19/09/2025
এআই যুগে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের যা শিখতে হবে-
এআই সোশ্যাল মিডিয়া কনটেন্ট বানানো সহজ করে দিয়েছে। কিন্তু সফল হতে হলে কেবল এআই টুল জানাই যথেষ্ট নয়—
১. অডিয়েন্স রিসার্চ করুন
কে আপনার ভিডিও দেখছে, তারা কী দেখতে পছন্দ করছে—এই তথ্য জানা জরুরি। দর্শকের রুচি বুঝতে পারলেই কনটেন্ট হিট হবে।
২. কনসিসটেন্ট ব্র্যান্ড ভয়েস তৈরি করুন
আজ ফানি, কাল সিরিয়াস—এভাবে চললে দর্শক কনফিউজড হয়। একটা নির্দিষ্ট টোন ও স্টাইল ধরে রাখতে হবে।
৩. শর্ট ফর্ম কনটেন্ট আয়ত্ত করুন
টিকটক, ইউটিউব শর্টস, ফেসবুক রিলস—এখন মানুষ ছোট ভিডিওতেই বেশি সময় দিচ্ছে। ৩০-৬০ সেকেন্ডে গল্প বলার দক্ষতা অর্জন করুন।
৪. ডেটা অ্যানালিটিক্স বোঝার চেষ্টা করুন
কোন ভিডিওতে ভিউ আসছে, কোনটাতে কমেন্ট বেশি হচ্ছে—এগুলো থেকে শিখে পরের কনটেন্ট বানাতে হবে।
৫. এআই-মানবিকতার ব্যালান্স রাখুন
এআই দিয়ে সবকিছু করলে কনটেন্ট যান্ত্রিক হয়ে যাবে। মাঝে মাঝে নিজের কণ্ঠ, বাস্তব ফুটেজ বা পার্সোনাল টাচ দিলে দর্শকের সাথে কানেকশন বাড়বে।