়িগুলো সৌদি সরকার ভেঙে ফেলেছে। এ কারণে আগামীতে আমাদের দেশের হজযাত্রীদেরকে আজিজিয়া এলাকায়ই রাখতে হবে। হজ এজেন্সিসমূহের জন্য 'বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ' শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ১৮৫ টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই
প্যাকেজটি গ্রহণ করে এজেন্সিসমূহ অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে।

তিনি যুক্ত করেন, প্রত্যেক হজযাত্রীর খাবার বাবদ প্রতিদিন ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল ব্যয় হতে পারে। এ হিসাব অনুসারে খাবারের জন্য প্রয়োজনীয় টাকা হজযাত্রীদেরকে সঙ্গে নিতে হবে এবং নিজ দায়িত্বে খাবার ক্রয় করতে হবে।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সনের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আসন্ন ২০২৬ সনে আমাদের দেশ হতে সম্ভাব্য ১২৭,১৯৮ জন হজ পালন করতে পারবেন। ২৭ জুলাই ২০২৫ খ্রি. হতে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে এবং সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে ১২ অক্টোবর ২০২৫ খ্রি. হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। ১২ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি ২০২৬ সনের হজে গমন করতে পারবেন।

তিন লক্ষ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্যাকেজমূল্যের সমুদয় অর্থ আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে। ৯ নভেম্বর ২০২৫ খ্রি, হজচুক্তি সম্পাদিত হবে। ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে বাড়িভাড়া ও পরিবহন চুক্তি সম্পাদন করতে হবে। ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. হতে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে। ১৮ এপ্রিল ২০২৬ খ্রি. হতে হজ ফ্লাইট শুরু হবে।

ধর্ম উপদেষ্টা হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে এদেশের গণমাধ্যমসমূহ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান।

উমরাহ ভিসা সংক্রান্ত নতুন বার্তাবাংলাদেশী নাগরিকদের জন্য অনলাইন ভিত্তিক উমরা ভিসা প্রদান করার আইডি আজকে থেকে বন্ধ হয়ে গে...
23/09/2025

উমরাহ ভিসা সংক্রান্ত নতুন বার্তা

বাংলাদেশী নাগরিকদের জন্য অনলাইন ভিত্তিক উমরা ভিসা প্রদান করার আইডি আজকে থেকে বন্ধ হয়ে গেছে। এখন থেকে শুধুমাত্র বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধ উমরাহ লাইসেন্স এর মাধ্যমে ই উমরাহ ভিসার সকল কার্যক্রম পরিচালনা করা যাবে। সৌদি উমরাহ কোম্পানির সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করে নতুন মূল্য নির্ধারণ হওয়ার পর ই পরবর্তী ভিসা প্রসেসিং কার্যক্রম শুরু হবে। পাসপোর্ট গ্রহন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।

Address

49/1 Nayapaltan, 2nd Floor, South Side Of Paltan Thana, Dhaka-1000, Bangladesh.
Dhaka

Telephone

01911809789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly World International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fly World International:

Share