Rider Bhai

Rider Bhai Riding to Explore and Capturing to Share.

খালি চিল্লাইয়া যে মার্কেট পাওয়া যায় না তার জলজ্যান্ত উদাহরণ আমাদের প্রতিবেশীরা। তারা রাগ-জেদকে শক্তি বানাতে জানে আর এই শ...
02/11/2025

খালি চিল্লাইয়া যে মার্কেট পাওয়া যায় না তার জলজ্যান্ত উদাহরণ আমাদের প্রতিবেশীরা। তারা রাগ-জেদকে শক্তি বানাতে জানে আর এই শক্তি দিয়েই একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছে। সত্যিই ঈর্ষণীয়। সত্যিই অনুকরণীয়। 👏

তবে আমরা অনুকরণ নয় শুধু ঈর্ষা করব, সেই ঈর্ষা থেকে গোস্যা করবো তারপর গালাগালি দিয়ে বাল ছিড়ে আটি বেধে বাড়ি নিয়ে বলবো অনেক বাল ছিড়েছি দরকার হলে আরও বাল ছিড়বো। আমরা বাল ছেড়ায় চ্যাম্পিয়ন। 🤮

নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ জয়ে শুভ কামনা টীম ইন্ডিয়া।
-

01/11/2025

Fresh look, New energy, Old me 😌✂️
👉 Follow for real-life vibes from Dhaka!

The Golden Boy অথবা ফুটবল ঈশ্বর যে নামেই ডাকি না কেন, তোমাকে দিয়েই ফুটবলের সাথে পরিচয়। তোমাকে দেখেই ফুটবলকে জাদুকরী খেলা...
30/10/2025

The Golden Boy অথবা ফুটবল ঈশ্বর যে নামেই ডাকি না কেন, তোমাকে দিয়েই ফুটবলের সাথে পরিচয়। তোমাকে দেখেই ফুটবলকে জাদুকরী খেলা মনে হওয়া। তোমার কারনেই ফুটবলের প্রেমে পড়া। তোমার জন্যই AFA - Selección Argentina দলের সাপোর্টার হওয়া। তোমার অনপ্রেরনাতেই আজকের মেসি-আল্ভারেজদের বিশ্ব বিখ্যাত হওয়া। তুমি শুরু ছিলে, তাই তুমিই থাকবে চিরকাল আমাদের ম্যাজিকাল নাম্বার ১০।

Happy Birthday Maradona 🇦🇷
We Miss You 🤍
-

ডিয়ার Bangladesh Cricket : The Tigers আর কত এক্সপেরিমেন্ট? এবার থামা যায় না? আপনাদের ফিনিশাররাতো আমাদের জাতীয় দল ফিনিশ ক...
29/10/2025

ডিয়ার Bangladesh Cricket : The Tigers আর কত এক্সপেরিমেন্ট? এবার থামা যায় না? আপনাদের ফিনিশাররাতো আমাদের জাতীয় দল ফিনিশ করে দিতেসে।

ফর্মহীন ক্রিকেটারদের ব্যাক করলে কি ফর্ম ফিরে? এবার ওদের একটু বিশ্রাম দেন। নিজেরাও একটু নিজেদের নিয়ে ভাবুক। আন্তর্জাতিক ম্যাচে ফর্ম ফেরানো লাগবে না, ঘরোয়া লীগে খেলুক, ফর্ম নিয়ে আবার জাতীয় দলে ফিরুক। হুদ্দাই গালি খাওয়াইতাসেন এদের। পারতেসে না ওরা। বুঝেন না আপনারা?
-

অফিশিয়ালি আজকে থেকে পড়াশুনার লেটা চুকে গেলো 🎓✌️আজকের এই বিশেষ দিনে "তোকে দিয়ে কিচ্ছু হবে না" বলা মানুষজনদের ধন্যবাদ জানা...
28/10/2025

