SUFIS TV

SUFIS TV Sufism all over the world. It is a peace and solidarity based media that publishes video content. We
(1)

26/10/2025
মাইজভাণ্ডারী সিলসিলার বিভিন্ন দরবারের প্রতিনিধিগণের সাথে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর মতবিনিময় মাইজভাণ্ডার...
25/10/2025

মাইজভাণ্ডারী সিলসিলার বিভিন্ন দরবারের প্রতিনিধিগণের সাথে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর মতবিনিময়

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রাণপুরুষ হয়রত গাউছুল আ'যম শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী ও হযরত গাউছুল আ'যম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.) এর সম্মানিত খলিফাগণের দরবারের প্রতিনিধিগণের সাথে বর্তমান প্রেক্ষাপটে তরিকতপন্থীদের জন্য করনীয় শীর্ষক মতবিনিময় সভা করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি'র (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। আগত প্রতিনিধিগণ তাদের নিজ নিজ মতামত ও পরামর্শ বক্তব্যের মাধ্যমে একে একে তুলে ধরেন। তিনি সকলের মতামত মনোযোগ সহকারে শুনেন। শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম জি.ই.সি বনজোর রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমির ভাণ্ডার দরবার শরীফের পক্ষে শাহজাদা সৈয়দ মামুনুর রশিদ আমিরী, শাহজাদা সৈয়দ শামুনুর রশিদ আমিরী, সৈয়দ মোহাম্মদ আরিফুজ্জামান আমিরী, সৈয়দ মোশকিল কোশা আমিরী, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ নাইমুল মোস্তফা আমিরী, সৈয়দ সায়েম উল্লাহ্ আমিরী, সৈয়দ আমির উদ্দীন আমিরী, সৈয়দ দৌলতুজ্জামান আমিরী, সৈয়দ মোরশেদুজ্জামান আমিরী, গাউছে হাওলাপুরী দরবার শরীফের পক্ষে সাজ্জাদানশীন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, ঘিলাতলা দরবার শরীফের পক্ষে সাজ্জাদানশীন মুফতি বাকিবিল্লাহ আল আজহারী, চরণদ্বীপ দরবার শরীফের পক্ষে শায়খ সাইফুল্লাহ ফারুকী, সাতগাছিয়া দরবার শরীফের পক্ষে সৈয়দ মোতাছিম বিল্লাহ্ (সম্পদ) সুলতানপুরী, সৈয়দ আবুল ফজল মোহাম্মদ মনছুর উল্লাহ্ সুলতানপুরী, গোমদন্ডী দরবার শরীফের পক্ষে মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, হাফেজ নগর দরবার শরীফের পক্ষে মুফতি আশেকুর রহমান হাফেজনগরী, মুফতি বোরহান উদ্দীন হাফেজনগরী, সৈয়দ জিয়াউল হোসাইন হাফেজনগরী, রাজাপুর দরবার শরীফের পক্ষে সৈয়দ নজির উদ্দীন রাজাপুরী, আহলা দরবার শরীফের পক্ষে সৈয়দ ফখরুল ইসলাম রিজভী, সৈয়দ কুতুব উদ্দীন, নগর শরীফ দরবারের পক্ষে সৈয়দ মাহমুদুল হাসান নূরনগরী, হারবাংগিরী দরবার শরীফের পক্ষে সৈয়দ আহমদ শাহ্, শাকরাপুর দরবার শরীফের পক্ষে সৈয়দ মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, ফরহাদাবাদ দরবার শরীফের পক্ষে সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী, সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, ফতেপুর দরবার শরীফের পক্ষে সৈয়দ ফরিদুল আলম মছিউল্লাহ ফতেপুরী, নজুভাণ্ডার দরবার শরীফের পক্ষে শাহজাদা ইরফান আহমদ নজুভাণ্ডারী, নজির ভাণ্ডার দরবার শরীফের পক্ষে সৈয়দ মিনহাজুল আবেদীন, আজিজ ভাণ্ডার দরবার শরীফের পক্ষে সৈয়দ শাহীনুর আজিজ খিতাপচরী, ইয়াকুব ভাণ্ডার দরবার শরীফের পক্ষে শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী, রাহাতিয়া দরবার শরীফের পক্ষে সৈয়দ মুহাম্মদ গোলাম রসুল নইমী, ধলই আমিন ভাণ্ডার দরবার শরীফের পক্ষে সৈয়দ আবদে মোস্তফা তারেক, সৈয়দ এমদাদুল, আশিয়া দরবার শরীফের পক্ষে মোহাম্মদ শাহাদাত আনোয়ার চৌধুরী, চন্দনাইশ রহমানিয়া দরবার শরীফের পক্ষে মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী, বছির ভাণ্ডার দরবার শরীফের পক্ষে সৈয়দ শামসুল আলম সানজারী, সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব এডভোকেট কাজী মহসিন চৌধুরী, পরিচালক আলহাজ্ব কাজী মোহাম্মদ শহিদুল্লাহ্, বাংলাদেশ সুপ্রিম পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি এস এম শাহাব উদ্দিন, খলিফা আব্দুল কুদ্দুছ মাইজভাণ্ডারীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

