With Hasan

With Hasan It's a show which presents our young's Thought about socio-culture of this country as well as the Earth.

16/10/2024

একজন উপ-সচিব পদমর্যাদার আমলা নির্ধারিত বেতন-ভাতার বাইরে কেবল গাড়ি মেইনটেনেন্স তথা গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ-ই প্রতি মাসে অতিরিক্ত ৫০,০০০ টাকা পাচ্ছেন। আর অন্যান্য সুযোগ-সুবিধার কথা না-ই বা বললাম।

শিক্ষকেরা তো গাড়ি তো গাড়ি-বাড়ি চাচ্ছেন না, লাখ লাখ টাকাও বেতন-ভাতা চাচ্ছেন না । তাঁরা কেবল খেয়ে-পরে সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য জীবন নির্বাহ করার মতো বেতন-ভাতা চাচ্ছেন।

একবার ভাবুন তো- এমপিও-ভুক্ত বেসরকারি স্কুল/মাদ্রাসার একজন সহকারী শিক্ষকের বেতন (বিএড ব্যতীত) ১২,৫০০+১০০০+৫০০ = ১৪,০০০ টাকা। বর্তমান বাজারে এই বেতন দিয়ে সংসার চালানো সম্ভব? এই বেতন দিয়ে একজন শিক্ষক সংসার চালানোর চিন্তা করবে নাকি ক্লাসের ভালো প্রস্তুতির চিন্তা করবেন?

শিক্ষকেরা তো নির্ধারিত বেতন ভাতার বাইরে তেমন সুযোগ সুবিধাও পান না। যেখানে একজন সচিব পদমর্যাদার আমলার বাসায় রান্নাবান্না করার জন্য অষ্টম শ্রেণি পাশ করা বাবুর্চিকে (কুক)দিবেন ১৬,০০০ টাকা, সিকিউরিটি গার্ডকে দিবেন ১৬,০০০ টাকা; আর এদিকে ডিগ্রি/অনার্স/মাস্টার্স পাশ করা একজন এমপিও-ভুক্ত সহকারী শিক্ষককে দিবেন ১৪,০০০ টাকা! এটা পুরো জাতির জন্য লজ্জাজনক নয় কি?

~ Gazi Mizanur Rahman

14/09/2024

লিটন কুমার দাস, ধিক্কার জানাই তোমাকে। বোকা কোলা যাদের চলে, আমাদের তাদের চলেনা।

আগামীর বাংলাদেশ কেমন হবে জানতে আজ রাত ৯:৩০ মিনিটে কমেন্টে দেওয়া লিংকে চোখ রাখতে পারেন।
05/09/2024

আগামীর বাংলাদেশ কেমন হবে জানতে আজ রাত ৯:৩০ মিনিটে কমেন্টে দেওয়া লিংকে চোখ রাখতে পারেন।

05/09/2024

সাউথ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের পর তাদের জাতীয় সংগীত পরিবর্তন করা হয়েছে।

নেপালে ২০০৬ সালে জাতীয় সংগীত পরিবর্তন করা হয়েছে।

হিটলার পরবর্তী সময়ে জার্মানি তার জাতীয় সংগীত পরিবর্তন করেছে।

আফগানিস্তানের জাতীয় সংগীতও পরিবর্তন করা হয়েছে।

বাংলাদেশের সংবিধানেও জাতীয় সংগীত পরিবর্তন করা যাবেনা মর্মে কোনো ধারা উপধারা নেই।

যেখানে এখন সংবিধানের পুনর্লিখন নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে জাতীয় সংগীতের পরিবর্তন মোটেও খুব গুরুত্বপূর্ণ ইস্যু নয়। দেশের জনগণ চাইলে এটা যেকোনো মূহুর্তে পরিবর্তন করা যেতেই পারে।

সুতরাং জাতীয় সংগীতকে ইস্যু বানিয়ে ফিরে আসার স্বপ্ন দেখবেননা।

17/07/2024
17/07/2024

আশুরার দিনে রক্তস্নাত ইতিহাসের মাধ্যমেই সত্যের মুক্তি ও বিজয় হয়েছিলো হযরত হোসাইন রাঃ ও তার অনুসারী সাধারণ নাগরিকদের।

পৃথিবীর সকল জুলুমেরও অবসান ঘটুক এই দিনে।

তাজিয়া মিছিলে অযথাই হায় হোসাইন হায় হোসাইন না করে জুলুম নির্মূল অভিযানে শরীক হোন প্রিয় ভাইয়েরা।

