বাংলায় লিখি-Banglay Likhi

বাংলায় লিখি-Banglay Likhi বাংলা ভাষায় বিভিন্ন স্বাদের কন্টেন্ট প্রকাশের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বাংলায় লিখি।

এবার পু্রো পৃথিবী বাংলায়- এ উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাহাব.নেট এর যাত্রা শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ভিন্ন স্বাদের সব তথ্যকে বাংলায় পাঠক-পাঠিকাদের সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।

12/07/2025

মা বনাম ছেলে- মাঝে গ্যাঁড়াকলে বিমানের কাঠমন্ডু ফ্লাইট।

মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার নিজের তৈরি উড়োজাহাজে উড়ার দৃশ্য নিয়ে সবাই আলোচনা, কেউ-বা সমালোচনা করছে। সেসব এক পাশে এই ...
05/03/2025

মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লার নিজের তৈরি উড়োজাহাজে উড়ার দৃশ্য নিয়ে সবাই আলোচনা, কেউ-বা সমালোচনা করছে। সেসব এক পাশে এই ছবিটির দিকে তাকিয়ে নিজের ছোটোবেলায় ফিরে যাই একবার। স্কুলে ভর্তি হবারও অনেক আগে আমাদেরকে বড়রা যখন জিজ্ঞেস করতো, "বড় হয়ে কী হতে চাও?" আমাদের সবার কত ভিন্ন ভিন্ন উত্তর ছিল তাই না? সেসব শুনে বড়রা হাসতেন।

একদিন আমরা স্কুলে ভর্তি হলাম। আমাদের স্বপ্নগুলো প্রতিস্থাপিত হলো রচনা বইয়ে লিখে দেয়া "আমার জীবনের লক্ষ্য" দিয়ে। বড় হতে হতে কেউ সেগুলো হলাম, বেশিরভাগই অন্য কিছু হলাম।

কিন্তু ছোটবেলার সেই স্বপ্নটা প্রায় সবার কাছেই অধরা রয়ে গেল। তবে, জুলহাসের মত কেউ কেউ স্বপ্ন ছুঁতে পারে। তাদের না আছে সমাজের স্বপ্ন পূরণ করার চাপ, না আছে স্ট্যাটাস বজায় রাখার প্রতিযোগিতা।

স্বপ্ন ছুঁতে পারার ছবিটা বোধহয় এরকমই হয়!

04/03/2025
পড়ুন সম্পূর্ণ নতুন বাংলা হরর কমিক্স- "নজরবন্দী" 😱আঁকা- জুলকারনাইন মেহেদী, গল্প- মেহেদী নোভেলপুরো কমিক্সের লিংক কমেন্টে। ...
09/02/2025

পড়ুন সম্পূর্ণ নতুন বাংলা হরর কমিক্স- "নজরবন্দী" 😱
আঁকা- জুলকারনাইন মেহেদী, গল্প- মেহেদী নোভেল

পুরো কমিক্সের লিংক কমেন্টে। 👇

06/02/2025

অভ্র সফটওয়্যার এর নির্মাতা মেহেদী হাসান খান একুশে পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন।

অভ্র'র জন্য এ এক অনন্য 'বিজয়'। 😃

অমরজিৎ কিছু বলে না। খালি হাসে। তাকে বারবার জিজ্ঞেস করা হয় - " খুশবু কোথায় তুমি জানো? " প্রতিউত্তরে সে কিছু বলে না। শুধ...
19/06/2024

অমরজিৎ কিছু বলে না। খালি হাসে। তাকে বারবার জিজ্ঞেস করা হয় - " খুশবু কোথায় তুমি জানো? " প্রতিউত্তরে সে কিছু বলে না। শুধু আশেপাশের সবার দিকে তাকিয়ে হাসতে থাকে।

পুলিশ বিরক্ত হয়ে যখন হাল ছেড়ে দিচ্ছিলো, ঠিক তখনি অমরজিৎ হুট করে বলে, " হ্যাঁ জানি। আমাকে বিস্কুট খেতে দিলে সব বলবো আপনাদের! "

https://banglay-likhi.xyz/2024/06/19/armarjeet-sada-youngest-seriel-killer/

বাংলায় লিখি-Banglay Likhiর জন্য লিখেছেন Neela Moni Goshwami

🎉
16/06/2024

🎉

11/06/2024

'বাংলায় লিখি' অডিও কবিতা| প্রেমিক-জয় গোস্বামী | আবৃত্তি মিলি আক্তার

"বাংলায় লিখি" ওয়েবসাইটের প্রথম ভিডিও আপ্লোড হয়ে গেলো❤️ কবি জয় গোস্বামীর "প্রেমিক" কবিতা আবৃত্তি করেছেন আবৃত্তি শিল্পী মি...
09/06/2024