মিলাদ কিয়াম শেষে সর্বশেষ বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

25/10/2025

"শুধু মাত্র সুফিবাদীদের হাতেই মানুষ যুগে যুগে নিরাপদ ছিলো, কেয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে।"
-ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী মাইজভাণ্ডারী

রওজা এ হযরত গাউসুল ওয়ারা সাইয়‍্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (ক.) এর নকশা তৈরি করেছেন শাহজাদা স...
23/10/2025

রওজা এ হযরত গাউসুল ওয়ারা সাইয়‍্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী (ক.) এর নকশা তৈরি করেছেন শাহজাদা সাইয়্যিদ মাশুক-এ মাইনুদ্দীন এবং তুরস্কের আর্কিটেক স্থপতি ও আন্তর্জাতিক মানের প্রকৌশলীদের মাধ্যমে কমপ্লেক্স নির্মাণ করা হবে।ইনশাআল্লাহ।

আল্লাহ এই প্রকল্পে বরকত দান করুন এবং আমাদের সাফল্য দান করুন। আমিন।

Alhamdulillah this is the proposed initial plan for the Complex of Gausul Wara Shaykh-ul Islam, Sayeed Mainuddin Ahmed Al Hasani Wal Hossaini and Ahlul Bayt Grand Mosque.
May Allah bless this project and grant us success. Ameen
:Design created by Sayeed Mashuk Mainuddin and Architect from Turkiye.

সারাদিন ফেসবুকের রিলস দেখে সময় নষ্ট না করে, সেই সময়টা নিজের কোনো স্কিল উন্নয়নে ব্যয় করুন। আজকের ছোট্ট প্রচেষ্টাই আগামীকা...
23/10/2025

সারাদিন ফেসবুকের রিলস দেখে সময় নষ্ট না করে, সেই সময়টা নিজের কোনো স্কিল উন্নয়নে ব্যয় করুন। আজকের ছোট্ট প্রচেষ্টাই আগামীকালের বড় সাফল্যের ভিত্তি গড়ে তোলে। 🌱
প্রতিদিন কয়েক ঘণ্টা যদি রিলস দেখার পরিবর্তে কোনো নতুন দক্ষতা অর্জনে ব্যয় করেন, তবে একদিন সেই দক্ষতাই আপনাকে আলাদা পরিচয় দেবে। 🚀

আলহামদুলিল্লাহ, এটি গাউসুল ওয়ারা শায়খুল ইসলাম, সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী (ক.) এর মাজার এবং আহলুল ...
23/10/2025

আলহামদুলিল্লাহ, এটি গাউসুল ওয়ারা শায়খুল ইসলাম, সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী (ক.) এর মাজার এবং আহলুল বাইত গ্র্যান্ড মসজিদ কমপ্লেক্সের প্রস্তাবিত প্রাথমিক পরিকল্পনা।
আল্লাহ এই প্রকল্পে বরকত দান করুন এবং আমাদের সাফল্য দান করুন। আমিন।

নকশাটি তৈরি করেছেন সাইদ মাশুক মাইনুদ্দিন এবং টার্কিয়ের স্থপতি কোম্পানি।

আলহামদুলিল্লাহ, এটি গাউসুল ওয়ারা শায়খুল ইসলাম, সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী (ক.) এর মাজার এবং আহলুল ...
23/10/2025

আলহামদুলিল্লাহ, এটি গাউসুল ওয়ারা শায়খুল ইসলাম, সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী (ক.) এর মাজার এবং আহলুল বাইত গ্র্যান্ড মসজিদ কমপ্লেক্সের প্রস্তাবিত প্রাথমিক পরিকল্পনা।
আল্লাহ এই প্রকল্পে বরকত দান করুন এবং আমাদের সাফল্য দান করুন। আমিন।

নকশাটি তৈরি করেছেন সাইদ মাশুক মাইনুদ্দিন এবং টার্কিয়ের স্থপতি কোম্পানি।

Alhamdulillah this is the proposed initial plan for the Complex of Gausul Wara Sheikhul Islam Sayeed Mainuddin Ahmed Al Hasani Wal Hossaini and Ahlul Bayt Grand Masjid.
May Allah bless this project and grant us success. Ameen
:Design created by Sayeed Mashuk Mainuddin and Architect from Turkiye.

Address

82 Shah Ali Bag, Mirpur/1
Dhaka
1216

Telephone

+8801894151516

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUFIS TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SUFIS TV:

Share

Category