Leo Messi - ফুটবলের মহারাজা

Leo Messi - ফুটবলের মহারাজা "মেসি মানেই যাদুকরি ফুটবল"
(1)

🚨🔴মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি FC Barcelona এর শোকবার্তা।
23/07/2025

🚨🔴মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি FC Barcelona এর শোকবার্তা।

🎖️🩷 লিওনেল মেসি এখন এমএলএস-এর নতুন সর্বোচ্চ গোলদাতা — ১৯ গোল! 🇦🇷একটাও পেনাল্টি না নিয়েই! 😳
22/07/2025

🎖️🩷 লিওনেল মেসি এখন এমএলএস-এর নতুন সর্বোচ্চ গোলদাতা — ১৯ গোল! 🇦🇷

একটাও পেনাল্টি না নিয়েই! 😳

🔴 নন-পেনাল্টি গোল:🇦🇷 লিওনেল মেসি — ৭৬৪🇵🇹 ক্রিস্তিয়ানো রোনালদো — ৭৬৩মেসি এখন রোনালদোর চেয়ে বেশি নন-পেনাল্টি গোল করেছেন,...
20/07/2025

🔴 নন-পেনাল্টি গোল:

🇦🇷 লিওনেল মেসি — ৭৬৪
🇵🇹 ক্রিস্তিয়ানো রোনালদো — ৭৬৩

মেসি এখন রোনালদোর চেয়ে বেশি নন-পেনাল্টি গোল করেছেন, আর তিনি এটা করেছেন রোনালদো থেকে ১৬৭টি কম ম্যাচ খেলে। 🐐

২ গোল এবং ১ অ্যাসিস্ট লিওনেল মেসির! 🔥🇦🇷অসাধারণ পারফরম্যান্স আবারও দেখালেন ফুটবলের জাদুকর! ⚽🎯🐐
20/07/2025

২ গোল এবং ১ অ্যাসিস্ট লিওনেল মেসির! 🔥🇦🇷
অসাধারণ পারফরম্যান্স আবারও দেখালেন ফুটবলের জাদুকর! ⚽🎯🐐

20/07/2025

Messi goal against NY Red Bulls🔥🔥

🗣️ আমি সবসময় চাইতাম মেসি ব্রাজিলিয়ান হোক!এই বয়সেও মেসি এমন সব গুণ ফুটবলে নিয়ে আসে, যা আজকের অনেক তরুণ খেলোয়াড় কেবল স্বপ্...
19/07/2025

🗣️ আমি সবসময় চাইতাম মেসি ব্রাজিলিয়ান হোক!এই বয়সেও মেসি এমন সব গুণ ফুটবলে নিয়ে আসে, যা আজকের অনেক তরুণ খেলোয়াড় কেবল স্বপ্নই দেখতে পারে।"–রোনালদো নাজারিও🇧🇷🔥

লামিন ইয়ামালকে যখন মেসি🇦🇷 নিয়ে প্রশ্ন করা হয় 😁💭"তিনি এখন পর্যন্ত আমার দেখা সেরা খেলোয়াড়।"
17/07/2025

লামিন ইয়ামালকে যখন মেসি🇦🇷 নিয়ে প্রশ্ন করা হয় 😁💭
"তিনি এখন পর্যন্ত আমার দেখা সেরা খেলোয়াড়।"

"মেসি কখনোই বেশি কথা বলে না। কিন্তু তার আচরণই সব কিছু বলে দেয়। যেমন ধরুন, আমাদের লাঞ্চের সময় দুপুর ১টা। মেসি ঠিক তার আগে...
16/07/2025

"মেসি কখনোই বেশি কথা বলে না। কিন্তু তার আচরণই সব কিছু বলে দেয়। যেমন ধরুন, আমাদের লাঞ্চের সময় দুপুর ১টা। মেসি ঠিক তার আগেই ডাইনিং রুমে চলে আসে। কোনো কথা না বলেই সে দলে শৃঙ্খলা তৈরি করে। অনেক সময় আমরা একে অপরের দিকে শুধু তাকাই — তখনই বুঝে যাই কী করতে হবে। এতে দলের গতি ও মোমেন্টাম বেড়ে যায়।"

