BISS

BISS বিভিন্ন প্রকার ইসলামিক সচেতনতামূলক ভিডিও পোষ্ট এর মাধ্যমে আপনাদের সচেতন করাই আমার পেজ এর মূল লক্ষ।

* গ্রুপের সকল সদস্য,মডারেটর ও অ্যাডমিনদের নিম্নলিখিত নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে:
১.ইসলামিক পোস্ট ছাড়া অন্য কোনো ধরণের পোস্ট এ অনুমোদন দেওয়া হবে না।
২.ইসলামের কোনো বিষয় নিয়ে বাজে মন্তব্য ও কটুক্তি করা যাবে না।
৩.শেয়ার পোস্ট অনুমোদন করা হবে না।আপনার নিজের স্ট্যাটাস পোস্ট করতে পারবেন।
৪.গ্রুপে কোনো বাজে ও অশ্লীল ছবি,ভিডিও পোস্ট
করা যাবে না।
৫.কারো পোস্টে বাজে মন্তব্য করা যাবে না।
৬.ইসলামিক রো

মান্টিক গল্প পোস্ট করতে পারবেন।
৭.কোনো রাজনৈতিক বিষয় পোস্ট করা যাবে না।
৮.কোনো দেশ ও জাতিকে হেয়প্রতিপন্ন করার মতো কোনো বিষয় পোস্ট করা যাবে না।
৯.কোনো বিতর্কিত আলেমের লিঙ্ক ও ভিডিও শেয়ার
করা যাবে না।
১০.কোনো মার্কেটিং ইত্যাদি বিজ্ঞাপন গ্রুপে প্রচার
করা যাবে না ।
১১.বেগানা নারীর ছবি দেয়া যাবে না, পর্দা ও হিজাব পড়া মেয়ের ছবি দেয়া যাবে।

16/10/2025

আমার সবচেয়ে নতুন সেরা ফ্যানদের অনেক ধন্যবাদ! Arohi Khusi

Ata kono Kotha
12/10/2025

Ata kono Kotha

07/08/2025

লন্ডনে বসেও বলে জুলাই আগস্টের নায়ক হওয়া যায় ই ゚ য়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে লন্ডনে যাওয়ার সুব্যবস্থা করে দিন আমরা যেন জুলাই আগস্টের নায়ক হতে পারি

      আজ আমারা পরিচিত হবো এক নেমকহারাম অমানুষ জানোয়ারের সাথে। নাম হচ্ছে আজহারুল হক রিয়াদ। দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী ...
28/07/2025


আজ আমারা পরিচিত হবো এক নেমকহারাম অমানুষ জানোয়ারের সাথে।
নাম হচ্ছে আজহারুল হক রিয়াদ। দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ। এই লোক লেবাসধারী একটা শয়তান ।
এ .......... সাথে জড়িত কিন্তু সেটাকে সে ঢালস্বরূপ ব্যবহার করে আসলে ........ কোন আদর্শ এর ভিতর নাই এ মানুষের টাকা মেরে খেতে পারলে খুব ভালো লাগে তার।
উদাহরণস্বরূপ সে একটা বিয়ে করে তার পর্দা শ্বশুরবাড়ি থেকে এক কোটি টাকার মতো ছোট একটা ব্যবসা দেখিয়ে ভ ধার নেয়ার কথা বলে এক কোটি টাকা প্লাস শ্বশুরবাড়ি থেকে নেয় যখন তার ওয়াইফের ভাই এ টাকাগুলি দেয় টাকার যে মালিক সে তার কাছে টাকা চাওয়ায় তার বোনকে ডিভোর্স দিয়ে দেয় যাতে সে টাকা না দিয়ে পারে আজ পর্যন্ত সে মামলা চলমান আছে এবং পরবর্তীতে আরও একটি বিয়ে করে সেখান থেকেও বড় অংকের টাকা নিয়ে এখন ছিনিমিনি করতেছি। এভাবে সে পল্টন এলাকার বিভিন্ন মানুষের থেকে টাকা নিয়ে আর দিচ্ছে না এ রিপোর্ট পাওয়া যায়।

