গার্ডিয়ান পাবলিকেশন্স। বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান; যা জ্ঞানের উত্তাল সমুদ্রে একটি উচ্ছ্বাসী তরির ন্যায় ছুটে চলছে অবিরাম।
বাংলাভাষী পাঠকসমাজের নিকট গার্ডিয়ান অতি পরিচিত এক নাম। বাংলা সাহিত্যাঙ্গনের অন্যতম ধ্রুবতারা। শুধু সাহিত্য তৈরিতে নয়, লেখক ও পাঠক তৈরিতেও গার্ডিয়ান পাবলিকেশন্স অনবদ্য ভূমিকা রাখছে সত্যিকারের গার্ডিয়ানের বেশে।
২০১৭ সালে যাত্রার সূচনালগ্নেই পাঠকসমাজে তুমুল আলোড়ন
সৃষ্টি করে গার্ডিয়ান পাবলিকেশন্স। প্রথম বই প্যারাডক্সিক্যাল সাজিদের মাধ্যমেই জয় করে লাখও পাঠকের হৃদয়। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে পরবর্তী প্রকাশনাগুলোতেও। এক এক করে প্রকাশিত হয় বি-স্মার্ট উইথ মুহাম্মাদ সা., সানজাক-ই উসমান, এরদোয়ান দ্যা চেঞ্জমেকার, দ্যা রিভার্টস, রিভাইভ উয়োর হার্ট, বন্ধন ও প্রোডাক্টিভ মুসলিমের মতো সাড়া জাগানো সব বই। এই সকল বইয়ের মধ্য দিয়েই শুরু হয় নতুন এক অধ্যায়ের নবযাত্রা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই গার্ডিয়ান পাবলিকেশন্স ধারাবাহিকভাবে অর্জন করেছে ২১ শে বইমেলা বেস্টসেলার পদকসহ বিভিন্ন সম্মাননা। গত কয়েক বছরের যাত্রায় অব্যাহতভাবে গার্ডিয়ানের উল্লেখযোগ্যসংখক বই বিভিন্ন ক্যাটাগরিতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
গার্ডিয়ানের অর্জিত উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা
১. রাইজিং পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০১৭ । ২. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-১৮ । ৩. শ্রেষ্ঠ স্টল। চট্টগ্রাম বিভাগীয় ২১ শে বইমেলা-২০১৯ । ৪. শ্রেষ্ঠ স্টল। বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা । ৫. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-১৯ । ৬. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০ । ৭. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২১ । ৮. রকমারি বেইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২২ । ৯. বইফেরি বেস্টসেলার অ্যাওয়ার্ড-২২
গার্ডিয়ানের প্রকাশিত বই দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বদরবারেও সুনাম কুড়িয়েছে। আলো ছাড়িয়েছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রের পার্লামেন্টেও। তুরস্কের জাতীয় পার্লামেন্টে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে গার্ডিয়ান থেকে প্রকাশিত তাঁর জীবনীগ্রন্থ গ্রহণ করেন এবং ভূয়সী প্রশংসা করেন। একইভাবে মালোয়েশিয়ার প্রেসিডন্ট আনোয়ার ইব্রাহীমের হাতেও পৌঁছে যায় গার্ডিয়ান থেকে প্রকাশিত তাঁর জীবনীগ্রন্থ।
গার্ডিয়ান তার সাত বছরের পথচলায় এখন পর্যন্ত সাহিত্যের ৪০টি ক্যাটাগরিতে প্রায় ১৮০টি গ্রন্থ প্রকাশ করেছে। প্রকাশের অপেক্ষায় আছে আরও শতাধিক বই। এই সকল গ্রন্থের লেখকদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত বিভিন্ন স্কলার, দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়, মাদরাসা, ইনস্টিটিউট ও দ্বীনি মারকাজের শিক্ষক, গবেষক ও পণ্ডিতগণ। পাশাপাশি সম্ভাবনাময় তরুণ ও নতুন লেখকগণের বই প্রকাশ করেছে গার্ডিয়ান। নতুনরাও আলো ছড়িয়েছেন সমানতালে।
২০১৭ সালে এটি বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতি (বাপুস)-এর সদস্যপদ লাভ করে এবং পরবর্তী সময়েই বাংলাদেশ সরকারের ট্রেড লাইসেন্স প্রাপ্ত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যাবতীয় আইনের প্রতি শ্রদ্ধশীল হয়ে গার্ডিয়ান পাবলিকেশন্স আইনানুযায়ী ব্যাবসা পরিচালনা করে আসছে।