Science Circle - বিজ্ঞানচক্র .

Science Circle - বিজ্ঞানচক্র  . বিজ্ঞান সম্মন্ধে মজার সকল তথ্য পেতে আমাদের পেইজে ফলো করুন। �
🫂
(1)

এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী গাছে। একেকটি গাছে ২০০০ থেকে ৬০০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। এর ডালপালা গুলো শিকড়ের মতো দ...
16/07/2025

এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী গাছে। একেকটি গাছে ২০০০ থেকে ৬০০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। এর ডালপালা গুলো শিকড়ের মতো দেখতে হয় তাই স্থানীয় ভাষায় একে উলটো গাছ বলেও ডাকা হয়। এই গাছ গুলোর উচ্চতা হয় ৮২ ফুট পর্যন্ত আর এর গোড়ার দিকে ব্যস হয় ৩৩-৪০ ফুট পর্যন্ত। কান্ডের ব্যস বড় হওয়ার প্রধান কারণ হচ্ছে পানি ধরে রাখা। যেহেতু এগুলো আফ্রিকার শুষ্ক এলাকায় হয় ফলে বছরে খুবই কম সময় কিছু বৃষ্টি পায় আর সারা বছর সেখানে কোনো পানি থাকে না ফলে এই গাছ গুলো বৃষ্টির মৌসুমে ১,২০,০০০ লিটার পর্যন্ত পানি সংরক্ষণ করে রাখতে পারে যেটা সারা বছর ধরে ব্যবহার করে বেঁচে থাকে। এই গাছের ফলও কিন্তু সুপারফ্রুট। এতে কমলার চেয়ে ৬ গুণ বেশি ভিটামিন সি থাকে। এছাড়া প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট থাকে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে এই গাছের ১৩টি প্রজাতির মধ্যে ৩টি প্রজাতিই বর্তমানে বিপন্ন।

২০০৯ সালের ১৫ জানুয়ারি, Captain Chesley "Sully" Sullenberger একটি যাত্রীবাহী বিমান US Airways Flight 1549-কে Hudson Riv...
16/07/2025

২০০৯ সালের ১৫ জানুয়ারি, Captain Chesley "Sully" Sullenberger একটি যাত্রীবাহী বিমান US Airways Flight 1549-কে Hudson River-এ নামিয়ে সকল যাত্রী ও ক্রুকে বাঁচান। এই ঘটনাকে বলা হয় উড়োজাহাজ ইতিহাসের সবচেয়ে সফল পানিতে অবতরণ।

LaGuardia Airport, New York City থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি একটি বড় পাখির ঝাঁক এর সাথে ধাক্কা খায়। এতে বিমানের দুইটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করা যায়নি। 💔

তখন Captain Sully বুঝতে পারেন যে বিমানটি LaGuardia বা আশেপাশের New Jersey-র কোনো এয়ারপোর্টে-এ অবতরণ করা সম্ভব নয়।

তিনি দ্রুত সিদ্ধান্ত নেন যে, পানিতে জরুরি অবতরণ করাই সবার জীবন বাঁচানোর সবচেয়ে ভালো উপায়। যদিও এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তিনি সফলভাবে Hudson River-এ বিমানটি অবতরণ করান — এবং সবাই নিরাপদে বেঁচে যান।❤️‍🩹

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,,, 😥তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অন...
16/07/2025

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,,, 😥
তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয় তাকে!
বোঝানো হয় "সে একা নয় " তার হাত ধরে কেউ আছে পাশে।

বেঁচে থাকার জন্য আপন মানুষের, হাত অনেক দামী!! 🖤😴

আগে ভাবতাম চাইনিজরাই এমন, খতো দেখি আফ্রিকানরাও কম না🤣🤣🤣জানেন কি আফ্রিকায় মশার প্যান কেক আর স্যুপ খাওয়া হয়🙂।অতিমাত্রায় লে...
16/07/2025

আগে ভাবতাম চাইনিজরাই এমন, খতো দেখি আফ্রিকানরাও কম না🤣🤣🤣
জানেন কি আফ্রিকায় মশার প্যান কেক আর স্যুপ খাওয়া হয়🙂।

