Our iman

Our iman ইসলাম নিয়ে জানতে our iman পড়ুন

আমাদের মেয়েদের নিরাপত্তা আমরাই দিতে হবে। ওদের আইন ধর্ষণ বন্ধ করতে পেরেছে?  লুটপাট বন্ধ করতে পারছে? খুন বন্ধ করতে পারছে?
22/10/2025

আমাদের মেয়েদের নিরাপত্তা আমরাই দিতে হবে। ওদের আইন ধর্ষণ বন্ধ করতে পেরেছে? লুটপাট বন্ধ করতে পারছে?
খুন বন্ধ করতে পারছে?

02/08/2025

হাশরের দিনে পিতা-পুত্র কেউ কারও কোনো উপকারে আসবেনা! Father and son, none will avail each other on the Day of Judgment!

আল্লাহ তা'আলা বলেছেনঃ

﴿يأَيُّهَا النَّاسُ اتَّقُواْ رَبَّكُمْ وَاخْشَوْاْ يَوْماً لاَّ يَجْزِى وَالِدٌ عَن وَلَدِهِ وَلاَ مَوْلُودٌ هُوَ جَازٍ عَن وَالِدِهِ شَيْئاً إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلاَ تَغُرَّنَّكُمُ الْحَيَوةُ الدُّنْيَا وَلاَ يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ﴾

৩১:৩৩। হে মানবজাতি! তোমাদের রাব্বকে ভয় কর। আর ভয় কর এমন এক দিনকে যখন পিতা কোন উপকারে আসবেনা তার সন্তানের এবং না কোন উপকারে আসবে কোন সন্তান তার পিতার। সত্যি আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকা না দিতে পারে এবং প্রধান প্রতারক (অর্থাৎ শয়তান) যেন তোমাদেরকে ধোকা না দিতে পারে আল্লাহর ব্যাপারে।

সুরাহ লুকমান ৩১ঃ৩৩ Surah Luqman 31:33

01/08/2025

আবু হুরাইরা (রাদিয়াল্লাহু ‘আনহু) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

নিশ্চয়ই! আল্লাহ যখন কোন বান্দাকে ভালবাসেন, তখন জিবরীল (আলাইহিস সালাম) কে ডেকে বলেন, ‘আমি অমুককে ভালবাসি, তাই তুমিও তাকে ভালবাস।’ অতঃপর জিবরীলও (আ) তাকে ভালবাসেন। তারপর তিনি (জিবরীল) আসমানের সকল বাসিন্দাদের মাঝে আহ্বান করে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ অমুককে ভালবাসেন, তোমরাও তাকে ভালবাস।’ ফলে আসমানের অধিবাসীরাও তাকে ভালবাসতে শুরু করে। অতঃপর পৃথিবীর মাঝে তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেওয়া হয়।
(~বুখারী, মুসলিম।)

alhamdulillah
18/06/2025

alhamdulillah

14/06/2025

*🌑যে ব্যক্তি দুনিয়া চাইবে বা কামনা করবে, সে দুনিয়া কামনা করলেও—*
◾আল্লাহ তায়ালা যার জন্য চাইবেন সে পাবে
◾আল্লাহ তায়ালা যতটুকু চাইবেন ততটুকুই পাবে
◾আল্লাহ তায়ালা দুনিয়াতেই তা দ্রুত দিয়ে দিবেন

*পরিণামঃ জাহান্নাম নির্ধারিত। আখিরাতে কিছুই পাবে না।*
---
*🌕যে ব্যক্তি আখিরাত চাইবে বা কামনা করবে, এজন্য—*
◾চেষ্টা করে এবং এই চেষ্টা হয় যথাযথ
◾এবং সে মুমিন অবস্থায় রয়েছে

*ফলাফল: এই চেষ্টা হবে পুরস্কারযোগ্য অর্থাৎ জান্নাত। রবের পক্ষ থেকে দান যা বন্ধ হবে না এবং আল্লাহ তায়ালা নিজ দয়ায় আরো বৃদ্ধি করে দিবেন।*

*এছাড়াও দুনিয়াতে আল্লাহ তায়ালা তার জন্য যতটুকু নির্ধারণ করেছেন ততটুকু সে পাবেই।*

*কুরআনের আয়াত:*

যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দেই, যা আমি চাই, যার জন্য চাই। তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত, বিতাড়িত অবস্থায়।

আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে মুমিন অবস্থায়, তাদের চেষ্টা হবে পুরস্কারযোগ্য।
---
এদের ও ওদের প্রত্যেককে আমি তোমার রবের দান থেকে সাহায্য করি, আর তোমার রবের দান বন্ধ হওয়ার নয়।

লক্ষ্য কর, আমি কীভাবে তাদের কতককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, আখিরাত তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর ও গুণে শ্রেষ্ঠতর!”

