
06/08/2025
বাড়তি নিরাপত্তা জোরদারে মাইজভাণ্ডার দরবার শরীফে প্রশাসনিক সমন্বয় সভা
১৬-১৯ আগষ্ট হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারীর ১৪ তম বার্ষিক ওরশ শরীফ
চলতি আগস্ট মাসের ১৬-১৯ তারিখ চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে হযরত গাউছুল ওয়ারা শায়খুল ইসলাম শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারীর (ক.) ১৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট ও মইনীয়া যুব ফোরাম সহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে ৪দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিল কর্তৃপক্ষ। ওরশ শরীফের প্রতিদিন বিশেষ নসিহত, দোয়া ও সমাপনী দিবসে আখেরী মুনাজাত পরিচালনা করবেন, মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের সাজ্জাদানশীন (গদীনশীন পীর) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। বুধবার (৬ আগষ্ট) সন্ধায় ওরশ শরীফ উপলক্ষে আগত জনসমাবেশে নিরাপত্তা জোরদার ও আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রস্তুতিমূলক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডার গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের সেমিনার হলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা শাহ্জাদা শায়খ সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব আলহাজ্ব কাজী মহসিন চৌধুরী, ফটওকছড়ি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মোরশেদ মুন্না ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবু এখলাছ ঝিনুক প্রমুখ। প্রতি বছরের মত এবারও ওরশ শরীফের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওরশ শরীফে আগত আশেক, ভক্ত, মুরিদানদের জানমালের নিরাপত্তা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, পরিবেশ বান্ধব স্যানিটেশন, বিশুদ্ধ পানীয়, প্রয়োজনীয় ওষুধসহ বিশেষজ্ঞ ডাক্তার ও এম্বুলেন্স’র ব্যবস্থা থাকবে। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সফল করতে পল্লী বিদ্যুৎ, জনস্বাস্থ্য অধিদফতর, সড়ক ও জনপথ, জনপ্রতিনিধি, স্থানীয়দের সঙ্গে বিশদভাবে আলোচনা হয়। সভায় পুরো ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদার সাথে পালনে আন্তরিক আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানকে প্রাঞ্জল, ভক্ত আশেক মুরিদানদের পবিত্র সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষা, আনুষ্ঠানিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে মাহফিলকে সফল করার উপরও গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন মাইজভাণ্ডারী বলেন, সততা সহিষ্ণুতা সহানুভূতি ধৈর্য্য, ক্ষমা ও ত্যাগ ধর্মের মূল সোপান। এই গুণেই হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী মানুষকে মানবতা, মানবপ্রেম ও সম্প্রীতির আদর্শে উদ্বুদ্ধ করেন। তিনি তরীকায়ে মাইজভাণ্ডারিয়া কে বৈশ্বিক রূপদান করেন। পবিত্র ওরস শরীফ উপলক্ষে গৃহীত কর্মসূচি সমূহ বাস্তবায়নে তিনি প্রশাসন, এলাকাবাসী, ভক্ত অনুরক্ত সহ সকলের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, হযরত শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী মাইজভাণ্ডার দরবার শরীফের মধ্যমণি ও শান্তির মহাব দূত হিসেবে বিশ্বমঞ্চে ব্যাপক সমাদৃত হন। তিনি অসাম্প্রদায়িক মনোভাব, সাম্য ও সম্প্রীতির আদর্শ প্রচারের জন্য এবং বিশ্বজুড়ে ইসলামের সঠিক মর্মবাণী সুফিবাদ প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর ওরশ শরীফ প্রতি বছর মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। যেখানে লাখো ভক্ত-জনতা অংশগ্রহণ করে। প্রতিবছরের ন্যায় এ বছরও বর্ণাঢ্য আয়োজনে এই ওরস শরীফ আয়োজন হবে। তিনি আরো বলেন, ওরশ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তগণের গাড়ি নিরাপদে রাখার ব্যবস্থা এবং রাস্তায় যেন অতিরিক্ত জ্যাম না লাগে সে ব্যবস্থা করা হবে। মেলায় কোন প্রকার জুয়া বা সার্কাস রাখা যাবে না। অসামাজিক ও নেশা জাতীয় কর্মকান্ড থেকে ভান্ডার শরীফকে মুক্ত রাখতে হবে। এছাড়াও বর্ণাঢ্য কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি। সভায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ভক্ত আশেকানসহ বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীল ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।