SUFIS TV

SUFIS TV Sufism all over the world. It is a peace and solidarity based media that publishes video content. We
(1)

বাড়তি নিরাপত্তা জোরদারে মাইজভাণ্ডার দরবার শরীফে প্রশাসনিক সমন্বয় সভা ১৬-১৯ আগষ্ট হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারীর ...
06/08/2025

বাড়তি নিরাপত্তা জোরদারে মাইজভাণ্ডার দরবার শরীফে প্রশাসনিক সমন্বয় সভা

১৬-১৯ আগষ্ট হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারীর ১৪ তম বার্ষিক ওরশ শরীফ

চলতি আগস্ট মাসের ১৬-১৯ তারিখ চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে হযরত গাউছুল ওয়ারা শায়খুল ইসলাম শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারীর (ক.) ১৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট ও মইনীয়া যুব ফোরাম সহ বিভিন্ন সংগঠনের সমন্বয়ে ৪দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিল কর্তৃপক্ষ। ওরশ শরীফের প্রতিদিন বিশেষ নসিহত, দোয়া ও সমাপনী দিবসে আখেরী মুনাজাত পরিচালনা করবেন, মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের সাজ্জাদানশীন (গদীনশীন পীর) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। বুধবার (৬ আগষ্ট) সন্ধায় ওরশ শরীফ উপলক্ষে আগত জনসমাবেশে নিরাপত্তা জোরদার ও আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রস্তুতিমূলক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডার গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের সেমিনার হলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা শাহ্জাদা শায়খ সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব আলহাজ্ব কাজী মহসিন চৌধুরী, ফটওকছড়ি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, ফটিকছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মোরশেদ মুন্না ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবু এখলাছ ঝিনুক প্রমুখ। প্রতি বছরের মত এবারও ওরশ শরীফের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওরশ শরীফে আগত আশেক, ভক্ত, মুরিদানদের জানমালের নিরাপত্তা, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, পরিবেশ বান্ধব স্যানিটেশন, বিশুদ্ধ পানীয়, প্রয়োজনীয় ওষুধসহ বিশেষজ্ঞ ডাক্তার ও এম্বুলেন্স’র ব্যবস্থা থাকবে। ওরশ শরীফ সুষ্ঠুভাবে সফল করতে পল্লী বিদ্যুৎ, জনস্বাস্থ্য অধিদফতর, সড়ক ও জনপথ, জনপ্রতিনিধি, স্থানীয়দের সঙ্গে বিশদভাবে আলোচনা হয়। সভায় পুরো ওরশ শরীফ যথাযোগ্য মর্যাদার সাথে পালনে আন্তরিক আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানকে প্রাঞ্জল, ভক্ত আশেক মুরিদানদের পবিত্র সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষা, আনুষ্ঠানিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে মাহফিলকে সফল করার উপরও গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও ওরশ শরীফ পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ মইনুদ্দীন মাইজভাণ্ডারী বলেন, সততা সহিষ্ণুতা সহানুভূতি ধৈর্য্য, ক্ষমা ও ত্যাগ ধর্মের মূল সোপান। এই গুণেই হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী মানুষকে মানবতা, মানবপ্রেম ও সম্প্রীতির আদর্শে উদ্বুদ্ধ করেন। তিনি তরীকায়ে মাইজভাণ্ডারিয়া কে বৈশ্বিক রূপদান করেন। পবিত্র ওরস শরীফ উপলক্ষে গৃহীত কর্মসূচি সমূহ বাস্তবায়নে তিনি প্রশাসন, এলাকাবাসী, ভক্ত অনুরক্ত সহ সকলের সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, হযরত শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী মাইজভাণ্ডার দরবার শরীফের মধ্যমণি ও শান্তির মহাব দূত হিসেবে বিশ্বমঞ্চে ব্যাপক সমাদৃত হন। তিনি অসাম্প্রদায়িক মনোভাব, সাম্য ও সম্প্রীতির আদর্শ প্রচারের জন্য এবং বিশ্বজুড়ে ইসলামের সঠিক মর্মবাণী সুফিবাদ প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর ওরশ শরীফ প্রতি বছর মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। যেখানে লাখো ভক্ত-জনতা অংশগ্রহণ করে। প্রতিবছরের ন্যায় এ বছরও বর্ণাঢ্য আয়োজনে এই ওরস শরীফ আয়োজন হবে। তিনি আরো বলেন, ওরশ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তগণের গাড়ি নিরাপদে রাখার ব্যবস্থা এবং রাস্তায় যেন অতিরিক্ত জ্যাম না লাগে সে ব্যবস্থা করা হবে। মেলায় কোন প্রকার জুয়া বা সার্কাস রাখা যাবে না। অসামাজিক ও নেশা জাতীয় কর্মকান্ড থেকে ভান্ডার শরীফকে মুক্ত রাখতে হবে। এছাড়াও বর্ণাঢ্য কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি। সভায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ভক্ত আশেকানসহ বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীল ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলীর ইন্তেকালে বিএসপি চেয়ারম্যানের শোকবার্তা:আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ও বিশিষ্ট স...
03/08/2025

পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলীর ইন্তেকালে বিএসপি চেয়ারম্যানের শোকবার্তা:

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ও বিশিষ্ট সুফি ব্যক্তিত্ব প্রফেসর ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (৩ আগষ্ট) রাত সাড়ে তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, মাইজভাণ্ডার দরবার শরীফের পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি'র চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী। এক শোকবার্তায় তিনি বলেন, প্রফেসর এম. শমশের আলী একজন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী তাতেই শেষ নয়। তিনি একজন প্রখ্যাত সুফি ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি আউলিয়ায়ে কেরাম চর্চিত সুফিবাদ প্রচারে নিবেদিত প্রাণ ছিলেন। বিএসপি চেয়ারম্যান বলেন, ইসলাম একটি আধুনিক ধর্ম। ইসলাম কোনোভাবেই বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়। ইসলাম ও বিজ্ঞানের সমন্বিত উদারনৈতিক সুফিবাদী দর্শন প্রচারে অসামান্য অবদান রেখেছেন প্রফেসর এম শমশের আলী। তাঁর ইন্তেকালে আজ দেশ একজন সূর্য সন্তান কে হারালো। তার অসামান্য কীর্তির কথা দেশ জাতি আজীবন স্মরণে রাখবেন বলে আশাকরি। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। প্রফেসর এম শমশের আলী (জন্ম: ২১ নভেম্বর ১৯৩৭) হলেন বাংলাদেশের একজন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী। তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রাক্তন সভাপতি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি সাবেক উপাচার্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা উপাচার্য।

মুন্সিগঞ্জে তাসাউফভিত্তিক মাহফিলে ডেঙ্গু সচেতনতার বার্তা দিলেন শাহজাদা মেহবুব-এ-মইনুদ্দীনমুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৫: আঞ্জ...
02/08/2025

মুন্সিগঞ্জে তাসাউফভিত্তিক মাহফিলে ডেঙ্গু সচেতনতার বার্তা দিলেন শাহজাদা মেহবুব-এ-মইনুদ্দীন

মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৫:

আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার আয়োজিত মাসিক তাসাউফভিত্তিক মাহফিলে আজ মুন্সিগঞ্জে ডেঙ্গু সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন হয়রত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, শাহজাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন।

তিনি বলেন, “ডেঙ্গু একটি বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা। এটা কেবল চিকিৎসকদের দায়িত্ব নয়—মানবিক বিবেচনায় আমাদের সকলেরই দায়িত্ব ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়া এবং অন্যদের সচেতন করা।”

প্রত্যেক মাসের মতোই আজকের মাহফিলেও আধ্যাত্মিক চর্চা, জিকির ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কিন্তু ব্যতিক্রম ছিল একটিই—ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপকে কেন্দ্র করে জনসচেতনতায় শাহজাদার এই আহ্বান।

তিনি বলেন, “মাইজভাণ্ডারী আদর্শ কেবল আত্মার উন্নয়ন নয়, সমাজের সেবাও শেখায়। তাই আমাদের সৃষ্টির সেবায় এগিয়ে আসতে হবে। ডেঙ্গু থেকে মানুষকে রক্ষা করাও এখন এক প্রকার ইবাদত।”

বক্তব্যে শাহজাদা মেহবুব-এ-মইনুদ্দীন ডেঙ্গু প্রতিরোধে যেসব বিষয় অনুসরণ করা দরকার তা সহজভাবে ব্যাখ্যা করেন। যেমন: জমে থাকা পানিতে মশা ডিম পাড়ে, তাই বাড়ির আশপাশে পানি জমে থাকতে না দেওয়া। ফুলের টব, ছাদ, কিংবা অব্যবহৃত পাত্রে পানি না জমতে দেওয়া। ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং দরজা-জানালায় নেট বসানো। লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

