27/09/2025
কথিত নাবালক মুফতিসহ স্বার্থন্বেষী মহলের অপপ্রচারের জবাবে একটি সূক্ষ্ম বিশ্লেষণ
ফিতনাবাজীর কারণে যারা ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কমিটির পদ পদবী থেকে বঞ্চিত হয়েছে ওই সমস্ত পদলোভী স্বার্থান্বেষী মোল্লারা ৬ বছর আগের একজন বিদেশী বক্তার একটা গজল গাওয়াকে কেন্দ্র করে বিশ্ব আধ্যাত্মিক সাধনার প্রাণকেন্দ্র দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডার শরীফ কে নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত হয়েছে। সচেতন সুন্নী মোসলমানরা এই সমস্ত ফিতনাবাজী মোল্লা ও সুবিধাবাদীদের কথাবার্তায় বিভ্রান্ত না হয়ে এহেন ঘৃণিত কর্মকাণ্ডকে কঠোর হস্তে রুখে দেবেন। ইনশাআল্লাহ্!
আসল কথা হচ্ছে এখানে কোনভাবেই কোন কারনেই কোনক্রমেই কোন যুক্তিতেই কলেমা শরীফ বিকৃত করা হয়নি এবং কলেমা শরীফ পাঠ করাও হয়নি। মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলীর খোশরোজ শরীফ উপলক্ষে আজ থেকে প্রায় ৬ বছর আগে একটি মানকাবাত (গজল) রচনা করেন বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক ইসলামিক স্কলার, যিনি জাতিসংঘসহ বিশ্বের সর্বোচ্চ ফোরামগুলোতে সুন্নী-সুফি ইসলামের প্রতিনিধিত্ব করেন, আফ্রিকান বংশদ্ভূত-আমেরিকার নাগরিক, ড. শায়খ আহমদ তিজানী বিন ওমর হাফিজহুল্লাহ্। উনার সম্পর্কে মোটামুটি ধারণা অর্জন করতে হলে গুগল সার্চ অপশনে গিয়ে উইকিপিডিয়াতে তার নাম লিখে সার্চ করুন।
তিনি এখানে 'সিররি রাসুলিল্লাহ্, সাইফুদ্দীনি ওয়ালিউল্লাহ্' সহ আরো বিভিন্ন শব্দের পরে তিনি সাইফুদ্দীনি ওয়ালিউল্লাহ্ শব্দটি ব্যবহার করেছেন। উনার গজলের মোদ্দা কথা হলো- আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এবং নি:সন্দেহে সাইফুদ্দীন সাহেব আল্লাহর অলি। এখানে বলেছেন-" আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মা'বুদ নেই " অর্থাৎ অনেকেই অপবাদ দিয়ে বলে থাকেন তরিকতপন্থীরা পীরকে আল্লাহ বা খোদা মনে করে। নাউজুবিল্লাহ্! এর জবাবে শায়খ আহমদ তিজানী বুঝাতে চেয়েছেন, মুর্শিদ কে আমরা আল্লাহ বলিনা " মুর্শিদ সাইফুদ্দীন আল্লাহ নয় বরং আল্লাহর ওলি। ডামিশ মোল্লা কথার মর্ম না বুঝে গাঁজাখুরি কথা বলে সুন্নি জমাতের মধ্যে আবারো অনৈক্য সৃষ্টির অশুভ পায়তারায় নেমেছে।
মিশরের আল আজহার ইউনিভার্সিটি ও ইরাকের বাগদাদ ইউনিভার্সিটি থেকে গ্রেজুয়েট ইসলামিক স্কলার, তাসাউফ গবেষক, শায়খ মুফতি বাকিবিল্লাহ্ আল আজহারী এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, বক্তব্যের ছিয়াক সবক ( বক্তব্যের পূর্বের কথা ও পরের কথা) বুঝে কথা বলতে হয়। প্রেত্যেক কর্মের ফল নিয়্যত এর উপর নির্ভরশীল। হাদীসের জগতের প্রথম হাদীস শরীফ "" ইন্নামাল আ' মালু বিন্যিয়্যাত""। কলেমা অপরিবর্তনশীল কেননা আমাদের নবীর পর আর কোনো নবী আসবেনা। এখানে ছন্দ মিলাতে গিয়ে বলেছেন-"" লাইলাহা ইল্লাল্লাহ, সাইফুদ্দিনি ওয়ালি উল্লাহ"অর্থ : আল্লাহ ছাড়া কোনো মা' বুদ নাই এবং নি:সন্দেহে সাইফুদ্দিন সাহেব আল্লাহর অলি। এটি কলেমা নয় একটা গানের ছন্দ মাত্র। এ বিষয়ে অনলাইনে যারা অপপ্রচার ও কাদা ছোড়াছুড়ি করছে তাদের বুঝা উচিত যে, যিনি এই গজল পরিবেশনা করেছেন তিনি আন্তর্জাতিক স্বীকৃত ইসলামিক স্কলার ও ইসলাম ধর্মের 'লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ' এই কলেমায় বিশ্বাসী একজন প্রভাবশালী সুফি মুসলিম ব্যক্তিত্ব।
সুতরাং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিংসা পরায়ণ হয়ে কারো মর্যাদাহানির উদ্দেশ্যে কিংবা গজলের ছন্দের আগের পরের শব্দ বিচার-বিশ্লেষণ না করে ফ্যাসাদ তৈরি করা কোন জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে না। মহান আল্লাহ পাক আমাদের কে সহীহ্ সমঝ দান করুক, আমিন।
গবেষকদের গবেষণার সুবিধার্থে উক্ত গজলের পুরোপুরি লিংক নিচে দেওয়া হলো। যারা সত্যিকার অর্থে বিষয়টা সঠিকভাবে অনুধাবন করতে চাচ্ছেন দয়া করে উক্ত গজল একটি বার হল পুরাপুরি শুনুন। এরপরই মোনাফেকদের মুনাফেকি ধরা খাবে।
https://www.facebook.com/share/v/1CoNX4o645/
লেখক,
মোহাম্মদ কেরামত আলী মাইজভাণ্ডারী
ধর্মবিষয়ক সম্পাদক, মইনীয়া যুব ফোরাম