
05/08/2025
আলহামদুলিল্লাহ গতকাল সোমবার ০৪.০৮.২৫ তারিখ, আমার পাখির ৩য় ডেলিভারি সম্পন্ন করলাম, কটিয়াদি, কিশোরগঞ্জ। Tanha Islam আপু নিয়েছেন। আশা করি এই আপুর কাছে আমার শখের পাখির বাচ্চা গুলো ভালো থাকবে। আপনারা অনেকই পাখির জন্য আমাকে নক দিয়ে ছিলেন। সকলের মধ্যে তার পাখির প্রতি বেশি টান দেখেছি, তাই তাকেই পাখি দিলাম। আর ৪টা পাখি থাকার কারনে সকলকে তো দিতে পারি নি। সে জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।
ধন্যবাদ সবাইকে
এতে বেশি সারা দেয়ার জন্য