— আর্জেন্টিনা🇦🇷 দলের ওপর মেসির প্রভাব নিয়ে রদ্রিগো ডি পল।

কল্পনা করো, তুমি লিও মেসির কাছ থেকে একটি মেসেজ পেলে... 🤯❤️📲 মেসির এক ভক্তের ইনবক্সে পাঠানো বার্তা:"হাই ভাই, আমি তোমার সে...
16/07/2025

কল্পনা করো, তুমি লিও মেসির কাছ থেকে একটি মেসেজ পেলে... 🤯

❤️📲 মেসির এক ভক্তের ইনবক্সে পাঠানো বার্তা:

"হাই ভাই, আমি তোমার সেই পোস্টটা দেখেছি যেখানে তুমি জাতীয় দলের জার্সির গিভঅ্যাওয়ের কথা বলেছিলে। তুমি যা লিখেছো, সেটা আমার খুব ভালো লেগেছে। তাই আমি তোমাকে নিজের সই করা একটি জার্সি উপহার দিতে চাই। দয়া করে তোমার বিস্তারিত তথ্য আর বারবারশপের ঠিকানাটা পাঠাও, যেন আমি এটা পাঠাতে পারি।”

❗আপনি কি জানেন?লিও মেসি তাঁর ক্যারিয়ারে সরাসরি ফ্রি-কিকের ৩৫ টি শট ক্রসবারে লেগেছে।ভাবুন তো, এর অর্ধেক শট যদি গোল হতো —...
15/07/2025

❗আপনি কি জানেন?

লিও মেসি তাঁর ক্যারিয়ারে সরাসরি ফ্রি-কিকের ৩৫ টি শট ক্রসবারে লেগেছে।

ভাবুন তো, এর অর্ধেক শট যদি গোল হতো —
তাহলে হয়তো তিনিই হতেন সর্বকালের সেরা ফ্রি-কিক গোলদাতা।

🚨🚨 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: রিয়াল মাদ্রিদ চায় গনজালো দলেই থাকুক এবং এন্ড্রিক এই গ্রীষ্মেই ক্লাব ছেড়ে যাক —স্প্যানিশ ক্রীড়াভিত্তিক ট...
14/07/2025

🚨🚨 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: রিয়াল মাদ্রিদ চায় গনজালো দলেই থাকুক এবং এন্ড্রিক এই গ্রীষ্মেই ক্লাব ছেড়ে যাক —স্প্যানিশ ক্রীড়াভিত্তিক টেলিভিশন শো চিরিঙ্গিতোকে এমনটাই জানিয়েছেন জোসেপ পেদ্রেরোল। 🤯
ভবিষ্যতের পেলে হিসেবে পরিচিত এন্দ্রিকের পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে🤔🤔

🇦🇷 এনজো ফার্নান্দেজ যে সমস্ত আন্তর্জাতিক ফাইনালে খেলেছেন, সবগুলোতেই জিতেছেন 💯🏆 কোপা সুদামেরিকানা ২০২০🏆 রেকোপা ২০২১🏆 বিশ্...
14/07/2025

🇦🇷 এনজো ফার্নান্দেজ যে সমস্ত আন্তর্জাতিক ফাইনালে খেলেছেন, সবগুলোতেই জিতেছেন 💯

🏆 কোপা সুদামেরিকানা ২০২০
🏆 রেকোপা ২০২১
🏆 বিশ্বকাপ ২০২২
🏆 কোপা আমেরিকা ২০২৪
🏆 কনফারেন্স লিগ ২০২৫
🏆 ক্লাব বিশ্বকাপ ২০২৫

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Leo Messi - ফুটবলের মহারাজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share