30/07/2025
চারিদিকে বৃষ্টির ঝমঝমে শব্দ, আর চোখের ভিতরে নদীর স্রোত ক্রমশ বেড়েই যচ্ছে। এমন সময় রাহাত ফতেহ আলী খানের অদ্ভুত সুন্দর এই গান আমারে যে কোথায় উড়াইয়া নিলো, আমি জানিনা। শুধু জানি, গানের প্রতিটা কথা আমার উপর ঝইড়া পড়তে লাগলো, কখনও বৃষ্টির মতো কখনও আবার পত্রঝরা মচমচ পাতার মতো।
আমি এই প্রথম কোন একটা গানে ডুবে গেলাম, অথচ একটাবারের জন্যও আমি বাঁচার চেষ্টা করলামনা। এতোদিন ভালোবাসার মহত্ব জেনে আসা আমি এই প্রথমবারের মতো ভালোবাসা না পাওয়ার মাহাত্ম্য বুঝতে শিখলাম, নিজের সমস্ত আইডিওলজি বিসর্জন দিয়া আমি রাহাত ফতেহ আলী খানের সাথে এগ্রি করে বসলাম,
Teri Aankhon Ke Dariya Ka Utarna Bhi Zaroori Tha. Mohabbat Bhi Zaroori Thi Bichhadna Bhi Zaroori Tha.
ঐ মুহুর্তে জীবনে প্রথমবারের মতো আমার মনে হইলো, চাইলে ঈশ্বরকে যেমন না পাওয়ার মধ্যে খুঁইজা পাওয়া যায়, পৃথিবীর সুন্দরতম ভালোবাসাও তেমনি না পাওয়ার পরেও ভালোবাইসা যাওয়া সম্ভব। অবিশ্বাসের আয়না নিয়েও যেমন খোদারে ডাকা যায়, ব্যর্থ হয়েও তেমন ভালোবাসার মানুষের নামে তসবি জপ করা যায়। এদিকে রাহাত ফতেহ আলী খান বলে
Woh Jab Kehte Thhe Mera Naam Tum Tasbih Mein Padhte Ho..Mohabbat Ki Namaazo Ko Qaza Karne Se Darte Ho..
মনে হইলো, বিষাদও যদি এতো হীরন্ময় হবে, না পাওয়াও যদি এতো অসহ্য সুন্দর হবে, তবে হোক। আমি মেনে নিলাম। এই গান শুনে অনেকেই অনেককিছু করে। অনেককিছু পায়। আমি পাইলাম মেনে নেওয়ার ক্ষমতা, পাইলাম না পাইয়াও জিতে যাওয়ার রহস্য। আমার মন খারাপের রাত দীর্ঘ হলোনা। না পাওয়ারে সুন্দর দেখার কারণও অবসান হয়েছে, এখন আমি ভালোবাসারেই সুন্দর দেখি।
বাট এই গান আর এই রাত আমারে একটা জিনিস সারাজীবনের জন্য দিয়া গেছে, সেইটা হলো,
Mohabbat Bhi Zaroori Thi, Bichhadna Bhi Zaroori Tha. Zaroori Tha Ki Hum Dono Tawaaf-e-Aarzoo Karte, Magar Phir Aarzu'on Ka, Bikharna Bhi Zaroori Tha.
ভালোবাসায় অপূর্ণতা না থাকলে ঐটা পাওয়ার জন্য তাওয়াফ করা যায়না, ঐটা খুঁজতে যাইয়া অবিশ্বাসী থেকে বিশ্বাসী হওয়া যায় না, ডেসপারেট হয়ে চাওয়াও যায় না। এই চাওয়ার মধ্যে যত ভালোবাসা থাকে, সমস্ত পৃথিবী এক করেও এই ভালোবাসা আর কিছুর মধ্যে পাওয়া যাবে?
লেখাঃ সাদিকুর রহমান খান।
।
( অপরিচিতা )