24/02/2025
মানুষ যখন ছোটলোক থেকে ধনী হয়
অশিক্ষিত থেকে এসে শিক্ষা লাভ করে তখন তারা বুঝতে শেখে ব্যাক্তি স্বাধনতার ব্যাপারটা।
তারমানে ব্যাক্তিস্বাধীনতা বিষয়টা ধনী আর শিক্ষিত জাতির জন্য মানানসই একটি ধারণা।
বাংলাদেশের মতো অশিক্ষিত বর্বর জাতিকে যদি ব্যাক্তি স্বাধীনতার স্বাদ দেয়া হয় তাহলে এরা চাইবে স্বাধীনভাবে ছিনতাই করতে, বাধাহীন চাঁদাবাজি করতে, টানা ৬ মাস স্ব স্ব দাবি নিয়ে শাহবাগে আন্দোলন করে ঢাকা শহরকে পঙ্গু করে দিতে।
বাংলাদেশের মতো দেশ যদি কন্ট্রোল করতে হয় তাহলে আপনাকে হয় ফ্যাসিস্ট হতে হবে না হয় জাতিকে কিভাবে সভ্য বানানো যায় সেটা নিশ্চিত করতে।
হাজারটা সংস্কার করে আইন প্রণয়ন করে যদি বর্বর জাতিকে সেগুলো গেলাতে না পারেন তো কোন লাভই আসলে হবে না।