প্রিয় ঢাকাবাসী,
আজকের দিনে হযরত হোসাইনের প্রকৃত অনুসারী, জুলুমের বিরুদ্ধে প্রচণ্ড সাহসী বীর যোদ্ধা শহীদ আবু সাইদ, শহীদ শান্তদের গায়েবানা জানাজায় শরীক হোক।

‘সাবধান! জালিমের ওপর আল্লাহর অভিশাপ’ (সূরা হুদ-৮)‘অচিরেই জালিমরা জানতে পারবে, তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় হবে।’ (সুরা আ...
15/07/2024

‘সাবধান! জালিমের ওপর আল্লাহর অভিশাপ’ (সূরা হুদ-৮)

‘অচিরেই জালিমরা জানতে পারবে, তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় হবে।’ (সুরা আশ শু‘আরা : ২২৭)

‘অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুমে লিপ্ত ছিল’ (সূরা ইউনুস ১০-১৩)।

‘জুলুমকারী বা ক্ষমতার অপব্যবহারকারীদের সম্পর্কে তুমি কখনো মহান আল্লাহকে উদাসীন মনে করবে না’ (সূরা ইবরাহিম-৪২)

‘অভিযোগ শুধু তাদের বিরুদ্ধে, যারা মানুষের ওপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাধায়ক শাস্তি’ (সূরা আশ-শূরা-৪২)

হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, ‘হে আমার বান্দা! আমি নিজের ওপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি। অতএব তোমরা একে আন্যের ওপর জুলুম করো না’ (মুসলিম-৬৭৩৭)

‘দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন। তা হলো, জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি।’ (তিরমিজি : ২৫১১)

‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন। অবশেষে তাকে এমনভাবে পাকড়াও করেন যে, সে আর ছুটে যেতে পারে না’ (বায়হাকি-৬/৯৪; বুখারি-৪৬৮৬; মুসলিম-২৫৮৩)

14/07/2024

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি সেটা আরো
খারাপ হয়, তাহলে পনীর হয়ে যায়। পনীরের মূল্য দই এবং দুধের চেয়ে অনেক বেশি।

ভুল হল সেই অভিজ্ঞতা যা প্রত্যেক ব্যক্তিকে আরো মূল্যবান করে তোলে। ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে সাহায্য করেছিল। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছে।

টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন ? তিনি বলছিলেন 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'
ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই - সবই নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার!

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না!
মাঝে মাঝে ভুল লেখো তাহলে যে সোশ্যাল সাইটে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট
করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের
একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না - তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ
মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!
যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! কোনও কিছু মুছে না গেলে চিত্র হয় না! কলম মানসিকতার মানুষগুলোনিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে
ফুলের মত জীবন গড়ি।

আপনার ভুলগুলিকে আপনি নীচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে যা শিখি তা আমাদের নিখুঁত করে তোলে!

@

11/07/2024

নতুন শিক্ষা কারিকুলাম ও মূল্যায়ন নিয়ে আমার ভাবনা
নতুন কারিকুলাম নিয়ে সকলে মন খারাপ করলেও একজন ইসলাম শিক্ষার শিক্ষক হিসেবে কিছু কারণে আমি খুশি ছিলাম।
খুশির কারণ-১ : সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির সালাত অধ্যায়ে ব্যক্তিজীবনে সালাতে প্রয়োগ করছে কী না? এ বিষয়ে চেকলিষ্ট নেওয়ার বিষয় ছিলো নতুন কারিকুলামের অধীনের বইয়ে।
খুশির কারণ-২: ইসলাম একটি ব্যবহারিক ধর্ম। ট্রেনিং এ এবং কারিকুলামের নির্দেশনা পড়ে বুঝলাম, বিভিন্ন পর্যায়ে ইসলামের পাঠ্য বিষয়গুলো শিক্ষার্থীরা নিজেদের ব্যবহারিক জীবনে প্রয়োগের চর্চা করবে এবং এর ভিত্তিতে তাদের ফলাফল (মূল্যায়ন) হবে।

কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বর্তমান মূল্যায়নে যে প্রশ্ন তাতে শ্রেণিভিত্তিক PI এর কোন মিল নেই। বর্তমান ষান্মাসিক মূল্যায়নে অষ্টম শ্রেণির জন্য এনসিটিবি কর্তৃক সিলেবাসে ছিল ১ - ৭২ পৃষ্ঠা পর্যন্ত।
যার অধীনে আছে ১ম অধ্যায় - আল্লাহর পরিচয়, রসূলগণের প্রতি ঈমান, ঈসা আলাইহিস সালাম, মাহদি আলাইহি সালাম, আখিরাত, কিয়ামত, তকদির, শাফায়াত, শিরক। অধ্যায় ০২, ইবাদত, সালাত,সাওম, যাকাত, হজ।

সারা বছর পড়ালাম কি, আর মূল্যায়নে প্রশ্ন এলো কি?