আজ আমারা পরিচিত হবো এক নেমকহারাম অমানুষ জানোয়ারের সাথে। নাম হচ্ছে আজহারুল হক রিয়াদ। দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী বেগমগঞ...
27/07/2025

আজ আমারা পরিচিত হবো এক নেমকহারাম অমানুষ জানোয়ারের সাথে।
নাম হচ্ছে আজহারুল হক রিয়াদ। দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ। এই লোক লেবাসধারী একটা শয়তান ।
এ .......... সাথে জড়িত কিন্তু সেটাকে সে ঢালস্বরূপ ব্যবহার করে আসলে ........ কোন আদর্শ এর ভিতর নাই এ মানুষের টাকা মেরে খেতে পারলে খুব ভালো লাগে তার।
উদাহরণস্বরূপ সে একটা বিয়ে করে তার পর্দা শ্বশুরবাড়ি থেকে এক কোটি টাকার মতো ছোট একটা ব্যবসা দেখিয়ে ভ ধার নেয়ার কথা বলে এক কোটি টাকা প্লাস শ্বশুরবাড়ি থেকে নেয় যখন তার ওয়াইফের ভাই এ টাকাগুলি দেয় টাকার যে মালিক সে তার কাছে টাকা চাওয়ায় তার বোনকে ডিভোর্স দিয়ে দেয় যাতে সে টাকা না দিয়ে পারে আজ পর্যন্ত সে মামলা চলমান আছে এবং পরবর্তীতে আরও একটি বিয়ে করে সেখান থেকেও বড় অংকের টাকা নিয়ে এখন ছিনিমিনি করতেছি। এভাবে সে পল্টন এলাকার বিভিন্ন মানুষের থেকে টাকা নিয়ে আর দিচ্ছে না এ রিপোর্ট পাওয়া যায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা তখন রাজাকার ছিলেন না, কিন্তু এখন রাজাকার। কেননা এখন জামায়াতে ইসলামী বিএনপির সাথে জোটে ন...
14/07/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা তখন রাজাকার ছিলেন না, কিন্তু এখন রাজাকার। কেননা এখন জামায়াতে ইসলামী বিএনপির সাথে জোটে নেই এবং জোটে যাবার সম্ভাবনাও নেই। বিএনপি আবারো প্রমাণ করলো বাংলাদেশে "রাজাকার" শব্দটি রাজনৈতিক সুবিধার জন্যে বারবার ব্যবহার করা হয়েছে, হচ্ছে। স্বাধীনতার চেতনা ব্যবসা করে একদল তো পালিয়েছে। আরেকদলও যদি পুণরায় চেতনা ব্যবসা শুরু করে ঘৃণ্য অপরাজনীতি করতে চায় তাঁর পরিণতি ভালো হবে না৷

28/06/2025
27/06/2025

এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে নাই"!

কে বুঝাবে যে হাঁটার মধ্যেও পর্দা আছে।
কে বুঝাবে গলার বয়েজেও পার্দা আছে।
চোখের চাহনিতে পর্দা আছে।

❝নারী এক আজব জিনিস! তার চোখ দুটো দেখে একটা ছেলে তার প্রেমে পড়তে পারে! এটা সম্ভব!

-যার হাসি শুনলেও পুরুষ ফিতনায় পড়ে, কান্না শুনলেও ফিতনায় পড়ে। সাহিত্যের ভাষায়, নারী হাসিখুশি থাকলে তাকে সুন্দর লাগে, আর রাগ করলে আরো বেশি সুন্দর লাগে, ঢং করলে নাকি মায়াবি লাগে! তাহলে নারীকে খারাপ লাগে কখন?❞

_রাসূলুল্লাহ সাঃ বলেছেন,,❝"আমি পুরুষেদের জন্য নারীর চেয়ে বড় কোন ফিতনা রেখে যাচ্ছি না।❞🖤
[— বুখারী, ৫০৯৬ ]

-পুরুষের জন্য নারী সবচেয়ে বড় ফিতনা, আর এই ফিতনা থেকে বাঁচার উপায়ও একজন নারী'ই,- "দ্বীনদার স্ত্রী! 🩶
Copy paste

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BISS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share