Deb Chowdhury

Deb Chowdhury If you're not somebody, you're nobody ❤️💚

27/09/2025

অভিষেক শর্মাই ট্রাম্পকার্ড, শাহীন আফ্রিদিকে জ্বলতে হবে। এশিয়া কাপ ফাইনালেও কি ভারতের কাছে শিশু হয়েই থাকবে পাকিস্তান?

Deb Chowdhury

26/09/2025

টাইগার ড্রেসিংরুমে স্বজনপ্রীতির অভিযোগ! ক্ষমতাবান কোচদের পছন্দের, তাই পারফর্ম না করেও টিকে আছেন, একাদশে নিয়মিত সুযোগও পাচ্ছেন জাকের আলীসহ অন্যরা।

Deb Chowdhury

26/09/2025

ইমন বা তামিমের জায়গায় সৌম্য, জাকেরের বদলে সাব্বির, কিংবা অমুকের জায়গায় তমুক, দয়া করে এই স্টুপিড আলাপগুলা কইরেন না! ৩২/৩৩ বছর বয়স হয়ে যাওয়া, জাতীয় দলে ৮-১০ বছর খেলে চূড়ান্ত অধারাবাহিক এবং প্রুভেন ফেইলিওর যারা, তাদের নিয়ে টানাটানি কইরেন না!

রিপ্লেসমেন্টের কথা যদি ভাবেন, তাইলে দয়া করে ভবিষ্যৎ চিন্তা করে নতুনদের নিয়ে আলাপ তুলেন। পুরনোদের নিয়ে অযথা বাজার গরম করার চেষ্টা কইরেন না। বাংলাদেশের পূর্ববর্তী জেনারেশনের সব ক্রিকেটারকে দেখা হয়ে গেছে। এদের সামর্থ্য কতটুকু, কে কতটুকু করে দেখাতে পারে সবাই দেখছে, জানে। এদের নিয়ে অযথা টানাটানির আর কোন মানে আছে বলে আমার মনে হয় না। তারপরও, এদের নিয়ে যারা বটতলার ক্যানভাসারদের মত গলাবাজি করে, তাদের আধুনিক ক্রিকেট এবং বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে হয় কোন ধারণা নাই অথবা এরা জেনে বুঝে গলাবাজি করে অর্থাৎ এদের উদ্দেশ্য খারাপ, অসৎ।

25/09/2025

নায়ক হতে গিয়ে দেশকে ডোবালেন ইমন-হৃদয়-জাকের-সোহানরা! দর্শকরা হলেন প্রতারিত, ছি: এগুলো ব্যাটিং? বোলারদের দারুণ পারর্ফম্যান্সের পরেও ব্যাটসম্যানরা নূন্যতম কমনসেন্স দেখাতে পারে নাই, তারা হয়তো জিততেই চায় নাই!

বিসিবি নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের দেওয়া স্ট্যাটাসগুলো যদি ফাইনাল পরীক্ষার প্রশ্নের উত্তরে লিখতো, এবং আ...
25/09/2025

বিসিবি নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের দেওয়া স্ট্যাটাসগুলো যদি ফাইনাল পরীক্ষার প্রশ্নের উত্তরে লিখতো, এবং আপনি যদি শিক্ষক হিসেবে খাতা দেখতেন, এদের আপনি দশের মধ্যে কত নম্বর দিতেন? 😎

দশের মধ্যে আমি দিতাম ২.৫ 🥴🥴 ডাহা ফেল।

খাতা দেখামাত্র বুঝে ফেলতাম, এরা একজন আরেকজনেরটা দেখে লিখছে, দাড়ি কমা সহ 🥱

24/09/2025

৫ ছক্কায় সাইফের দূর্দান্ত ৬৯, তামিম-ইমন-জাকেরদের কান্ডজ্ঞানহীন নির্বোধ ব্যাটিং! বাটে পেয়েও ভারতকে হারানো গেলো না!

বোলিংয়ের রিশাদ-সাকিব-মুস্তাফিজ ছিলেন দারুণ, অধিনায়ক জাকের আলী অভিষেক শর্মার ক্যাচ মিস করেই দলকে ডুবিয়েছেন।

Deb Chowdhury

23/09/2025

ভারতকে হারাতে দরকার ২০১৫ সালের “ দ্য ফিজ”, ২০২২ বিশ্বকাপের অ্যাডিলেডের “লিটন” আর দূর্দান্ত সাহসী বাংলাদেশী ১১ ক্রিকেটার !

Deb Chowdhury

বিসিবির নির্বাচনী লড়াইয়ে ফারুক আহমেদের ঢুকে যাওয়া মোটেও কোন নাটকীয় ঘটনা না, হুট করে তৈরি হওয়া বা বিচ্ছিন্ন কোন ইস্য...
23/09/2025

বিসিবির নির্বাচনী লড়াইয়ে ফারুক আহমেদের ঢুকে যাওয়া মোটেও কোন নাটকীয় ঘটনা না, হুট করে তৈরি হওয়া বা বিচ্ছিন্ন কোন ইস্যুও না, কাকতালীয় তো অবশ্যই না!

যারা এই ব্যাপারটাকে নাটকীয় মনে করছেন, বিনীতভাবে তাদের বলতে চাই, "বিসিবির নির্বাচন মেকানিজম" সম্পর্কে হয় আপনাদের কোন ধারণা নাই অথবা ভেতরে কি ঘটছে, সেগুলোর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সাথে যথেষ্ট আলোচনা করেন নাই!