যদি এমন প্রশ্ন হয় তাহলে পাঠ্য বইয়ের আর দরকার হবে না। শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে। নাম প্রকাশে অনুচ্ছুক একজন শিক্ষক এক্ষেত্রে মন্তব্য করেন- “হিসাব ক্লিয়ার: বই থেকে প্রশ্ন হবে না মানে বই পড়ার প্রয়োজন নাই!! এটাই মনে হয় মাটির নিচ থেকে শেকড় কাটা....."

আজ মূল্যায়নের সময় শিক্ষার্থীদের হাজারো প্রশ্ন স্যার, কি পড়লাম আর সরকারি নির্দেশনায় কি এল? কত যে একক কাজ, দলগত কাজ, পোস্টার পেপার করিয়েছি। কিন্তু......

জ্ঞানের স্বল্পতার কারণে এই প্রশ্নের সাথে উল্লেখিত কোন পাঠের মিল খুঁজে পাচ্ছিনা। অষ্টম শ্রেনির আজকের ইসলাম শিক্ষা মূল্যায়নের ৫টি কাজ নিয়ে আমার মূল্যায়ন ও পরামর্শ তুলে ধরলাম।

কাজ ১: প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। (দলগত কাজ ১)
এক্ষেত্রে পর্যবেক্ষণ কিভাবে করবে শ্রেণিকক্ষের বাইরে গিয়ে, না দেশের বিদ্যমান পরিস্থিতে চলমান বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ? বিষয়টি সম্পূর্ণভাবে স্পষ্ট নয়। বাংলা মাধ্যমের প্রশ্নে শুধু দুর্যোগ বুঝাতে প্রাকৃতিক অথবা সামাজিক (Environmental or Social) উল্লেখ রয়েছে। সম্ভাব্য উত্তর হিসেবে ধরে নেই তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হিসেবে খরা, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প এগুলো লিখলো। অথবা, দুর্নীতি, মিথ্যাচার, সন্ত্রাস, নারী নির্যাতন এগুলো লিখলো। এজন্য ৪০ মিনিট হাস্যকর ছাড়া কিছুই নয়, আমার মনে হয়েছে। কারণ এগুলো চিন্তা করতে অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থীর ৫ মিনিটই যথেষ্ট। যদি তারা তাদের সামাজ বইয়ে থাকার বিষয়কে কেন ইসলাম শিক্ষা বিষয়ে লিখবে এটা ভেবেই ঘন্টা পার করতে পারে!

কাজ-২ : সমস্যা খুজে বের করি। একক কাজ। এখানে দুর্যোগের ফলে কী কী সমস্যা হয় তা বের করতে বলা হয়েছে।

কাজ-৩ : দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ইসলামি দৃষ্টিকোণে কি করবে সেটা দলগতভাবে লিখে উপস্থাপন করতে বলা হয়েছে। পরীক্ষা শুরুর ৮০ মিনিট পর শিক্ষার্থীরা বুঝতে পারলো যে, হে এবার ইসলাম শিক্ষার পরীক্ষা শুরু। কাজ-১ এ প্রাকৃতিক অথবা সামাজিক দুর্যোগ বলা হলেও কাজ-৩ এ প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ বলা হয়েছে। বিষয়টি বোধগম্য নয়। দুটি বিষয়ে যদি ইসলামি দৃষ্টিকোণে লিখতে হয় এবং পূর্বের সৃজনশীল পদ্ধতির ন্যায় গ এর সাথে ঘ এর মিল খুঁজতে হলেওতো একইভাবে লিখা দরকার ছিলো। এ কাজে শিক্ষার্থীরা তাদের পাঠ্যবইয়ের যাকাত ছাড়া অন্য কিছুর সাথে মিল খুঁজে পেলাম না। শিক্ষার্থীরা প্রশ্ন না বুঝার কারণে দুর্যোগ মোকাবিলা রোজা রাখা, হজ্জ করা ইত্যাদি হাস্যকর উত্তরও দিয়েছে। কি করার কথা কি করছি। হায় আল্লাহ! কিভাবে কি মূল্যায়ন করলাম। আমি জানতে চাই দুপুরে সে ভাত খেয়েছে, না খিচুড়ি। কিন্তু প্রশ্ন করলাম আজ কি বৃষ্টি হয়েছে। যদি উত্তর দেয় হে, তাহলে বুঝে নিবো ও আচ্চা যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু তার মা খিচুড়িই রান্না করবেন। মিল খোঁজার চেষ্টা করলাম। আপনারাও করতে পারেন।

