Bloom & Blossoms

Bloom & Blossoms Entertainment clips & personal vlog

21/01/2025

😳😳

আমার মেয়ের বয়স তখন ৮ মাস। একদিন সে বাসায় আসে রাত ১১টার দিকে। কিন্তু তার আগেই আমি ঘুমিয়ে গেছিলাম। ফোন বাজলে বাচ্চা উঠে যা...
18/01/2025

আমার মেয়ের বয়স তখন ৮ মাস। একদিন সে বাসায় আসে রাত ১১টার দিকে। কিন্তু তার আগেই আমি ঘুমিয়ে গেছিলাম। ফোন বাজলে বাচ্চা উঠে যাবে ভেবে ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। পরে আর নরমাল মুড আন করতে ভুলে গিয়েছিলাম।

আমার স্বামী প্রাইভেট কোম্পানিতে জব করেন,সকাল থেকে রাত অফিসে অনেক পরিশ্রম করেন। সকাল ৭ টায় অফিস এর জন্য বের হয়। সেদিনও সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত অনেক পরিশ্রম করে বাসায় এসে দরজার সামনে অনেকবার নক করে কিন্তু আমি ঘুমের কারনে বুঝতে পারিনা। উনি রাত ২ টা পর্যন্ত দাঁড়িয়ে ছিল। আমাকে ৯০ টা কল দিছে, আমি টের পাইনি।সে অনেকবার নক করেছে কিন্তু আমার ঘুম ভাঙেনি। আমাদের কলিং বেল ছিল না। দরজায় নক করেছে। যখন রাত ২ টায় আমার ঘুম ভাংগে এবং ফোন হাতে নিয়ে দেখি ৯০ টা মিসড কল!!

তখন অনেক ভয়ে ভয়ে দরজা খুলি। আমি ভেবেছিলাম সে ঘরে ঢুকেই দিবে এক থাপ্পড়। আর অনেক বকবে। কিন্তু সে আমাকে কিছুই বললো না। শুধু বললো ৩ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি। ফোনটা হাতের কাছে রাখবা না??

এতটা ক্লান্ত শরীর নিয়ে সে ৩ ঘন্টা দাড়িয়ে থাকার পরেও এত নমনীয় কিভাবে হয়েছে আল্লাহ্ ভাল জানে। এই ঘটনা মনে পরলে এখনো তার প্রতি ভালবাসা অনেক বেড়ে যায়। সৃষ্টিকর্তা তাকে আমার প্রতি অনেক ধৈর্যশীল করেছেন।
জানিনা আমার মনের ভাললাগা কতটুকু লিখে বুঝাতে পারলাম।তবে দোয়া চাই সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সুখে এক সাথে রাখেন।
( নাম প্রকাশে অনিচ্ছুক )
©

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লাগা দাবানলে বাসা ছেড়ে চলে যাওয়ার আগে ঐখানের বাসিন্দা এক মহিলা তাঁর পছন্দের থালাবাটি গুলো এ...
18/01/2025

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লাগা দাবানলে বাসা ছেড়ে চলে যাওয়ার আগে ঐখানের বাসিন্দা এক মহিলা তাঁর পছন্দের থালাবাটি গুলো এভাবেই পানির নিচে ডুবিয়ে রেখে গিয়েছ!😕

ভাই রে ভাই,এর নাম মাইয়া মানুষ!সংসার আর শখের জিনিস মানে এঁদের কাছে কলিজার আধখানা।
হোক তা ম্যারিকার লেডি আর হোক তা মোগো দেশের বাঙালি রমণী।
সবই এক😆
©️

চিনতে পারছেন কে উনি?  কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন 🙂
06/01/2025

চিনতে পারছেন কে উনি? কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন 🙂

২০০০ টাকা দিয়ে ইলিশ মাছ না কিনে ২০০ টাকা দিয়ে এই মাছ কিনে খাবো
11/10/2024

২০০০ টাকা দিয়ে ইলিশ মাছ না কিনে ২০০ টাকা দিয়ে এই মাছ কিনে খাবো








এই মেয়েটা কে যারা যারা অপছন্দ করেন আর যারা যারা ভালোবাসেন, আসুন আমরা সবাই ই আজকে তার Husband এর জন্য দোয়া করি! আল্লাহ যে...
09/10/2024

এই মেয়েটা কে যারা যারা অপছন্দ করেন আর যারা যারা ভালোবাসেন, আসুন আমরা সবাই ই আজকে তার Husband এর জন্য দোয়া করি!

আল্লাহ যেনো উনার Husband কে শেফা দান করেন!
এবং সম্পুর্ন সুস্থ করে তার ছোট্ট ছেলেটা যে বাবার পথ চেয়ে বসে আছে..... সেই ছেলে সারফারাজের কাছে ফিরিয়ে দেন!
আমিন! 😪

লাস্ট খবর যতটুকু জানি, তনি আপুর Husband কে ব্যাংককে নেয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য!

02/10/2024

আপনারা ও কারা এমন করেন??

আপনারা যারা বন্যার্তদের সহায়তার জন্য টিএসসিতে কাপড় দিয়ে আসতে চান, তাদের কাছে একটি বিশেষ অনুরোধ। যদি সম্ভব হয়, বয়স অনুযায়...
23/08/2024

আপনারা যারা বন্যার্তদের সহায়তার জন্য টিএসসিতে কাপড় দিয়ে আসতে চান, তাদের কাছে একটি বিশেষ অনুরোধ। যদি সম্ভব হয়, বয়স অনুযায়ী কাপড়গুলো আলাদা ব্যাগে প্যাক করে প্রতিটি ব্যাগের গায়ে বয়স উল্লেখ করে লিখে আনবেন। এতে আমাদের পরিশ্রমী ছোট ভাই-বোনদের কাজ কিছুটা সহজ হবে, এবং ত্রাণ বিতরণে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।

এছাড়া যারা ত্রাণ নিয়ে আসবেন, অনুগ্রহ করে মোমবাতি, গ্যাস লাইট, পুরনো জামা কাপড়, ও তোয়ালে নিয়ে আসবেন। তবে অবশ্যই সতর্ক থাকবেন যেন এর মাধ্যমে আগুন লেগে না যায়। আপনার এই সহায়তা বন্যার্তদের জন্য অনেক মূল্যবান।

সবাইকে অনুরোধ করছি, এই বার্তাটি অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে।

ছবি: সামিয়া

এবার বলেন, ছোটবেলায় গাছ থেকে আম পাড়তে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে কার কার?
04/12/2023

এবার বলেন, ছোটবেলায় গাছ থেকে আম পাড়তে গিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে কার কার?

বাংলা ইংলিশ দুইটাই একসাথে! বাংলিশ কমোড আইডিয়া..... ভাই বুদ্ধি টা কিন্তু খারাপ না...!!! 😬🫣🫢U can Do as You Want.....
01/12/2023

বাংলা ইংলিশ দুইটাই একসাথে! বাংলিশ কমোড আইডিয়া.....

ভাই বুদ্ধি টা কিন্তু খারাপ না...!!! 😬🫣🫢

U can Do as You Want.....

তোমরা পতা❗️   বার বার মেসেজ দাও না 🥺😒😭
24/11/2023

তোমরা পতা❗️
বার বার মেসেজ দাও না 🥺😒😭

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bloom & Blossoms posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share