
16/07/2025
এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী গাছে। একেকটি গাছে ২০০০ থেকে ৬০০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। এর ডালপালা গুলো শিকড়ের মতো দেখতে হয় তাই স্থানীয় ভাষায় একে উলটো গাছ বলেও ডাকা হয়। এই গাছ গুলোর উচ্চতা হয় ৮২ ফুট পর্যন্ত আর এর গোড়ার দিকে ব্যস হয় ৩৩-৪০ ফুট পর্যন্ত। কান্ডের ব্যস বড় হওয়ার প্রধান কারণ হচ্ছে পানি ধরে রাখা। যেহেতু এগুলো আফ্রিকার শুষ্ক এলাকায় হয় ফলে বছরে খুবই কম সময় কিছু বৃষ্টি পায় আর সারা বছর সেখানে কোনো পানি থাকে না ফলে এই গাছ গুলো বৃষ্টির মৌসুমে ১,২০,০০০ লিটার পর্যন্ত পানি সংরক্ষণ করে রাখতে পারে যেটা সারা বছর ধরে ব্যবহার করে বেঁচে থাকে। এই গাছের ফলও কিন্তু সুপারফ্রুট। এতে কমলার চেয়ে ৬ গুণ বেশি ভিটামিন সি থাকে। এছাড়া প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট থাকে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে এই গাছের ১৩টি প্রজাতির মধ্যে ৩টি প্রজাতিই বর্তমানে বিপন্ন।