"বাংলায় লিখি" ওয়েবসাইটের প্রথম ভিডিও আপ্লোড হয়ে গেলো❤️ কবি জয় গোস্বামীর "প্রেমিক" কবিতা আবৃত্তি করেছেন আবৃত্তি শিল্পী মিলি আক্তার।

বাংলা কবিতা আবৃত্তি- প্রেমিক- জয় গোস্বামী। আবৃত্তি মিলি আক্তারবাংলা ভাষায় বিভিন্ন স্বাদের কন্টেন্ট প্রকাশের ল.....

ভৌতিক গল্প- হাসপাতালের করিডোর | বাংলায় লিখি-Banglay Likhiর জন্য লিখেছেন Puja Dharhttps://banglay-likhi.xyz/2024/06/05/ho...
05/06/2024

ভৌতিক গল্প- হাসপাতালের করিডোর | বাংলায় লিখি-Banglay Likhiর জন্য লিখেছেন Puja Dhar

https://banglay-likhi.xyz/2024/06/05/hospital-corridor-bangla-vuter-golpo/

হঠাৎ, অনন্তা দেখতে পান কয়েক সেকেন্ডের জন্য করিডোরের লাইটগুলো আপনা-আপনি জ্বলতে নিভতে শুরু করেছে। এবার অনন্তা বুঝতে পারেন এই করিডোরে অশরীরী কিছু একটা আছে৷ অনন্তা পেছনে ফিরে দেখতে পান সাদা পোশাক পরা একটি মেয়ে দেয়ালে পেন্সিল দিয়ে আঁকছে আর কেঁদে কেঁদে বলছে আমার সাথে অন্যায় হয়েছে৷ এটি দেখে অনন্তার পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে যায়।

পঞ্চায়েত- সিজন ৩: কেমন ছিল এবারের গল্প? বাংলায় লিখি-Banglay Likhiতে পড়তে পারেন 👇https://banglay-likhi.xyz/2024/05/29/pan...
29/05/2024

পঞ্চায়েত- সিজন ৩: কেমন ছিল এবারের গল্প? বাংলায় লিখি-Banglay Likhiতে পড়তে পারেন 👇
https://banglay-likhi.xyz/2024/05/29/panchayat-season-3-bengali-review/

পঞ্চায়েত- সিজন ৩ চলে এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। দ্য ভাইরাল ফিভার যা TVF নামেও পরিচিত, সেই টিমের জনপ্রিয় এই ওয়েব সিরিজের পটভূমি উত্তর প্রদেশের ফুলেরা নামের এক গ্রামের প্রতিদিনের ঘটে যাওয়া যাপিত জীবনের ঘটনা নিয়ে।

বাংলায় লিখি-Banglay Likhiর জন্য লিখেছেন Tasnia Azmiমাধো সিং করজোড়ে সাধুকে জানান, দূর্গের দেয়ালগুলো এমনভাবে বানানো হবে ...
09/05/2024

বাংলায় লিখি-Banglay Likhiর জন্য লিখেছেন Tasnia Azmi

মাধো সিং করজোড়ে সাধুকে জানান, দূর্গের দেয়ালগুলো এমনভাবে বানানো হবে যেন কিছুতেই আশ্রমের আলো প্রবেশে কোন বাধা না আসে। তবে রাজপুতদের কাজ বলে কথা, ছোট করে বানালে যদি শান-শওকত কমে যায়?

দূর্গ নির্মাণ শেষ হলো একসময়। কিন্তু দেখা গেলো, দিনের কিছুটা সময়ের জন্য আঁধারে ঢেকে যায় আশ্রম। তাই সাধু বালুনাথ অভিশাপ দেন কেল্লার কাজে জড়িত এবং বসবাসরত সকলকে। আর সেই শাপেই ভানগড়ে নেমে আসে কালো ছায়া, একে একে সকলের অপঘাতে মারা যায়। জীবন বাঁচাতে অনেকেই চলে যায় ভানগড় ছেড়ে, চিরকালের মতো।

https://banglay-likhi.xyz/2024/05/09/bhangarh-fort-india-rajasthan-mystery-banglay-likhi/

Address

Gulshan-2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when বাংলায় লিখি-Banglay Likhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলায় লিখি-Banglay Likhi:

Share

Category