অতিমাত্রায় লেকের পাশে আর পার্শ্ববর্তী গ্রামে মশার উৎপাদন বেশি হওয়ার আকাশ অব্দি ঢেকে যায়। এমনকি কয়েক কিলোমিটার অব্দি রাস্তা দেখা যায়না। এসবের জন্য আফ্রিকায় যখনই মশার উৎপাদন দেখা দেয় ওই মৌসুমে পরিবার বাচ্চাসহ সকলে মশা ধরার উৎসব পালন করে,,,,আর এই সকল মশার তৈরি প্যান কেকের প্যাটিজ খেতে নাকি মাছের মতো কারণ লেকের ধারে এদের বংশ বিস্তার হয় তাই ধারণা করা হয় এদের মাংস লবণাক্ত আর স্বাদ মাছের মতো,,,এভাবে তারা মাংসের ঘাটতি পূরণ করে😑 আর স্যুপ বানিয়ে খায়🥴।

সোর্সঃ গুগল

পোকা এখন রোবট নয়, রোবট এখন পোকা!😲একটা গুবরে পোকা, যার পিঠে লাগানো ছোট্ট এক ব্যাকপ্যাক… আর সেটাই তাকে বানিয়ে দিয়েছে রি...
16/07/2025

পোকা এখন রোবট নয়, রোবট এখন পোকা!😲

একটা গুবরে পোকা, যার পিঠে লাগানো ছোট্ট এক ব্যাকপ্যাক… আর সেটাই তাকে বানিয়ে দিয়েছে রিমোট-নিয়ন্ত্রিত জীবন্ত রোবট!

অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের বিজ্ঞানীরা তৈরি করেছেন ZoBorgs—যারা আসলে বেঁচে থাকা পোকা, কিন্তু নিয়ন্ত্রণ করা যায় গেম কন্ট্রোলারের মতো যন্ত্র দিয়ে!

মাত্র ৩২ মিলিমিটার লম্বা এই গুবরে পোকাগুলো এমনভাবে প্রশিক্ষিত, যেন তারা
✅ দেয়ালে উঠতে পারে
✅ বাঁধা ডিঙাতে পারে
✅ সংকীর্ণ জায়গায় ঢুকে যেতে পারে
✅ এমনকি জীবিত মানুষকে খুঁজে বের করতেও সক্ষম হতে যাচ্ছে!

এই ছোট্ট পোকারা ভবিষ্যতে ভূমিকম্প বা ভবনধসে আটকে পড়া মানুষ খুঁজে বের করতে কাজে লাগতে পারে।

আর সবচেয়ে অবাক করা বিষয়?
এরা নিজের ওজনের সমান ব্যাটারি বহন করতে পারে, এবং রোবটের চেয়ে অনেক কম শক্তি ব্যবহার করে!

👉 ভাবুন তো, কাল যদি কোনো ধ্বংসস্তূপে আপনি আটকে থাকেন… আপনাকে খুঁজে পেতে পারে এমন একটি পোকা!
এটাই ভবিষ্যতের উদ্ধার প্রযুক্তি

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষ'তবিক্ষত করে। আর সেই ক্ষ'তস্থান...
16/07/2025

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষ'তবিক্ষত করে। আর সেই ক্ষ'তস্থান থেকে বের হওয়া র/ক্ত পান করে বাচ্চারা জীবন বাঁচায়।

পৃথিবীতে মায়ের সাথে তুলনা করার মতো কোনো বস্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এবং কোনদিন হবেও না। ভালো থাকুক পৃথিবীর সকল মা!

বাংলাদেশ নারী দলের মাঝমাঠের মধ্যমণি সবচেয়ে আন্ডাররেটেড প্লেয়ার মুনকী আখতার, সবাই ঋতুপর্ণা, মনিকা চাকমা নিয়ে আলোচনা কর...
15/07/2025

বাংলাদেশ নারী দলের মাঝমাঠের মধ্যমণি সবচেয়ে আন্ডাররেটেড প্লেয়ার মুনকী আখতার, সবাই ঋতুপর্ণা, মনিকা চাকমা নিয়ে আলোচনা করলেও এই মেয়েটিকে নিয়ে কোনো মাতামাতি হচ্ছে না, মাঝমাঠে দুর্দান্ত খেলে থাকে বিশেষ করে তার দুর্দান্ত এসিস্ট থেকে অনেকগুলো গোল হয়েছে এমনকি সে অনূর্ধ্ব 20 এবং জাতীয় দল মিলিয়ে তিনটি গোল ও করে ফেলেছে, তার নিখুঁত ক্রসগুলো একদম পারফেক্ট , গতকাল তার এসিস্ট থেকেই দুটো গোল হয়েছে, আশা করি আগামী দশ বছর দলকে ভালো সার্ভিস দিতে পারবে এই মেয়েটি তার জন্য শুভকামনা রইল।
©️ Shahriar Alam

