05/04/2025
একটা জিনিস লক্ষ্য করুন যে,
১মে পুষ্পা ২ & ছাভার ক্ল্যাশের কথা থাকলেও ছাভা মুক্তির তারিখ পিছায়।ফলাফল পুষ্পা ২ (১৮৩১ কোটি) & ছাভা ( ৮১৯.৫৩ কোটি), ২ টা মুভিই বক্স অফিসে অসাধারণ পারফরম্যান্স করেছে।
ক্ল্যাশে গেলে ২টা মুভিরই ক্ষতি হতো।
ঠিক তেমন কুলি & ওয়ার ২ ক্ল্যাশে মুক্তি না দিলে পজেটিভ রিভিউ পেলে ২টা মুভিও বক্স অফিসে তান্ডব করতে পারে।এসব হাই অকটেন ডিমান্ডিং মুভি ক্ল্যাশ না হওয়াই ভালো। আশা করি পুষ্পা ২, ছাভার বক্স অফিস পারফরম্যান্স দেখে কুলি & ওয়ার ২ প্রডিউসার বুঝবে ক্ল্যাশে মুক্তি দেওয়া উচিত কিনা?
Take note of this —
Although Pushpa 2 and Chhava were initially set to clash on May 1st, Chhava's release date was postponed. As a result, both movies performed exceptionally well at the box office: Pushpa 2 collected ₹1831 crore, and Chhava earned ₹819.53 crore. If they had clashed, both would have suffered losses.
Similarly, if Kali and War 2 avoid clashing and receive positive reviews, both movies have the potential to wreak havoc at the box office. For such high-octane and in-demand films, it’s always better to avoid a clash. Hopefully, the producers of Kali and War 2 will understand this by looking at the box office performance of Pushpa 2 and Chhava.