একমাস আগে

ইয়েস; একমাস আগে এই ইস্যুতে আলোচনা করেছিলাম। যদিও তখন যে মেরুকরণ ছিল, বর্তমানে সেটা বদলে গেছে কিন্তু ফারুক আহমেদ নির্বাচনী সার্কেলে আগেও ছিলেন।

নির্বাচনের মাঠে শত্রুর শত্রু সব সময়ই বন্ধু! এটা অনেকেরই মাথায় থাকে না। যতক্ষণে বোঝে, ততক্ষণে অনেক দেরি।

মশার উৎপাত বেড়ে গেছে!
22/09/2025

মশার উৎপাত বেড়ে গেছে!

21/09/2025

ক্রিকেট স্কুলে ভারত যেন ক্লাস টেনের “বড় ভাই”, আর পাকিস্তান ক্লাস ফাইভে ফেল করা মাথামোটা ছাত্র!
তবুও কেন আম্পায়ারিংয়ে পক্ষপাতিত্ব?
"ভারত-পাকিস্তান বিগ ম্যাচ" কথাটাই এখন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় তামাশা!

Deb Chowdhury #

যদি পাইক্কারা কোনভাবে জিতে যায়, তাইলে কিন্তু এশিয়া কাপ জমজমাট! একদম পকাৎ হয়ে যাবে সবকিছু।পাকিস্তান হারাবে ভারতকে! ভার...
21/09/2025

যদি পাইক্কারা কোনভাবে জিতে যায়, তাইলে কিন্তু এশিয়া কাপ জমজমাট! একদম পকাৎ হয়ে যাবে সবকিছু।

পাকিস্তান হারাবে ভারতকে!
ভারত হারাবে শ্রীলঙ্কাকে!
বাংলাদেশ আবার ভারতকে হারাবে!
শ্রীলঙ্কা পাকিস্তানকে হারাবে!

ওগো, এতো সুখ আমি রাখবো কোথায় 🥴

ক্রিকেট বোর্ড নির্বাচনে কাউন্সিলর প্রেরণে সরকারি হস্তক্ষেপ, সভাপতির নির্বাহি ক্ষমতার অপপ্রয়োগ এবং আইসিসির গাইডলাইনকে চ্...
21/09/2025

ক্রিকেট বোর্ড নির্বাচনে কাউন্সিলর প্রেরণে সরকারি হস্তক্ষেপ, সভাপতির নির্বাহি ক্ষমতার অপপ্রয়োগ এবং আইসিসির গাইডলাইনকে চ্যালেঞ্জ করে ক্ষমতা কুক্ষিগত করার বিসিবি এবং সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা, বিভাগীয় এবং ক্লাব সংগঠকরা রোববার দুপুর ৩টায় সংবাদ সম্মেলনে আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে দেশের সকল বিভাগের ক্রীড়া সংগঠক এবং ঢাকার ক্লাব সংগঠকরা উপস্থিত থাকবেন ।

ওপরের লেখাটা একটা প্রেস রিলিজ।

***" একদিকে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে ভালো খেলছে, জয় পাচ্ছে, এশিয়া কাপের ফাইনাল খেলার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে; অন্যদিকে বিসিবির ইলেকশান নিয়ে যতরকম "নির্বাচনী খেলা" সম্ভব, নির্বাচনে আগ্রহী প্রায় সব পক্ষই সেই খেলায় নেমে গেছে 😤😤

একটা ব্যাপার নিশ্চিত, বাংলাদেশে যে কোনো পর্যায়ের নির্বাচনে, অংশগ্রহণকারী প্রায় প্রতিটা পক্ষ সুযোগ পাওয়া মাত্র নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে। যার ক্ষমতা বেশি সে বেশি করে, যার ক্ষমতা কম সে কম করে, কিন্তু করে!!

আমরা আশা করি ক্রিকেট ভালো চলবে।
ক্রিকেট দল ভালো খেলবে।
বাংলাদেশ ক্রিকেটে খুব ভালো অবস্থান তৈরি করবে।

কিন্তু

যারা ক্রিকেটটা চালাবেন, তাদের ক্রিকেটে আসার শুরুটাই যদি প্রশ্নবিদ্ধ হয়, আপনি আমি কিভাবে আশা করি বাংলাদেশ ক্রিকেট খুব ভালো হবে? ক্রিকেট বোর্ড কিংবা বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কার্যকলাপই ঠিক নাই! ক্রিকেট কেমনে ঠিক হবে?

জাস্ট দিন দুয়েক আগে লিখেছিলাম, এশিয়া কাপের ডামাডোলে বিসিবির নির্বাচন নিয়ে যে ধরনের কার্যকলাপ হচ্ছে, সেগুলো থেকে আমাদের নজর যেন সরে না যায়! যারা মাঠের সাংবাদিকতা করেন, এই ক্রীড়া সাংবাদিক ভাইয়েরা একটু নজর রাইখেন প্লিজ 🙏

মনে রাইখেন, একটা ভালো ক্রিকেট দল হওয়ার জন্য ভালো ক্রিকেটার যেমন গুরুত্বপূর্ণ, ক্রিকেট বোর্ড যারা চালাবেন সেখানেও ভালো এবং যোগ্য মানুষ থাকা একইভাবে গুরুত্বপূর্ণ!

Address

Gulshan/02
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deb Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deb Chowdhury:

Share

Deb Chowdhury

সত্য-মিথ্যা যাচাই নয়, ঘটনা যা; তাই আমার কথা.... Official page of Deb Chowdhury.

I’m Debdulal Chowdhury, a Journalist from Bangladesh; known as Deb Chowdhury in Bangladesh Media. I’ve started my journalist career back in 2011, as a sports reporter in Independent Television LTD, Bangladesh. I had joined Ekattor Media LTD. (Ekattor TV) on 2012 and still working there as a Senior Reporter. Apart from daily reporting, hosting talk shows in Ekattor TV is a part of my job. In this page I analyse and discuss various sports, along with different local and global events as a journalist.