গার্ডিয়ান পাবলিকেশন্স

গার্ডিয়ান পাবলিকেশন্স A creative book publishing house in Bangladesh. Trying to publish quality books for the readers.

গার্ডিয়ান পাবলিকেশন্স। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান; যা জ্ঞানের উত্তাল সমুদ্রে একটি উচ্ছ্বাসী তরির ন্যায় ছুটে চলছে অবিরাম।

বাংলাভাষী পাঠকসমাজের নিকট গার্ডিয়ান অতি পরিচিত এক নাম। বাংলা সাহিত্যাঙ্গনের অন্যতম ধ্রুবতারা। শুধু সাহিত্য তৈরিতে নয়, লেখক ও পাঠক তৈরিতেও গার্ডিয়ান পাবলিকেশন্স অনবদ্য ভূমিকা রাখছে সত্যিকারের গার্ডিয়ানের বেশে।

২০১৭ সালে যাত্রার সূচনালগ্নেই পাঠকসমাজে তুমুল আলোড়ন

সৃষ্টি করে গার্ডিয়ান পাবলিকেশন্স। প্রথম বই প্যারাডক্সিক্যাল সাজিদের মাধ্যমেই জয় করে লাখও পাঠকের হৃদয়। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে পরবর্তী প্রকাশনাগুলোতেও। এক এক করে প্রকাশিত হয় বি-স্মার্ট উইথ মুহাম্মাদ সা., সানজাক-ই উসমান, এরদোয়ান দ্যা চেঞ্জমেকার, দ্যা রিভার্টস, রিভাইভ উয়োর হার্ট, বন্ধন ও প্রোডাক্টিভ মুসলিমের মতো সাড়া জাগানো সব বই। এই সকল বইয়ের মধ্য দিয়েই শুরু হয় নতুন এক অধ্যায়ের নবযাত্রা।

প্রতিষ্ঠালগ্ন থেকেই গার্ডিয়ান পাবলিকেশন্স ধারাবাহিকভাবে অর্জন করেছে ২১ শে বইমেলা বেস্টসেলার পদকসহ বিভিন্ন সম্মাননা। গত কয়েক বছরের যাত্রায় অব্যাহতভাবে গার্ডিয়ানের উল্লেখযোগ্যসংখক বই বিভিন্ন ক্যাটাগরিতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।

গার্ডিয়ানের অর্জিত উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা

১. রাইজিং পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০১৭ । ২. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-১৮ । ৩. শ্রেষ্ঠ স্টল। চট্টগ্রাম বিভাগীয় ২১ শে বইমেলা-২০১৯ । ৪. শ্রেষ্ঠ স্টল। বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা । ৫. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-১৯ । ৬. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০ । ৭. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২১ । ৮. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২২ । ৯. বইফেরি বেস্টসেলার অ্যাওয়ার্ড-২২

গার্ডিয়ানের প্রকাশিত বই দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বদরবারেও সুনাম কুড়িয়েছে। আলো ছাড়িয়েছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রের পার্লামেন্টেও। তুরস্কের জাতীয় পার্লামেন্টে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে গার্ডিয়ান থেকে প্রকাশিত তাঁর জীবনীগ্রন্থ গ্রহণ করেন এবং ভূয়সী প্রশংসা করেন। একইভাবে মালোয়েশিয়ার প্রেসিডন্ট আনোয়ার ইব্রাহীমের হাতেও পৌঁছে যায় গার্ডিয়ান থেকে প্রকাশিত তাঁর জীবনীগ্রন্থ।

গার্ডিয়ান তার সাত বছরের পথচলায় এখন পর্যন্ত সাহিত্যের ৪০টি ক্যাটাগরিতে প্রায় ১৮০টি গ্রন্থ প্রকাশ করেছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও শতাধিক বই। এই সকল গ্রন্থের লেখকদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত বিভিন্ন স্কলার, দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়, মাদরাসা, ইনস্টিটিউট ও দ্বীনি মারকাজের শিক্ষক, গবেষক ও পণ্ডিতগণ। পাশাপাশি সম্ভাবনাময় তরুণ ও নতুন লেখকগণের বই প্রকাশ করেছে গার্ডিয়ান। নতুনরাও আলো ছড়িয়েছেন সমানতালে।

২০১৭ সালে এটি বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতি (বাপুস)-এর সদস্যপদ লাভ করে এবং পরবর্তী সময়েই বাংলাদেশ সরকারের ট্রেড লাইসেন্স প্রাপ্ত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যাবতীয় আইনের প্রতি শ্রদ্ধশীল হয়ে গার্ডিয়ান পাবলিকেশন্স আইনানুযায়ী ব্যাবসা পরিচালনা করে আসছে।

17/10/2025

বই কেমন হওয়া উচিৎ, কেমন বই পড়া উচিৎ?