কাজ-৪ ও ৫ : বিষয়গুলো কিভাবে সিলেবাসের সাথে সম্পর্কিত বুঝলাম না। তবে হ্যাঁ এটি ইসলাম শিক্ষার প্রশ্ন হয়েছে তাই অন্তত এ বিষয়ে শিক্ষার্থীরা কিছু না কিছু লিখতে পেরেছে।

পরামর্শ:
মূল্যায়ন প্রকিয়ায় (প্রশ্ন/নির্দেশনা) এমনভাবে করতে হবে, যেন শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানের মূল্যায়ন করতে পারা যায়।
কখনো ৪/৫ ঘন্টার পরীক্ষা আদর্শ হতে পারে বলে আমার মনে হয় না, মূল্যায়ন উৎসব বলা হয়েছে, কিন্তু উৎসবের কোনো আমেজ পাচ্ছি না।

একান্তই ব্যক্তিগত অভিমত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ যারা এই কারিকুল্যামের ইসলাম শিক্ষা বিষয়ের বই লিখক, প্রশ্ন কর্তা, প্রশিক্ষণ দাতা দুনিয়ায় আপনাদের সফলতায় আমরা হাততালি দিবো। আশাকরি পরকালেও আপনারা হাততালি পাবেন।

আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমাদের অবস্থা যেন এমনটা না হয়। 'জান্নাতীদের কেউ কেউ জাহান্নামীদের দেখে বিস্ময় প্রকাশ করবে। বলবে, আরেহ, আপনারা জাহান্নামে গেলেন কী করে? অথচ আমরা আপনাদের কাছ থেকেই আদব কায়দা শিখেছিলাম, দ্বীনের জ্ঞান পেয়েছিলাম। এগুলোর বরকতেই তো আমরা জান্নাত পেয়েছি। কিন্তু আপনাদের এই অবস্থা কেন?'' তখন উত্তরে তারা বলবে, 'আমরা আমলের কথা বলতাম ঠিকই, কিন্তু নিজেরা করতাম না।' — ইমাম শাবী (রহিমাহুল্লাহ) [মুসান্নাফ ইবনে আবী শাইবাহ, ১৩/৪]

Nasir Uddin

16/06/2024

ত্যাগের মহিমায় ভাস্বর, ঈমান দীপ্ত ঘটনার ঐতিহাসিক সাক্ষী, হযরত ইবরাহীম আঃ ও হযরত ইসমাঈল আঃ এর অবিস্মরণীয় স্মৃতি বিজড়িত কুরবানির এই আনন্দঘন সময়ে সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

ঈদ মুবারক।

কার্ডে যদিও তথ্যসূত্র নেই, তবে কথা সত্য।
28/05/2024

কার্ডে যদিও তথ্যসূত্র নেই, তবে কথা সত্য।

১ম পে স্কেল ১৯৭৩ সালে ২য় পে স্কেল ১৯৭৭ সালে (৪ বছর পর)৩য় পে স্কেল ১৯৮৫ সালে (৮ বছর পর)৪র্থ পে স্কেল ১৯৯১ সালে (৬ বছর পর)...
26/05/2024

১ম পে স্কেল ১৯৭৩ সালে
২য় পে স্কেল ১৯৭৭ সালে (৪ বছর পর)
৩য় পে স্কেল ১৯৮৫ সালে (৮ বছর পর)
৪র্থ পে স্কেল ১৯৯১ সালে (৬ বছর পর)
৫ম পে স্কেল ১৯৯৭ সালে ( ৬ বছর পর)
৬ষ্ঠ পে স্কেল ২০০৫ সালে (৮ বছর পর)
৭ম পে স্কেল ২০০৯ সালে ( ৪ বছর পর)
৮ম পে স্কেল ২০১৫ সালে (৬ বছর পর)
৯ম পে স্কেল (????) সালে ( ৯ বছর শেষ, আর কত বছর লাগবে??

Address

Dhaka

Telephone

+8801913655527

Website

Alerts

Be the first to know and let us send you an email when With Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to With Hasan:

Share

Category