
20/08/2025
সিএমভি পরিবারের অনন্য অর্জন।
আজকের এই মুহূর্তটি আমাদের জন্য শুধু আনন্দের নয়, বরং এক অমূল্য স্মৃতি। আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর অবিরাম সমর্থনের শক্তিতে সিএমভি ইউটিউব চ্যানেল ১০ মিলিয়ন সাবস্ক্রাইবারের গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে!
এই অর্জন এককভাবে সিএমভি’র নয়—এটি এক বিশাল পরিবারের সম্মিলিত সাফল্য। আমাদের প্রতিটি অভিনয় শিল্পী, পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, কম্পোজার, চিত্রগ্রাহক, সাংবাদিক ও ক্যামেরার পেছনে অক্লান্ত পরিশ্রম করা টিম মেম্বারদের নিবেদিতপ্রাণ শ্রম আর সৃজনশীলতার ফল। তাদের প্রতিটি প্রচেষ্টা আমাদের কনটেন্টকে আপনাদের হৃদয়ে পৌঁছে দিয়েছে।
তবে সবকিছুর ঊর্ধ্বে রয়েছেন আপনারা—আমাদের প্রিয় দর্শক। আপনাদের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশাই আমাদের প্রতিটি কাজের আসল প্রেরণা। আপনারা না থাকলে সিএমভি আজকের এই উচ্চতায় পৌঁছাতে পারত না।
আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আগামীতেও আপনাদের জন্য আরও মানসম্মত গান, হৃদয় ছুঁয়ে যাওয়া নাটক ও চিত্তবিনোদনমূলক কনটেন্ট উপহার দিয়ে যাবো। প্রতিটি সৃষ্টির মাধ্যমে আপনাদের আনন্দ দেওয়াই আমাদের অঙ্গীকার।
ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সিএমভি পরিবারের অমূল্য অংশ হওয়ার জন্য।
এ যাত্রা আপনাদের দিয়েই শুরু, আপনাদের দিয়েই পূর্ণতা পাবে।