ডাকসু আলোচিত ভিপি প্রার্থী শামীম এসেছিলেন বইমেলায়। গার্ডিয়ান থেকে বেশ কিছু বই সংগ্রহ করলেন তিনি। গার্ডিয়ানের পক্ষ থেকে ত...
16/10/2025

ডাকসু আলোচিত ভিপি প্রার্থী শামীম এসেছিলেন বইমেলায়। গার্ডিয়ান থেকে বেশ কিছু বই সংগ্রহ করলেন তিনি।

গার্ডিয়ানের পক্ষ থেকে তাকে অভিনন্দন। বইমেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

16/10/2025

মু. সাজ্জাদ হোসাইন খান অনূদিত উসতায কারজাভির নতুন বই-রাষ্ট্রের আখলাক।

বইটি অর্ডার করতে ক্লিক করুন : https://www.guardianpubs.com/product-details/rastrer-akhlak

16/10/2025

এরকম গার্ডিয়ানের কোন বইগুলো আপনার মনে দাগ কেটেছে?

আজ চারটি বই প্রকাশিত হলো। উসতাজ কারজাভি (রহ.)-এর দুটি বই, নারী সাহাবি ও মহিয়সী নারীদের জীবনী এবং একটি কাব্যিক সিরাত।বইগু...
16/10/2025

আজ চারটি বই প্রকাশিত হলো। উসতাজ কারজাভি (রহ.)-এর দুটি বই, নারী সাহাবি ও মহিয়সী নারীদের জীবনী এবং একটি কাব্যিক সিরাত।

বইগুলো দেখতে কমেন্টের লিংকে ক্লিক করুন ....

জুলাইয়ের অন্যতম নায়ক আলী আহসান জুনায়েদ-এর হাতে ইতিহাসের ছিন্নপত্র!
16/10/2025

জুলাইয়ের অন্যতম নায়ক আলী আহসান জুনায়েদ-এর হাতে ইতিহাসের ছিন্নপত্র!

অভিনন্দন নব নবীনদের!🌹
16/10/2025

অভিনন্দন নব নবীনদের!🌹

15/10/2025

আপনার বাড়িতে রাসূল (সা.) অতিথি হলে কোন ঘরে থাকতে দিতেন?

15/10/2025

অধ্যাপক মফিজুর রহমানের দারসুল কুরআন ১-২ খণ্ড। আমপারার বাছাইকৃত সূরার তাফসীর।

এই দুটো তাফসীর পড়ার পরে আপনার নামাজ আর আগের নামাজ কখনো এক হবে না।

আপনি নামাজে কুরআনকে জীবন্ত দেখতে পাবেন!

বই দুটো একসাথে অর্ডার করলে পাচ্ছেন ৯০ টাকা ছাড়! (ফিক্সড প্রাইসের উপর)!

অর্ডার করতে লিংকে ক্লিক করুন : https://cutt.ly/Ir97SXoY

14/10/2025

পুরুষদের জন্য আমার বড়োই আফসোস হয়....🤔

14/10/2025

সাদিক কায়েম বইমেলায় যে বইগুলো উপহার দিলেন এবং পেলেন....

আলহামদুলিল্লাহ!গার্ডিয়ানের সম্মানিত লেখক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক (চেয়ারম্যান, আরিব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) তার...
14/10/2025

আলহামদুলিল্লাহ!

গার্ডিয়ানের সম্মানিত লেখক ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক (চেয়ারম্যান, আরিব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) তারঁ গবেষণামূলক গ্রন্থ ‘বাংলাদেশের কৃষিজ উৎপাদনে উশর ও খারাজ’-এর জন্য ডিন অ্যাওয়ার্ড-২৫ পদক লাভ করেছেন।

বইটি গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে ২০২২ সালে প্রকাশিত হয় এবং পাঠক ও বোদ্ধা মহলে তুমুল প্রশংসা লাভ করে।

তাঁর এই অনন্য অর্জন ও সম্মাননার জন্য গার্ডিয়ান পাবলিকেশন্স-এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা!

Address

34, Northbrook Hall Road
Dhaka
1100

Telephone

01710197558

Website

https://linktr.ee/GuardianPublications

Alerts

Be the first to know and let us send you an email when গার্ডিয়ান পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গার্ডিয়ান পাবলিকেশন্স:

Share

Category