[সূরা বানী ইসরাইল: ১৮-২১]

‎যে আখিরাতের ফসল কামনা করে, আমি তার জন্য তার ফসলে প্রবৃদ্ধি দান করি, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু দেই এবং আখিরাতে তার জন্য কোন অংশই থাকবে না।

[ সূরা শূরা: ২০]

14/06/2025

মূল্যবান কিছু অর্জনের জন্য কত মানুষ শত শত রাত নির্ঘুম কাটিয়ে দেয়, অগণিত স্বপ্ন বিসর্জন দেয়। নিজের সব সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে এগিয়ে যায় তার স্বপ্ন অর্জনের জন্য।
যে জিনিস যত দামি, তা অর্জন করতেও তত বেশি ত্যাগ স্বীকার করতে হয়। এটা তো পৃথিবীর সহজ সত্য।

গর্ভের সন্তানের জন্য মা নয় মাস কষ্ট, যন্ত্রণা, ঘুমহীনতা সবকিছু মেনে নেয়। সন্তান জন্মের ব্যথা পৃথিবীর সবচেয়ে তীব্র ব্যথার একটি, কিন্তু মায়ের মুখে তখনো হাসি। কেন? কারণ, এই সন্তান তার জীবনের সবচেয়ে মূল্যবান এক অর্জন। সেই ব্যথা, সেই কষ্ট সবকিছু সে তার প্রিয় সন্তানের জন্য বরণ করে।

মেধাবী ছাত্র দিনের পর দিন ঘুমহীন রাত কাটায়, বইয়ের পাতা উল্টায় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে। খেলাধুলা, বন্ধুদের আড্ডা, বা আরামদায়ক জীবন সে ত্যাগ করে। পরীক্ষার হলে ঢোকার আগে তার চোখে ঘুমের ছাপ, কিন্তু মনজুড়ে একটাই বাসনা সফলতা।

কৃষক সারাদিন রোদে ঘেমে জমিতে কাজ করে। শ্রম, ঘাম, অশ্রু যেন সবই ঢেলে দেয়। লক্ষ্য কেবল স্বপ্নের ফসল।

অর্থাৎ মূল্যবান কিছু কখনো বিনা কষ্টে আসে না।
কষ্টই একমাত্র মুদ্রা, যার বিনিময়ে পাওয়া যায় সত্যিকারের মূল্যবান কোনো অর্জন।

অন্যদিকে যেসব জিনিসের কোনও কোনো মূল্য নেই, সেগুলো পেতে কষ্ট করতে হয় না। সময় নষ্ট করা, ঘুমে দিন কাটিয়ে দেয়া, আড্ডা, খেলাধুলা, ফেসবুক, ইউটিউবে ডুবে যাওয়া, এই জিনিসগুলো করতে তেমন কষ্ট হয় না, কারণ এগুলোর আসলেই কোনও মূল্য নেই। এক্ষেত্রে মনের ইচ্ছার উপর, কামনার উপর অমনোযোগী হয়ে ছেড়ে দেয়াই যথেষ্ট।
(চলবে ইনশাআল্লাহ)

হযরত আলী রাঃ বলেন নারীরা যদি জানতো পুরুষরা তাদের আড্ডায় তাদের নিয়ে কি কি আলোচনা করে তাহলে তারা লোহার জামা পরিধান করতো।
13/06/2025

হযরত আলী রাঃ

বলেন নারীরা যদি জানতো পুরুষরা তাদের আড্ডায় তাদের নিয়ে কি কি আলোচনা করে তাহলে তারা লোহার জামা পরিধান করতো।

02/05/2025

হিজড়াইলের বিমান হামlলায় একজন জিম্মি মাটির চাপায় পড়লে বীরেরা উদ্ধার করে চিকিৎসা দেয়।

30/04/2025

হিজড়াইল দাউ দাউ জ্বলছে।
খোদায়ী গজবেই ওরা শেষ হবে ইনশাআল্লাহ।

30/04/2025

হিজড়াইলী জালেমদের ঘাটিতে পৌছে গিয়েছে খোদায়ী গজব।দাবানলের আগুন থেকে নিস্তার পায় নি সেনারা, ট্যাংক।

30/04/2025

বীরদের হিংস্রাইলের উপর এটাক দেখুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Our iman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our iman:

Share