জানেন কি? প্রতি সেকেন্ডে ৪৫টা বিগ ম্যাক বিক্রি হয়! মানে আপনি যতক্ষণে এই পোস্টটা পড়লেন, ততক্ষণে কমপক্ষে ৯০+ বিগ ম্যাক পৃথ...
15/07/2025

জানেন কি? প্রতি সেকেন্ডে ৪৫টা বিগ ম্যাক বিক্রি হয়!
মানে আপনি যতক্ষণে এই পোস্টটা পড়লেন, ততক্ষণে কমপক্ষে ৯০+ বিগ ম্যাক পৃথিবীর কোথাও বিক্রি হয়ে গেছে!

দিনে হিসাব করলে প্রায় ৩৮ লাখ বিগ ম্যাক!
এত মানুষ যদি একসাথে কোনো খাবার খায়, সেটা তো শুধু খাবার না — একটা গ্লোবাল কালচার হয়ে যায়, তাই না?

বিগ ম্যাক প্রথম তৈরি হয় ১৯৬৭ সালে — এক ফ্র্যাঞ্চাইজি মালিকের মাথায় আসা এক ইনোভেটিভ আইডিয়া, যার টার্গেট ছিল ইস্পাত কারখানার পরিশ্রান্ত শ্রমিকরা — যাদের দরকার ছিল একটা বড়সড়, পেটভরা খাবার।
আর এখন? এটা একেবারে আইকনিক — স্পেশাল সস, বিফ প্যাটি, পনির আর সেই কিংবদন্তি স্বাদ ।

জাপানে একটি জায়গা আছে যার নাম "হোক্কাইডো বিচ", যেখানে বরফ, বালু এবং সাগর একসাথে মিলেমিশে এক অপূর্ব সামঞ্জস্য তৈরি করে।
15/07/2025

জাপানে একটি জায়গা আছে যার নাম "হোক্কাইডো বিচ", যেখানে বরফ, বালু এবং সাগর একসাথে মিলেমিশে এক অপূর্ব সামঞ্জস্য তৈরি করে।

জিরাফ কি একেবারেই শব্দ করে না? – বিজ্ঞান যা বলেঅনেক দিন ধরেই একটি জনপ্রিয় ধারণা প্রচলিত ছিল যে, জিরাফের ভোকাল কর্ড বা স্...
14/07/2025

জিরাফ কি একেবারেই শব্দ করে না? – বিজ্ঞান যা বলে

অনেক দিন ধরেই একটি জনপ্রিয় ধারণা প্রচলিত ছিল যে, জিরাফের ভোকাল কর্ড বা স্বরযন্ত্র নেই, তাই তারা শব্দ করতে পারে না। কিন্তু আধুনিক গবেষণা বলছে এই ধারণা পুরোপুরি সঠিক নয়।

জিরাফের ভোকাল কর্ড বা স্বরযন্ত্র (larynx) আছে, তবে তাদের স্বরের ব্যবহার অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় অনেক কম। তাদের দীর্ঘ গলা এবং শ্বাসনালীর গঠন স্বর উৎপাদনের পথে একটি বাধা সৃষ্টি করে। এ কারণে তারা সাধারণত শ্রাব্য শব্দ করে না।

তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জিরাফরা রাতে খুব নিম্ন কম্পাঙ্কের শব্দ (infrasound) উৎপন্ন করে, যা মানবকর্ণে শোনা যায় না। এ ধরণের শব্দ দিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকতে পারে।

অর্থাৎ, জিরাফ একেবারেই “নিঃশব্দ” নয়—তাদের শব্দ আমাদের শোনার ক্ষমতার বাইরে।

উৎস:

Harder, B. (2005). Do Giraffes Ever Say Anything? Science News

Baotic, A., & Stoeger, A. S. (2015). Nocturnal "humming" vocalizations: adding a piece to the puzzle of giraffe vocal communication. BMC Research Notes

14/07/2025
এই মানুষটি হাসছেন কারণ তিনি ৩৫ বছর আগে একটি গাছ লাগিয়ে ছিলেন, আর সেই গাছের জন্য একটি বাস পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার ...
13/07/2025

এই মানুষটি হাসছেন কারণ তিনি ৩৫ বছর আগে একটি গাছ লাগিয়ে ছিলেন, আর সেই গাছের জন্য একটি বাস পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Science Circle - বিজ্ঞানচক্র . posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share