তিনি বলেন, “আমরা যদি আমাদের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, তবে মশার জন্মই হবে না। একজন দায়িত্বশীল মানুষ হিসেবে এটাই আমাদের করণীয়।”

স্থানীয় শতাধিক মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন। বক্তৃতার পর অনেকেই জানান, ডেঙ্গু নিয়ে এইভাবে আধ্যাত্মিক সভায় সচেতনতা ছড়ানো সত্যিই অনন্য উদ্যোগ।

একজন স্থানীয় মুরুব্বি বলেন, “শুধু নামাজ-জিকির নয়, এই ধরনের সচেতনতা আমাদের অনেক কিছু শেখায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে।”

মাহফিলের শেষে মোনাজাতে দেশের সার্বিক মঙ্গলেট জন্য দোয়া করা হয়। এ মাহফিল এক অনন্য নজির হয়ে উঠেছে—যেখানে ধর্ম, আধ্যাত্মিকতা ও জনসচেতনতা মিলেছে একই বন্ধনে।

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়াবরাকাতুহু মহান আল্লাহর অশেষ রহমতে, প্রিয় নবিজী (সাল্লাল্লাহুর আলাইহে ওয়া সাল্লাম) এর...
29/07/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়াবরাকাতুহু

মহান আল্লাহর অশেষ রহমতে, প্রিয় নবিজী (সাল্লাল্লাহুর আলাইহে ওয়া সাল্লাম) এর নেক নজরে এবং হযরত কেবলা, বাবাভাণ্ডারী ও প্রাণপ্রিয় মুর্শিদের ওছিলায় ১২/১৫ দিন তীব্র ঠাণ্ডা ও জ্বরজনিত অসুস্থতা কাটিয়ে আলহামদুলিল্লাহ্ এখন ভালো আছি।

সবাইকে জানানো সম্ভব ছিল না। দর্শনার্থীদের ভিড় হবে বলে, হাসপাতাল কতৃপক্ষের অনুরোধে আত্নীয় স্বজন, ভক্ত-অনুরক্ত কাউকে জানানো থেকে বিরত থেকেছে আমার পরিবার। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কিন্ত যারা ভালবাসার মানুষ তাদের না বললেও তারা প্রিয় মানুষের ভাল-মন্দ অন্তর থেকে অনুভব করে।সবার ভালবাসা ও দোয়ায় মহান আল্লাহ্ সুস্থতা দান করেছেন।

ইনশাআল্লাহ্ আগামী ১৭ই আগস্ট থেকে ২০ই আগস্ট, ২০২৫ পর্যন্ত ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে মুর্শিদ কেবলার বার্ষিক ওরশ শরীফে সকলের সাথে সাক্ষাৎ করতে পারবো।

মহান আল্লাহ্ আমাদের সহায় হোন।বেহুরমতে সায়‍্যিদিল মুরসালিন।

29/07/2025

প্রত্যেকটি কর্মই নিয়তের উপর নির্ভরশীল।

"শাহজাদা ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

SUFIS TV

হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর শোকবার্তা: মশুরীখোলা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ মোহাম্মদ আহ...
29/07/2025

হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর শোকবার্তা:

মশুরীখোলা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ মোহাম্মদ আহছানুজ্জামানের ইন্তেকাল

ঢাকার নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ মোহাম্মদ আহছানুজ্জামান রহমাতুল্লাহি আলাইহি মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সুফি স্টাডিজের প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি'র চেয়ারম্যান, সাজ্জাদানশীন-এ দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাদ্দাজিল্লুহুল আলী। এক শোকবার্তায় তিনি বলেন, রাজধানী ঢাকায় প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিকভাবে সুন্নীয়ত ও তরিকতের খেদমতে মাওলানা শাহ্ মোহাম্মদ আহ্ছানুজ্জামান সাহেবের অবদান অনস্বীকার্য। তাঁর ইন্তেকাল নিঃসন্দেহে সুন্নীয়তের জন্য অপূরণীয় ক্ষতির কারণ। বিএসপি চেয়ারম্যান বলেন, তাঁর সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল। তিনি একজন অমায়িক ও বিনয়ী আচরণের উৎকৃষ্ট উদাহরণ ছিলেন। আমি তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে মহান রবের দরবারে আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আগামীকাল ৩০ জুলাই (বুধবার) সকাল ১১ টায় মশুরীখোলা দরবার শরীফে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