অফিশিয়ালি আজকে থেকে পড়াশুনার লেটা চুকে গেলো 🎓✌️

আজকের এই বিশেষ দিনে "তোকে দিয়ে কিচ্ছু হবে না" বলা মানুষজনদের ধন্যবাদ জানাই কারন আপনাদের জন্যই খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও আমি এই পথ পাড়ি দিয়েছি। আপনারাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা 🫰 দোয়া করবেন।
-
🎓

Lamine Yamal ১০ নাম্বার জার্সি পরলেই মেসি হয়ে যাওয়া যায় নারে পাগলা। ভালো খেললেও মেসি হয়ে যাওয়া যায় না। চরিত্রও ম্যাটার ক...
27/10/2025

Lamine Yamal ১০ নাম্বার জার্সি পরলেই মেসি হয়ে যাওয়া যায় নারে পাগলা। ভালো খেললেও মেসি হয়ে যাওয়া যায় না। চরিত্রও ম্যাটার করে।
এখনও সময় ফুরায়নি, ভালো হয়ে যাও। নইলে ভবিষ্যৎ অন্ধকার।
-

যে শহরে মৃ/ত্যু এত সহজ, এত স্বাভাবিক, এত দৈনন্দিন ঘটনা, সে শহর যাদুর শহর তো বটেই তবে তা কালো জাদুর।-
26/10/2025

যে শহরে মৃ/ত্যু এত সহজ, এত স্বাভাবিক, এত দৈনন্দিন ঘটনা, সে শহর যাদুর শহর তো বটেই তবে তা কালো জাদুর।
-

25/10/2025

মধু মিয়া কাকে পিটাইতে চায়? 😂

জোড়া সেঞ্চুরি মিস বাংলাদেশ দলের।মিরপুরে অনেকদিন পর দেখা গেলো ভালো ব্যাটিংয়ের কিন্তু দুর্দান্ত খেলেও সেঞ্চুরির আক্ষেপ থ...
23/10/2025

জোড়া সেঞ্চুরি মিস বাংলাদেশ দলের।
মিরপুরে অনেকদিন পর দেখা গেলো ভালো ব্যাটিংয়ের কিন্তু দুর্দান্ত খেলেও সেঞ্চুরির আক্ষেপ থেকে গেলো সাইফ এবং সৌম্যের।

সাইফ উদীয়মান এবং আশা করি ভবিষ্যতে সে তার ধারাবাহিকতা ধরে রাখবে। আর সৌম্য সরকারের এই ব্যাটিং টা অনেক চেনা। সৌম্যকে আমার সব সময় খুব ভালো লাগে। আমার কাছে সে বাংলাদেশের ক্রিস গেইল। কিন্তু পোড়া কপাল বাঙালির। এত ট্যালেন্ট থাকার পরও ধারাবাহিকতার অভাবে আমরা এখনো কোন শীর্ষ দল হতে পারিনি। দোষ তো অনেকেরই হতে পারে কিন্তু আমার কাছে সবচেয়ে বড় দোষ ভাগ্যের।
-

20/10/2025

সবচেয়ে সুস্বাদু মাছ কোথায় পাওয়া যায়?

স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি এই প্রাণী। বিনা শব্দে সে বুঝতে পারে মনিবের মনের অবস্থা। আমার যখন অনেক মন খারাপ থাকে, সে বুঝতে ...
19/10/2025

স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি এই প্রাণী। বিনা শব্দে সে বুঝতে পারে মনিবের মনের অবস্থা। আমার যখন অনেক মন খারাপ থাকে, সে বুঝতে পারে। কখনও কাছে আসে আবার কখন দূরে থেকেই আমার দিকে তাকিয়ে থাকে। যেন বলতে চায়, মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে।

মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই কিভাবে বুঝে তারা আমাদের মনের অবস্থা?

আসলেই সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতার সাক্ষ্য প্রমাণ আমাদের আশেপাশেই রেখেছে, উপলব্ধি করতে পারলেই তা দেখা যায়। সুবহানাল্লাহ।
-

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rider Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rider Bhai:

Share