🌍 Dr. Sayeed Saifuddin Ahmad Maizbhandari Attends the 5th International Sufi Conference 🌍📍 Fez, Morocco | 12–13 August 2...
26/07/2025

🌍 Dr. Sayeed Saifuddin Ahmad Maizbhandari Attends the 5th International Sufi Conference 🌍
📍 Fez, Morocco | 12–13 August 2025

At the 5th International Sufi Conference themed “The Sufi Path: Human Development & Homeland Protection,” more than 300 spiritual leaders, scholars, and humanitarians from 30 countries will gather in the historical city of Fez, Morocco.

From Bangladesh, the distinguished guest Dr. Sayeed Saifuddin Ahmad Al-Hasani Maizbhandari (Ma.Zi.A.) will represent the country as a prominent spiritual and humanitarian figure —
A renowned leader of the Maizbhandari Sufi Order
A torchbearer of love, peace, and spiritual revival
Founder of the Mainia Youth Forum

At this prestigious global platform, he will present the message of spiritual harmony, human development, and the protection of homeland, reflecting the essence of Sufism rooted in peace and compassion.
His participation will further uplift the global recognition of Bangladesh's spiritual heritage and the legacy of Maizbhandari teachings, In shaa Allah.










২৪ জুলাই বৃহস্পতিবার আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডায়ী ওমান সেন্ট্রাল শাখা ও মইনীয়া যুব ফোরাম ওমান সেন্ট্রাল শাখা...
25/07/2025

২৪ জুলাই বৃহস্পতিবার আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডায়ী ওমান সেন্ট্রাল শাখা ও মইনীয়া যুব ফোরাম ওমান সেন্ট্রাল শাখার যৌথ উদ্যোগে* ওমান মোসানা তারিফ মাইজভান্ডারী খানকা শরীফে।

পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ১তম হোসাইনী কনফারেন্স ও মাইজভান্ডার দরবার শরীফের পূর্ণ রূপদানকারী ইউছুফ-এ ছানী (হযরত গাউসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী) কেবলা কাবার পবিত্র চন্দ্র বার্ষিকী ও নবগঠিত আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ও মঈনিয়া যুব ফোরাম ওমান সেন্ট্রাল শাখার অভিষেক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারি শাহাজাদা ডাঃ সৈয়দ দিদারুল হক, মাইজভান্ডারী স্মরণ সভা ও উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহত ভাইবোনদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মইনিয়া যুব ফোরাম ওমান সেন্ট্রাল শাখার সভাপতি :- মোহাম্মদ রফিক মিয়ার সঞ্চালনায়। উক্ত মাহফিলে

সভাপতিত্ব করেন- আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ওমান সেন্ট্রাল শাখার সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আব্দুল জলিল ভান্ডারী-

★ প্রধান অতিথি -আশেকানে মাইজভান্ডারি কমিটি মোসানা শাখার সভাপতি জনাব আলহাজ্ব মোঃ নুরুন্নবী ভান্ডারী -

★উদ্বোধক-মো: জয়নাল আবেদীন মামুন -- সহ-সভাপতি :- আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ওমান সেন্ট্রাল শাখা

★ প্রধান বক্তা - মো: হেলাল উদ্দিন মাইজভান্ডারী

★ বিশেষ বক্তা -মো: হারুনুর রশীদ মাইজভান্ডারি -সাধারন সম্পাদক -আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ওমান সেন্ট্রাল শাখা।

পরিশেষে মিলাদ কিয়াম জিকির ও সমগ্র বিশ্বের শান্তি কামনা এবং ওমানের বর্তমান সুলতানের, মহামান্য সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের জন্য দোয়া করা হয়।

উক্ত মাহফিলে সর্বশেষ সেমা মাহফিল অনুষ্ঠিত হয় তারপর তাবারুক বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

23/07/2025

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘ....

একটি শোক সংবাদ আওলাদে রাসূল ﷺ, আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী ইন্তেকাল কর...
23/07/2025

একটি শোক সংবাদ
আওলাদে রাসূল ﷺ, আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাদ এশা মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Address

82 Shah Ali Bag, Mirpur/1
Dhaka
1216

Telephone

+8801894151516

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUFIS TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SUFIS TV:

Share

Category